FD Interest Rate: ৩০ জুনের মধ্যে Special FD করালে মিলবে বেশি সুদ, কী সুযোগ এই ৪ ব্যাঙ্কে ?
Special FD Scheme: এই সমস্ত ব্যাঙ্কে অনেক আগেই চালু করা হয়েছিল এই স্পেশাল এফডি স্কিম যা আগামী ৩০ জুনের পর উপলব্ধ থাকবে না। সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত মিলছে সুদ এই বিশেশ এফডিতে।
Special FD Scheme: দেশে এমন অনেক ব্যাঙ্ক আছে যেখানে স্থায়ী আমানতের উপর বেশি সুদ দেওয়া হয় গ্রাহকদের। আর এই জন্য যাতে গ্রাহকরা তাদের স্থায়ী আমানতের (Fixed Deposit) উপর বেশি সুদ পান, বিভিন্ন ব্যাঙ্ক তাদের স্পেশাল এফডি স্কিম নিয়ে এসেছে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক ইত্যাদিতে এমন স্পেশাল এফডি (Special FD) স্কিম করালে আপনি পাবেন বেশি সুদ। এই সমস্ত ব্যাঙ্কে অনেক আগেই চালু করা হয়েছিল এই স্পেশাল এফডি স্কিম যা আগামী ৩০ জুনের পর উপলব্ধ থাকবে না। অর্থাৎ এই স্পেশাল এফডি (FD Interest Rate) করাতে চাইলে এই সমস্ত ব্যাঙ্কে আগামী ৩০ জুনের মধ্যেই আবেদন করতে হবে, আমানতও করতে হবে।
পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্কে ৭.২৫ শতাংশ সুদ স্পেশাল এফডি স্কিমে
অন্যতম প্রধান পাবলিক সেক্টর ব্যাঙ্ক পঞ্জাব অ্যান্ড সিন্দ-এ স্পেশাল এফডি স্কিমে টাকা রাখলে আপনি সর্বোচ্চ ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। এজন্য বিভিন্ন ক্যাটাগরি আছে মেয়াদের অনুসারে। ২২২ দিনের জন্য এফডিতে পাবেন ৭.০৫ শতাংশ সুদ, ৩৩৩ দিনের জন্য ফিক্সড ডিপোজিটে পাবেন ৭.১০ শতাংশ, ৪৪৪ দিনের জন্য এফডিতে সর্বোচ্চ ৭.২৫ শতাংশ সুদ পাবেন গ্রাহকরা। এই স্পেশাল এফডি স্কিমে আমানত করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত।
ইন্ডিয়ান ব্যাঙ্কে এই স্কিমে মিলছে ৭.৮০ শতাংশ সুদ
ইন্ডিয়ান ব্যাঙ্কে এই স্পেশাল এফডি স্কিমের নাম IND Supreme যেখানে ৩০০ দিন ও ৪০০ দিনের মেয়াদের জন্য স্থায়ী আমানতে যথাক্রমে ৭.০৫ শতাংশ পর্যন্ত সুদ মিলবে এবং ৩০০ দিনের মেয়াদে টাকা রাখলে প্রবীণ নাগরিকদের জন্য সুদ মিলবে ৭.৫৫ শতাংশ। আর যে সমস্ত নাগরিকদের বয়স ৮০ পেরিয়েছে, তাদের স্থায়ী আমানতের উপর ৭.৮০ শতাংশ সুদ মিলবে ইন্ডিয়ান ব্যাঙ্কে। অন্যদিকে ৪০০ দিনের মেয়াদে স্থায়ী আমানতে যেখানে সাধারণ নাগরিকরা পাবেন ৭.২৫ শতাংশ সুদ, সেখানে প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৭৫ শতাংশ সুদ। ৮০ বছরের বেশি বয়স হলে ৮ শতাংশ পর্যন্ত সুদ পাবেন আপনি। এই স্কিমেও আমানতের শেষ দিন ৩০ জুন পর্যন্ত।
IDBI ব্যাঙ্কে স্পেশাল উৎসব এফডিতে সুদের হার বেশি
এই ব্যাঙ্কে উৎসব এফডি স্কিমের অধীনে ৩০০ দিনের মেয়াদে সুদ মিলছে ৭.০৫ শতাংশ হারে। প্রবীণ নাগরিকদের জন্য এই মেয়াদে সুদ মিলবে ৭.৫৫ শতাংশ হারে। আর ৩৭৫ দিনের মেয়াদে টাকা রাখলে সাধারণ নাগরিক পাবেন ৭.১০ শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদ ৭.৬০ শতাংশ। ৪৪৪ দিনের জন্য টাকা রাখলে প্রবীণ নাগরিকরা সর্বোচ্চ ৭.৭০ শতাংশ সুদ পাবেন।
SBI-এর বিশেষ এফডি স্কিম
স্টেট ব্যাঙ্কের এই বিশেষ স্কিমের নাম অমৃত কলস স্কিম যেখানে ৪০০ দিনের মেয়াদে স্থায়ী আমানতে সাধারণ নাগরিকরা পাবেন ৭.১০ শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৬০ শতাংশ সুদ। এই স্কিমের ডেডলাইন ৩০ জুনের বদলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে।
আরও পড়ুন: SBI Dividend: সরকারকে ৭ হাজার কোটির ডিভিডেন্ড, রেকর্ড গড়ল SBI