এক্সপ্লোর

OpenAI Alleged Coup: সিলিক্যান ভ্যালিতে অদম্য সত্য, প্রযুক্তি জগতে বিরাট ‘অভ্যুত্থান’, ভারতীয়ের পাশার চালে কুপোকাত সাহেবরাও

Satya Nadella: গত সপ্তাহান্তে পর পর যে ভাবে এগিয়েছে ঘটনাক্রম, তার পরতে পরতে জড়িয়ে ছিল চমক।

নয়াদিল্লি: ক্ষমতাদখলের রাজনীতিতেই মূলত অভ্যুত্থান শব্দটি ব্যবহৃত হয়ে এসেছে। কিন্তু শিল্প তথা প্রযুক্তির জগতেই এবার ‘অভ্যুত্থান’ ঘটল। যন্ত্রমেধার (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) সুফল-কুফল নিয়ে যখন কাটাছেঁড়ায় ব্যস্ত গোটা দুনিয়া, সেই সময়ই উথালপাথাল পরিস্থিতি সিলিকন ভ্যালিতে। রাতারাতি OpenAI সংস্থা থেকে স্যাম অল্টম্যানের (Sam Altman) বহিষ্কার এবং তার পর বিন্দুমাত্র সময় খরচ না করে তাঁকে যেভাবে লুফে নিল মাইক্রোসফ্ট (Microfoft), এই ঘটনাক্রমকেই ‘অভ্যুত্থান’ বলে উল্লেখ করছে শিল্প এবং প্রযুক্তি জগৎ। (OpenAI Alleged Coup)

গত সপ্তাহান্তে পর পর যে ভাবে এগিয়েছে ঘটনাক্রম, তার পরতে পরতে জড়িয়ে ছিল চমক। ‘দায়িত্ব সামলানোর যোগ্য নন’, ‘সংস্থার প্রতি সৎ’ ছিলেন না বলে প্রথমে অল্টম্যানকে বহিষ্কার করে OpenAI. সেই জায়গায় অন্তরবর্তীকালীন CEO হিসেবে আনা হয় ভারতীয় বংশোদ্ভূত মীরা মূর্তিকে। এর পর আবার অল্টম্যানের সঙ্গে দরাদরি শুরু করে OpenAI. কোনও সমাধানে পৌঁছনোর আগেই এমেট শিয়ারকে পদে অধিষ্ঠিত করা হয়।

ChatGPT-র উদ্ভাবন ঘটিয়ে যন্ত্রমেধার জগতে বিপ্লব এনেছে যে OpenAI সংস্থা, তাদের এই আচরণকে হঠকারী বলে দাগিয়ে দেন বাজার  বিশেষজ্ঞরা। সেই নিয়ে যখন উত্তাল গোট দুনিয়া, সেই সময় কার্যতই বোমা ফাটান মাইক্রোসফ্টের ভারতীয় কর্ণধার সত্য নাদেল্লা (Satya Nadella)। জানান, মাইক্রোসফ্টে যোগ দিচ্ছেন অল্টম্যান। শুধু তাই নয়, অল্টম্যান এবং OpenAI-এর প্রাক্তন প্রেসিডেন্ট গ্রেগ ব্রোকম্যানের নেতৃত্বে মাইক্রোসফ্টে পৃথক যন্ত্রমেধার উন্নতমানের গবেষণা বিভাগ গড়ে তুলতে চলেছে।

অল্টম্যানকে বহিষ্কার থেকে বোর্ডের একের পর এক সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন OpenAI-এর কর্মীরা। কর্তৃপক্ষকে চিঠি দিয়ে গণ ইস্তফার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে OpenAI-এর অস্তিত্ব নিয়ে সঙ্কট দেখা দিয়েছে। এই মুহূর্তে সংস্থার গ্রাহকের সংখ্যা ১০ কোটিরও বেশি। অফিসের কাজ হোক বা স্কুলের প্রজেক্ট, ChatGPT-র উপর নির্ভরশীলতা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে অল্টম্যানের মাইক্রোসফ্টে যোগদান সংস্থার জন্য অশুভ ইঙ্গিত বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।

আরও পড়ুন: TCS-Infy Share Price: টিসিএস-ইনফোসিসেসের শেয়ারে দুরন্ত গতি, এই কারণে আরও বাড়তে পারে দাম

অল্টম্যান নিজেও এই জল্পনায় ইন্ধন জুগিয়েছেন। মাইক্রোসফ্টের জন্য OpenAI যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা নিয়ে কোনও রাখঢাক করেননি তিনি। তাঁর বক্তব্য, ‘OpenAI-কে সাফল্যের শিখরে নিয়ে যাওয়াকেই প্রাধান্য দিচ্ছি সত্য এবং আমি। গ্রাহকদের পরিষেবা দিতে সংস্থার কাজকর্মে পূর্ণ সহযোগিতা করব আমরা, OpenAI এবং মাইক্রোসফ্টের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমেই তা সম্ভব’।

যদিও বিষয়টি এত সহজ নয়, এর নেপথ্যে অন্য সমীকরণ লুকিয়ে রয়েছে বলে কানাঘুষো সিলিকন ভ্যালিতে। OpenAI-তে ৪৯ শতাংশের অংশীদার মাইক্রোসফ্ট। অন্য বিনিয়োগকারীরা আরও ৪৯ শতাংশের অংশীদার। অলাভজনক অভিভাবক সংস্থা বাকি ২ শতাংশের দাবিদার। শোনা যাচ্ছে, অল্টম্যানকে বহিষ্কারের সিদ্ধান্ত নাদেল্লাকে জানায়নি OpenAI. বিষয়টি জানার পর দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টাও করেন নাদেল্লা। তাতেও বরফ না গলায় অল্টম্যান এবং গ্রেগকে মাইক্রোসফ্টে নিয়োগ করেন তিনি। অল্টম্যান এবং গ্রেগ মাইক্রোসফ্টে যোগ দিচ্ছেন বলে ঘোষণা হতেই শেয়ার বাজারে মাইক্রোসফ্টের শেয়ার ২ শতাংশ তরতর করে উঠে চলেছে। বর্তমানে মাইক্রোসফ্টের বাজার মূলধন ২.৮১ ট্রিলিয়ন, অর্থাৎ প্রায় ৩ লক্ষ কোটি ডলার। এর আগে, OpenAI নিজেদের যে বাজার মূলধনের পরিসংখ্যান দিয়েছিল, তা ছিল ৯ হাজার কোটি ডলার। সেই নিরিখে একদিনের ব্যবধানেই তাদের চেয়ে শেয়ার বাজারে ৩০ শতাংশ বৃদ্ধি দেখল মাইক্রোসফ্ট।

আর তাতেই বিষয়টিকে কাকতালীয় হিসেবে দেখতে নারাজ শিল্প এবং প্রযুক্তি মহল। বলা হচ্ছে, চাইলে হয়ত OpenAI সংস্থাটিকে অধিগ্রহণ করে নিতে পারতেন নাদেল্লা। কিন্তু তা না করে, সংস্থার দুই মাথাকেই মাইক্রোসফ্টে টেনে নিলেন তিনি। এর ফলে প্রযুক্তি এবং ব্যবসায়িক সাফল্যের দিক থেকে মাইক্রোসফ্ট যেমন দৌড়ে এগিয়ে যাবে, তেমনই OpenAI-এর নিয়ন্ত্রণও মাইক্রোসফ্টের হাতেই থাকবে। একচেটিয়া প্রযুক্তির বাজারে আধিপত্য কায়েম রাখা নিয়ে আগেও প্রশ্নের মুখে পড়েছে মাইক্রোস্ফট। OpenAI-এর শেয়ার কেনা নিয়েই দুই দশক আমেরিকার বিচার বিভাগে শুনানি হয়েছে তাদের বিরুদ্ধে। তাই কোনও রকম ঝামেলায় না গিয়ে, সন্তর্পণে অল্টম্যান এবং গ্রেগের কাঁধে বন্দুক রেখেই সত্য মাইক্রোসফ্টের আখের গুছিয়ে নিলেন বলে মনে করছেন অনেকেই।

মাইক্রোসফ্টের প্রাক্তন গবেষক, বর্তমানে Hugging Face সংস্থার প্রধান বিজ্ঞানী মার্গারেট মিচেল বলেন, “সত্য নাদেল্লা ঠিক সময়ে একেবারে ঠিক পদক্ষেপ করেছেন। এমনিতেই OpenAI-কে মাইক্রোসফ্টের শাখা হিসেবে দেখতে শুরু করেছিলেন অনেকে।” এমনকি ভারতীয় শিল্পপতি এবং প্রযুক্তিবিদও নাদেল্লার বুদ্ধির ধারকে কুর্নিশ জানাতে শুরু করেছেন। People Group-এর প্রতিষ্ঠাতা তথা রিয়্যালিটি শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র বিচারক অনুপম মিত্তলের মতে, অল্টম্যান এবং গ্রেগকে নিজের ছত্রছায়ায় নিয়ে এসে ইতিহাস তো বটেই, ভবিষ্যৎমুখীও সবচেয়ে বড় ‘অভ্যুত্থান’ ঘটিয়েছেন নাদেল্লা।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Rituparna Sengupta : 'দুর্নীতির টাকা জানতেন না', ৭০ লক্ষ 'টাকা ফেরাতে চান ঋতুপর্ণা'
'দুর্নীতির টাকা জানতেন না', ৭০ লক্ষ 'টাকা ফেরাতে চান ঋতুপর্ণা'
SEBI-Hindenburg Tussle: আদানি-রিপোর্টের জের, হিন্ডেনবার্গকে শোকজ ধরাল SEBI, 'প্রভাবশালীদের বাঁচানের চেষ্টা', এল পাল্টা জবাব
আদানি-রিপোর্টের জের, হিন্ডেনবার্গকে শোকজ ধরাল SEBI, 'প্রভাবশালীদের বাঁচানের চেষ্টা', এল পাল্টা জবাব
Rahul Gandhi Speech Expunged: ধর্মীয় বিদ্বেষ নিয়ে BJP-মোদিকে আক্রমণ, NEET, 'অগ্নিপথে'র উল্লেখ, লোকসভায় বাদ গেল রাহুলের ভাষণের অংশ
ধর্মীয় বিদ্বেষ নিয়ে BJP-মোদিকে আক্রমণ, NEET, 'অগ্নিপথে'র উল্লেখ, লোকসভায় বাদ গেল রাহুলের ভাষণের অংশ
Rath Yatra: এই যাত্রায় অংশ নিলে ১০০ যজ্ঞের ফল মেলে! সেই টানেই ছুটে যান ভক্তরা
এই যাত্রায় অংশ নিলে ১০০ যজ্ঞের ফল মেলে! সেই টানেই ছুটে যান ভক্তরা
Advertisement
ABP Premium

ভিডিও

ED On Rituparna: '..ওই টাকা রেশন দুর্নীতির, জানতেন না ঋতুপর্ণা', ED-কে টাকা ফেরত দিতে চান অভিনেত্রীHC On Arabul: ভাঙড়ের TMC নেতা আরাবুল ইসলামকে জামিন দিল হাইকোর্টKolkata News: প্রকাশ্যে মারধর, প্রতিবাদে বিক্ষোভ মহিলাদের। ABP Ananda LiveRation Scam: ED-কে প্রায় ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত, খবর সূত্রের। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rituparna Sengupta : 'দুর্নীতির টাকা জানতেন না', ৭০ লক্ষ 'টাকা ফেরাতে চান ঋতুপর্ণা'
'দুর্নীতির টাকা জানতেন না', ৭০ লক্ষ 'টাকা ফেরাতে চান ঋতুপর্ণা'
SEBI-Hindenburg Tussle: আদানি-রিপোর্টের জের, হিন্ডেনবার্গকে শোকজ ধরাল SEBI, 'প্রভাবশালীদের বাঁচানের চেষ্টা', এল পাল্টা জবাব
আদানি-রিপোর্টের জের, হিন্ডেনবার্গকে শোকজ ধরাল SEBI, 'প্রভাবশালীদের বাঁচানের চেষ্টা', এল পাল্টা জবাব
Rahul Gandhi Speech Expunged: ধর্মীয় বিদ্বেষ নিয়ে BJP-মোদিকে আক্রমণ, NEET, 'অগ্নিপথে'র উল্লেখ, লোকসভায় বাদ গেল রাহুলের ভাষণের অংশ
ধর্মীয় বিদ্বেষ নিয়ে BJP-মোদিকে আক্রমণ, NEET, 'অগ্নিপথে'র উল্লেখ, লোকসভায় বাদ গেল রাহুলের ভাষণের অংশ
Rath Yatra: এই যাত্রায় অংশ নিলে ১০০ যজ্ঞের ফল মেলে! সেই টানেই ছুটে যান ভক্তরা
এই যাত্রায় অংশ নিলে ১০০ যজ্ঞের ফল মেলে! সেই টানেই ছুটে যান ভক্তরা
Hina Khan Health Update: অ্যাওয়ার্ড শো সেরে সোজা হাসপাতালে, কেমোথেরাপি শুরু হিনা খানের
অ্যাওয়ার্ড শো সেরে সোজা হাসপাতালে, কেমোথেরাপি শুরু হিনা খানের
Suryakumar Yadav Catch: চাপের মুখে অবিশ্বাস্য ফিল্ডিং, বিশ্বকাপ ফাইনালের মোড় ঘোরানো ক্যাচ নিয়ে কী বললেন সূর্যকুমার?
চাপের মুখে অবিশ্বাস্য ফিল্ডিং, বিশ্বকাপ ফাইনালের মোড় ঘোরানো ক্যাচ নিয়ে কী বললেন সূর্যকুমার?
Wimbledon 2024: উইম্বলডনে প্রথম রাউন্ডেই হেরে ছিটকে গেলেন সুমিত নাগাল
উইম্বলডনে প্রথম রাউন্ডেই হেরে ছিটকে গেলেন সুমিত নাগাল
Arabul Islam Gets Bail: জামিন পেলেন আরাবুল ইসলাম
জামিন পেলেন আরাবুল ইসলাম
Embed widget