Petrol Diesel Price: দেশজুড়ে দামে কোনও হেরফের নেই, কলকাতায় পেট্রোল-ডিজেলের দর কত ?
Fuel Price Today: প্রতিদিন ভোর ৬টার সময় ঠিক হয়ে যায় আজকের বাজারে কী থাকবে পেট্রোল-ডিজেলের দাম। কিছুদিন ধরে অনেকটা স্থিতিশীল পেট্রোল-ডিজেলের দাম। আজ শহরে দর কত ?
Fuel Price: মূলত আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দামের উপরেই নির্ভর করে ভারতে কত দর উঠবে পেট্রোল-ডিজেলের। জ্বালানির অধিকাংশ পরিমাণই ভারতকে যেহেতু আমদানি করতে হয় তাই এই দাম অনেক সময় কমে-বাড়ে। প্রতিদিন ভোর ৬টার সময় ঠিক হয়ে যায় আজকের বাজারে কী থাকবে পেট্রোল-ডিজেলের দাম। জ্বালানি তেলের দাম বেশ কিছুদিন ধরেই ভারতে একইরকম থাকছে, খুব একটা হেরফের নেই। আজ, ১৬ জানুয়ারি, কলকাতা-সহ সারা দেশে কত দামে পেট্রোল-ডিজেল কিনতে পারবেন ? চলুন জেনে নেওয়া যাক।
কলকাতায় কত দাম জ্বালানি তেলের ? অন্য শহরেই বা কত দাম ?
- কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।
- দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।
- চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।
- মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৭ টাকা।
- লখনউতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৫৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৭৬ টাকা।
- হায়দ্রাবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৯.৬৬ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৭.৮২ টাকা।
- বেঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৯৪ টাকা।
আরও পড়ুন: Wipro Share Price: ত্রৈমাসিকের ফল বেরোতেই দৌড় শুরু, হু হু করে বাড়ল উইপ্রোর শেয়ার !
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম ওঠানামা করলে দেশের বাজারে প্রভাব পড়ে। ভারতের একাধিক শহরে পেট্রোল-ডিজেলের দামে (Petrol Diesel Price) বদল ধরা পড়েছে। বেশ কিছু দিন আগে কেন্দ্রীয় সরকারের তরফে পেট্রল ও ডিজেলের (Petrol and Diesel Price Price) এক্সাইজ ডিউটি কমানো হয় আর তার পরেই রাজ্যে কমে আসে জ্বালানির দাম। কলকাতায় এখনও ১০০ টাকার উপরেই রয়েছে পেট্রোল-ডিজেলের দাম। ডিজেলের দাম সেখানে তুলনায় কিছুটা কম।
মোবাইলেই দেখে নিন পেট্রোল-ডিজেলের দাম, কীভাবে ?
দেশের সরকারি তেল কোম্পানিগুলি প্রতিদিন পেট্রোল-ডিজেলের নতুন হার (Petrol Diesel Price Today) ঘোষণা করে। ভোর ছয়টায় এই দাম জানা যায়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কতটা ওঠা-নামা করল, তার ওপর ভিত্তি করেই এই দাম নির্ধারণ করা হয়। কোনও BPCL গ্রাহক পেট্রল-ডিজেলের দাম দেখতে চাইলে ঘরে বসেই মোবাইলে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান, সহজেই দাম দেখতে পাবেন। একইভাবে, HPCL গ্রাহকদের HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠানো দরকার দাম জানার জন্য। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে SMS-এর মাধ্যমেই জানতে পারবেন আজকের বাজারে কত দাম পেট্রোল-ডিজেলের।