Petrol Price: কলকাতার থেকেও দাম কমল এইসব জেলায়, দেশের আর কোথায় সস্তা হল পেট্রোল ডিজেল ?
Fuel Price: আজ কলকাতার থেকেও রাজ্যের বেশ কিছু জেলায় দাম কমে গেল পেট্রোল ডিজেলের। আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় দাম কমল জ্বালানি তেলের। কলকাতায় কত চলছে দর ?
Fuel Price: গতকাল শুক্রবার বিশ্ববাজারে নানাবিধ কারণে অপরিশোধিত তেলের দাম বেড়ে গিয়েছিল। এই সপ্তাহের হিসেবে যদিও তেলের দাম ১ শতাংশ কমেছে। আর আজ শনিবার সপ্তাহান্তে এসে অপরিশোধিত তেলের দামে (Petrol Diesel Price) সেভাবে কোনও হেরফের দেখা যায়নি। প্রতিদিনের মত এদিনও ভোর ৬টায় প্রকাশিত হয়েছে আজকের দাম। সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি এদিন যে তেলের দাম প্রকাশ করেছে তাতে রাজ্যে কলকাতার থেকেও কিছু জেলায় বেশ খানিকটা দাম কমতে দেখা গিয়েছে পেট্রোল ডিজেলের।
কলকাতায় জ্বালানির দর কত ?
আজ ১৩ এপ্রিল কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা।
অন্য মহানগরগুলিতে কত চলছে দাম ?
দিল্লিতে পেট্রোলের (Petrol Diesel Price) লিটার প্রতি দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা।
চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৭৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ৩৪ টাকা।
মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.২১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ১৫ টাকা।
কলকাতার থেকেও দাম কমল এই জেলাগুলিতে
আলিপুরদুয়ারে পেট্রোলের লিটার প্রতি দাম ৪৮ পয়সা কমে হয়েছে ১০৪.৭৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৪৫ পয়সা কমে হয়েছে ৯১.৪৯ টাকা।
কোচবিহারে পেট্রোলের (Petrol Diesel Price) লিটার প্রতি দাম ৭৩ পয়সা কমে হয়েছে ১০৪.৭০ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৬৭ পয়সা কমে হয়েছে ৯১.৪৬ টাকা।
দক্ষিণ দিনাজপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.১৬ টাকা, দাম কমেছে ২৪ পয়সা এবং ডিজেলের লিটার প্রতি দাম ২২ পয়সা কমে হয়েছে ৯০.৯৬ টাকা।
মালদায় পেট্রোলের দাম লিটারে ৩৫ পয়সা কমেছে এবং ডিজেলের দাম ৩৭ পয়সা কমে হয়েছে ৯০.৫৬ টাকা।
অন্যদিকে আজ শনিবার পুরুলিয়াতে পেট্রোল সস্তা হল লিটারে ৩৫ পয়সা, দাম হয়েছে ১০৪.৪৭ টাকা এবং ডিজেল এখানে ৩৩ পয়সা সস্তা হয়ে দাম হয়েছে ৯১.২৫ টাকা।
উত্তর দিনাজপুরেও কমে গিয়েছে পেট্রোল ডিজেলের দাম। লিটারে ৬৬ পয়সা কমে পেট্রোল এখন ১০৪.২১ টাকা এবং ডিজেলের দাম এখন লিটারে ৬১ পয়সা কমে ৯১.০১ টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: SBI Fixed Deposit: ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে দুর্দান্ত সুদ, বাড়ল 'অমৃত কলস স্কিম'-এ আবেদনের সময়সীমা