(Source: ECI/ABP News/ABP Majha)
Petrol Diesel Price: দেশে এই শহরগুলিতে দাম কমল পেট্রোল-ডিজেলের, কলকাতায় কত হল লিটার ?
Fuel Price Hike: বৃহস্পতিবার দেশের বেশকিছু শহরে দাম কমল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price)। জেনে নিন কলকাতায় কত হল জ্বালানির মূল্য।
Fuel Price Hike: বিশ্ববাজারে ফের কমল অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার দেশের বেশকিছু শহরে দাম কমল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price)। জেনে নিন কলকাতায় কত হল জ্বালানির মূল্য।
অপরিশোধিত তেলের দামের কী অবস্থা
বৃহস্পতিবার অনেক শহরেই জ্বালানির দামে পরিবর্তন এসেছে। অনেক জায়গায় দাম বেড়েছে আবার অনেক জায়গায় দামও কমেছে। আমরা যদি অপরিশোধিত তেলের দামের কথা বলি,তবে এর বৃদ্ধি অব্যাহত রয়েছে। WTI অপরিশোধিত তেলের দাম 0.12 শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এটি ব্যারেল প্রতি 84.32 ডলারে রয়ে গেছে। ব্রেন্ট অশোধিত তেলের কথা বললে, এর দাম 0.15 শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এটি ব্যারেল প্রতি 85.94 ডলারে লেনদেন করছে।
আজ চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
নয়াদিল্লি- পেট্রোল প্রতি লিটারে 96.72 টাকা, ডিজেল প্রতি লিটার 89.62 টাকায় পাওয়া যাচ্ছে।
মুম্বই- পেট্রোল 106.31 টাকায়, ডিজেল প্রতি লিটার 94.27 টাকায় পাওয়া যাচ্ছে।
কলকাতা- পেট্রোল পাওয়া যাচ্ছে 106.03 টাকা, ডিজেল প্রতি লিটার 92.76 টাকায়।
চেন্নাই- পেট্রোল পাওয়া যাচ্ছে 102.77 টাকা, ডিজেল প্রতি লিটার 94.37 টাকায়।
এই শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম বদলেছে-
আগ্রা - পেট্রোলের দাম 20 পয়সা বেড়ে 96.47 টাকা হয়েছে, ডিজেল 20 পয়সা বেড়েছে এবং প্রতি লিটার 89.64 টাকায় পাওয়া যাচ্ছে।
আহমেদাবাদ - পেট্রোলের দাম 5 পয়সা বেড়ে 96.37 টাকা হয়েছে, ডিজেল 6 পয়সা বেড়েছে এবং প্রতি লিটার 92.11 টাকায় পাওয়া যাচ্ছে।
বারাণসী- পেট্রোলের দাম 16 পয়সা বেড়ে 97.05 টাকা হয়েছে, ডিজেল 16 পয়সা বেড়েছে এবং প্রতি লিটার 90.24 টাকায় পাওয়া যাচ্ছে।
নয়ডা - পেট্রোল 17 পয়সা কমছে 96.77 টাকা, ডিজেল 17 পয়সা কম হচ্ছে প্রতি লিটার 89.94 টাকা।
গুরুগ্রাম- পেট্রোলের দাম 34 পয়সা বেড়ে 97.10 টাকা হয়েছে, ডিজেল 32 পয়সা বেড়েছে এবং প্রতি লিটার 89.96 টাকায় পাওয়া যাচ্ছে।
জয়পুর- পেট্রোল 83 পয়সা কমছে 108.48 টাকা, ডিজেল 75 পয়সা কমে 93.72 টাকা প্রতি লিটার।
পুনে- পেট্রোল 33 পয়সা কমছে 105.84 টাকা, ডিজেল 32 পয়সা কমে 92.36 টাকা প্রতি লিটার।
আপনার শহরের পেট্রল-ডিজেলের দাম দেখুন এইভাবে
আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরাHPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।
Fuel Price Hike: সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরেই রাজ্যে কমে আসে জ্বালানির দাম। যদিও এখনও ১০০ টাকার উপরেই রয়েছে পেট্রোল-ডিজেলের দাম। তবে আগেই এত বেশি পরিমাণে জ্বালানির দাম চড়ে রয়েছে, তাই নতুন করে মূল্য কমলেও মধ্যবিত্তের পকেটে টান আগের মতই পড়ছে।
অপরদিকে, গ্যাসের দামেও গত কয়েকদিনে আগুন লেগেছে। স্বাভাবিকভাবেই একদিকে যেমন পেট্রোল-ডিজেলের জন্য পরোক্ষভাবে সবজি থেকে মাছ বাজারের উপর প্রভাব ফেলেছে। যাওবা কেনা সম্ভব হচ্ছে, তাও আবার হিমশিম খেতে হচ্ছে এলপিজির দাম বাড়তেই। নতুন করে দাম কমার অপেক্ষায় শহরবাসী তথা সারা দেশ। বর্তামেন পেট্রোল -ডিজেলের দাম নিয়ন্ত্রণে আনতে একে জিএসটিরআওতাভুক্ত করতে চাইছে সরকার। এই নিয়ে ইতিমধ্য়েই আলোচনা হয়েছে রাজ্য সরকারগুলির সঙ্গে।
LPG Subsidy Increased: আরও কমে এলপিজি সিলিন্ডার ! কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণা