Petrol Diesel Price: পেট্রোলের দামে আজ কত হেরফের ? কলকাতায় কতটা সস্তা হল জ্বালানি তেল ?
Petrol Diesel Rate Today: কিছুদিন আগেই লোকসভা ভোটের আবহে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা হারে কমিয়েছে দেশের সরকার। কিন্তু তবু কিছু কিছু শহরে জ্বালানি তেলের দাম আজও ১০০ টাকার উপরেই আছে।
Fuel Price: প্রতিদিন ভোর ৬টার সময় দেশের সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি তাঁদের সেদিনের রেটচার্ট প্রকাশ করে। সেখানেই দেখা যায় কবে দাম কমল, কোথায় দাম বাড়ল, কোথায় কোনও বদল নেই দামে। কিছুদিন আগেই লোকসভা ভোটের আবহে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price) লিটার প্রতি ২ টাকা হারে কমিয়েছে দেশের সরকার। কিন্তু তবু কিছু কিছু শহরে জ্বালানি তেলের দাম আজও ১০০ টাকার উপরেই আছে। আজ ২০ মার্চ বুধবার দেখে নিন কোথায় জ্বালানি তেলের দাম কত হল ? কোথায় কমল, কোথায় আবার দাম বাড়ল ?
কলকাতায় দাম কত পেট্রোলের
দাম কমার পর আজ ২০ মার্চ কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা।
অন্য মহানগরে কোথায় কত দাম জ্বালানি তেলের
- দিল্লিতে পেট্রোলের (Petrol Diesel Price) লিটার প্রতি দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা।
- চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৭৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ৭৬ টাকা।
- মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.২১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ১৫টাকা।
আজ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি খানিক কমে হয়েছে ৮৩.১৬ ডলার। অর্থাৎ আগের দিনের থেকে ০.৩৭ শতাংশ কমেছে দাম।
অন্যান্য শহরে জ্বালানি তেলের দাম কত হল
- নয়ডায় পেট্রোলের (Petrol Diesel Price) লিটার প্রতি দাম ৯৪.৮৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৯৬ টাকা।
- গুরুগ্রামে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৫.১৯ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৮.০৫ টাকা।
- লখনউতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৭৬ টাকা।
- জয়পুরে আজ ২০ মার্চ পেট্রোলের দাম লিটারে ১০৪.৮৮ টাকা এবং ডিজেলের দাম লিটারে হল ৯০.৩৬ টাকা।
- পাটনায় আজ দাম হয়েছে পেট্রোলের ১০৫.১৮ টাকা লিটারে এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.০৪ টাকা।
- বেঙ্গালুরুতে ২০ মার্চ বুধবার পেট্রোলের দাম হয়েছে ৯৯.৮৪ টাকা লিটারে এবং ডিজেলের দাম হয়েছে লিটারে ৮৫.৯৩ টাকা।
ঘরে বসেই পেট্রোল ও ডিজেলের দাম জানতে হলে আপনাকে ডিলার কোড লিখে নির্দিষ্ট নম্বরে মেসেজ পাঠাতে হবে। BPCL গ্রাহক হলে আপনাকে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
আরও পড়ুন: TCS Share: শেয়ার বিক্রি করবে টাটা সন্স, ৩ শতাংশ পড়ল টিসিএসের শেয়ারের দাম- এখন কি বেচে দেবেন ?