Patanjali News: উচ্চ বিদ্যালয় ও ইন্টারমিডিয়েট পরীক্ষায় ১০০ শতাংশ ফলাফল, খুশির হাওয়া পতঞ্জলির আচার্যকুলম স্কুলে
Patanjali Acharyakulam School: পতঞ্জলির আচার্যকুলম স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্কুলের মোট ২১ জন পড়ুয়া ৫টি বিষয়েই এ ওয়ান গ্রেড পেয়েছে।

Board Exam Results: উত্তরাখণ্ডের হরিদ্বারে পতঞ্জলির আচার্যকুলম স্কুলে দারুণ ফলাফল এসেছে বোর্ড পরীক্ষায়। উচ্চ বিদ্যালয় এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই স্কুলে পাশের হার হয়েছে ১০০ শতাংশ। ফলে বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ পাওয়ার পর থেকেই স্কুলের ক্যাম্পাসে এসেছে খুশির ঝড়, আনন্দে মাতোয়ারা সকলেই।
উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল ১৫৩ জন পড়ুয়া, তাদের সকলেই পাশ করেছে। তাদের মধ্যে প্রাপ্ত নম্বরের গড় প্রায় ৮৬.৩০ শতাংশ। স্কুলের শীর্ষস্থান অধিকার করেছে অথর্ব, ৯৯.৪০ শতাংশ নম্বর পেয়েছে সে। এরপরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ধ্রুব (৯৮ শতাংশ) এবং সনয়া সেজল (৯৭.৮০ শতাংশ)। ৯৭.৬০ শতাংশ নম্বর পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে সহজ। অন্যদিকে অংশুমান ও কানহাইয়া কুমার একইসঙ্গে ৯৭.৪০ শতাংশ নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে।
৪৩ জন পড়ুয়া কিছু কিছু বিষয়ে ১০০-তে ১০০ পেয়েছে
পতঞ্জলির আচার্যকুলম স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্কুলের মোট ২১ জন পড়ুয়া ৫টি বিষয়েই এ ওয়ান গ্রেড পেয়েছে। ৪৩ জন পড়ুয়া আলাদা আলাদা বিষয়ে ১০০-তে ১০০ পেয়েছে। আবার ২৫ জন পড়ুয়া ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে।
ইন্টারমিডিয়েট পরীক্ষায় গড় প্রাপ্ত নম্বর ৮৮.৩৮ শতাংশ
৯৭ জন পরীক্ষার্থী ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলেন যাদের সকলেই পাশ করে গিয়েছে। এই স্কুলে নির্দিষ্ট এই পরীক্ষায় পাশের হার রয়েছে ৮৮.৩৮ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে ৮৩.৫৯ শতাংশ পড়ুয়া, মানবীবিদ্যা বিভাগ থেকে পাশের হার ৯০.৬৪ শতাংশ এবং বাণিজ্য বিভাগ থেকে পাশের হার ৯০.৮৫ শতাংশ। ৯৯ শতাংশ নম্বর পেয়ে স্কুলের টপার হয়েছে সিদ্ধেশ। একইভাবে মানবীবিদ্যা এবং বাণিজ্য বিভাগ থেকে শীর্ষস্থান অধিকার করেছে আর্যমন (৯৮.৬ শতাংশ) এবং রিদ্ধিমা (৯৮ শতাংশ)। পাঁচটি বিষয়েই এ ওয়ান গ্রেড পেয়েছে ১৪ জন পড়ুয়া, বিভিন্ন বিষয়ে ১০০-তে ১০০ পেয়েছে মোট ৩২ জন পড়ুয়া।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেছিলেন
যোগগুরু স্বামী রামদেব এবং আচার্য বালকৃষ্ণ স্থাপন করেছিলেন এই পতঞ্জলির আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আচার্যকুলম স্কুল। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই স্কুলের উদ্বোধন করেছিলেন। আধুনিক শিক্ষার সঙ্গে বৈদিক শিক্ষার মেলবন্ধন ঘটিয়ে পড়ানো হয় এই স্কুলে। গুরুকুল সিস্টেমে শিক্ষাদানের রীতি রয়েছে এই স্কুলে, আর এটি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনে পরিচালিত হয়।






















