Petrol Price: দেশের ৫ শহরে পেট্রোলের দাম ১০০-র নিচে, কোথায় সস্তা হল জ্বালানি তেলের দাম ?
Fuel Price: রাজ্যে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও তেলের দামে বিস্তর ব্যবধান লক্ষ্য করা যায়। কলকাতা ছাড়া বাঁকুড়া, হুগলি, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মুর্শিদাবাদ জেলায় তেলের দাম আজ খানিক কমেছে।
Fuel Price: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে। আজও আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ৮৪.০৫ টাকা হয়েছে। এর প্রভাব পড়ে দেশের জ্বালানি তেলের দামের উপরে। আজ ২ এপ্রিল, মঙ্গলবার দেশের বেশ কিছু শহরে জ্বালানি তেলের দাম (Petrol Price) কমেছে এবং অপরিশোধিত তেলের দামের বৃদ্ধির কোনও প্রভাব লক্ষ্য করা যায়নি। কলকাতা সহ অন্যান্য মহানগরগুলিতে দাম একই থাকলেও, অন্যান্য রাজ্যে কোথাও কোথাও দাম আজ কমেছে। কোথাও আবার বাড়তে দেখা গিয়েছে।
রাজ্যে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও তেলের দামে (Petrol Price) বিস্তর ব্যবধান লক্ষ্য করা যায়। কলকাতা ছাড়া বাঁকুড়া, হুগলি, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মুর্শিদাবাদ ইত্যাদি জেলায় তেলের দাম আজ খানিক কমেছে। প্রতিদিন ভোর ৬টার সময় সেদিনের জ্বালানি তেলের দাম প্রকাশ করে সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি।
কলকাতায় দাম কত পেট্রোল-ডিজেলের
কলকাতায় আজ ২ এপ্রিল পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা।
কোন জেলায় কমেছে দাম
বাঁকুড়ায় পেট্রোলের দাম (Petrol Price) লিটারে ১৭ পয়সা কমে আজ হয়েছে ১০৪.২০ টাকা এবং ডিজেলের দাম কমে হয়েছে ৯১ টাকা লিটারে।
হুগলিতে পেট্রোলের দাম ৩৬ পয়সা লিটারে কমে হয়েছে ১০৪.২১ টাকা এবং ডিজেলের দাম ৩৩ পয়সা কমে হয়েছে ৯১.০১ টাকা।
জলপাইগুড়িতে আজ পেট্রোলের দাম (Petrol Price) কমেছে লিটারে ৬৪ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম কমেছে ৬০ পয়সা।
মূর্শিদাবাদে ও নদিয়ায় যথাক্রমে ১৭ পয়সা ও ৪৭ পয়সা হারে দাম কমেছে পেট্রোলের। আজ মুর্শিদাবাদ ও নদিয়ায় পেট্রোলের দাম যথাক্রমে ১০৪.৮১ টাকা ও ১০৪.৯৬ টাকা প্রতি লিটারে।
দেশের মধ্যে কোন রাজ্যে দাম কমেছে আজ
অন্ধ্রপ্রদেশে আজ পেট্রোলের দাম সস্তা হয়েছে লিটারে ৫০ পয়সা হারে।
বিহারে পেট্রোলের দাম কমেছে লিটারে ৩৬ পয়সা।
অন্যদিকে ছত্তিশগড়েও পেট্রোলের দাম লিটারে ১৭ পয়সা কমে গিয়েছে আজ।
কোথায় দাম বেড়েছে
আজ ২ এপ্রিল দেশের মধ্যে অসম, অরুণাচল প্রদেশ ও উত্তরপ্রদেশে খানিক বাড়তে দেখা গিয়েছে পেট্রোল ও ডিজেলের দাম।
কোন শহরে কত দাম জ্বালানি তেলের
নয়ডায় আজ ২ এপ্রিল প্রতি লিটার পেট্রোলের দাম (Petrol Price) ৯৪.৬৬ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৭৬ টাকা।
গুরুগ্রামে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৪.৯৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৭৬ টাকা।
লক্ষ্ণৌতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৪.৭৯ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৯২ টাকা।
আরও পড়ুন: Multibagger Stock: ৪ বছর আগে ১ লাখ রাখলে আজ পেতেন ১.৫ কোটি টাকা ! এই পেনিস্টকটি দেখেছেন ?