PAN Card Fraud: ধোনি, শিল্পা শেঠিরাও হয়েছেন প্যান কার্ড জালিয়াতির শিকার; কীভাবে সুরক্ষিত রাখবেন এই নথি ?
Cyber Fraud: সুফলের পাশাপাশি কুফলের সাক্ষী হচ্ছে দেশ। ভারতে ডিজিটালাইজেশনের ফলে বেড়ে গিয়েছে অনলাইন ব্যাঙ্কিং জালিয়াতির ঘটনা। আজকাল সাইবার অপরাধীরা প্রতারণার ক্ষেত্রে ব্যবহার করছে আপনার প্যান কার্ড।
Cyber Fraud: সুফলের পাশাপাশি কুফলের সাক্ষী হচ্ছে দেশ। ভারতে ডিজিটালাইজেশনের ফলে বেড়ে গিয়েছে অনলাইন ব্যাঙ্কিং জালিয়াতির ঘটনা। আজকাল সাইবার অপরাধীরা প্রতারণার ক্ষেত্রে ব্যবহার করছে আপনার প্যান কার্ড। সাইবার অপরাধীদের এই নিশানা থেকে বাদ পড়েননি এম এস ধোনি, শিল্পা শেঠি, অভিষেক বচ্চন, মাধুরী দীক্ষিত ও ইমরান হাশমির মতো তারকা। এই ক্ষেত্রে সেলিব্রিটি প্যান কার্ডের বিবরণ ব্যবহার করে ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছে। তারকাদের সঙ্গে এরকম কাণ্ড হয়ে থাকলে আপনারাও হতে পারেন এই ধরনের প্যান কার্ড জালিয়াতির শিকার। জেনে নিন, কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার প্যান কার্ড।
কীভাবে আপনি PAN কার্ডের অপব্যবহার এড়াতে পারেন?
1) সবার আগে PAN কার্ড সব জায়াগায় ব্যবহার করা বন্ধ করুন। প্যানের পরিবর্তে ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্সের মতো অন্যান্য আইডি বিশদ ব্যবহার করুন যা কম ঝুঁকিপূর্ণ।
2) কেবল বিশ্বস্ত ব্যক্তি বা কোম্পানির সঙ্গে আপনার PAN কার্ডের বিশদ বিবরণ শেয়ার বা তারিখ সহ এর ফটোকপিতে স্বাক্ষর করতে পারেন।
3) অনলাইন পোর্টালগুলিতে আপনার পুরো নাম ও জন্ম তারিখ লেখা এড়িয়ে চলুন। এগুলি আপনার প্যান ট্র্যাক করতে ব্যবহার করা যেতে পারে
4) আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে ডি-লিঙ্ক করুন, এটি কোনও সরকারি আদেশ নয়৷
5) কোনও অজ্ঞাত ক্রেডিট কার্ড ইস্যু বা ঋণের জন্য নিয়মিত আপনার ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করুন
6) আপনার ফোনের গ্যালারিতে প্যান রাখা এড়িয়ে চলুন। ফোন হারিয়ে গেলে এটি সহজেই অ্যাক্সেস করা যেতে পারে।
PAN Card Fraud: আপনার প্যান কার্ড জালিয়াতিভাবে ব্যবহার করা হয়েছে কিনা তা কীভাবে পরীক্ষা করবেন ?
CIBIL রিপোর্ট হল আপনার প্যান কার্ডের কোনও েব্যবহার হয়েছে কিনা তা পরীক্ষা করার সেরা উপায়। এই রিপোর্টে আপনার সব ঋণ ও ক্রেডিট কার্ডের বিবরণ থাকে। আপনি যদি আপনার CIBIL রিপোর্টে এমন কোনও ক্রেডিট কার্ড বা ঋণ পান যা আপনি পাননি, অবিলম্বে এই বিষয়ে কর্তৃপক্ষকে জানান। শুধু CIBIL নয়, অন্যান্য ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর রিপোর্টগুলিও ব্যবহার করা যেতে পারে প্যান কার্ডের অপব্যবহার রুখতে। সেই ক্ষেত্রে Equifax, Experian, Paytm, Bank Bazaar বা CRIF High Mark-এ গিয়ে প্যান কার্ডের ইনফরমেশন দেখতে পারেন।
Cyber Fraud: কীভাবে PAN অপব্যবহারের রিপোর্ট করবেন ?
1: TIN NSDL-এর অফিসিয়াল পোর্টালে যান
2: হোম পেজে কাস্টমার কেয়ার সেকশনের জন্য সার্চ করুন, যা একটি ড্রপ-ডো খুলবে
3: ড্রপ-ডাউন মেনু থেকে 'অভিযোগ/ প্রশ্ন' অপশন খুলুন। এখানে একটি অভিযোগ ফর্ম দেখা যাবে।
4: অভিযোগ ফর্মে প্রয়োজনীয় বিশদ বিবরণ পূরণ করুন। ক্যাপচা কোড লিখুন ও 'সাবমিট'-এ ক্লিক করুন।
ChatGPT Fails UPSC Exam: আমেরিকার পরীক্ষায় পাশ, ভারতে ফেল করল চ্যাটজিপিটি