GST on House Rent: বাড়ি ভাড়ার উপর দিতে হবে ১৮ শতাংশ জিএসটি? জেনে নিন আসল তথ্য
PIB Fact Check: বাড়ি ভাড়ার উপর ১৮ শতাংশ জিএসটি দিতে হবে ভাড়াটেদের? দেখে নিন আসল তথ্য এবং প্রেস ইনফরমেশন ব্যুরো কী বলছে।
GST on House Rent: ভাড়াটেদের (Tenant) ১৮ শতাংশ জিএসটি (GST) দিতে হবে, অর্থাৎ বাড়িভাড়ার (House Rent) উপর সরকার নাকি ১৮ শতাংশ জিএসটি (GST) প্রয়োগ করছে- এই ধারণা বিভ্রান্তিমূলক। আপাতত এই তথ্য নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে। সরকার কীভাবে ভাড়াটেদের উপর এমন নিয়ম চালু করতে পারে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে জানা গিয়েছে এই তথ্য একেবারেই সত্য নয়। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) সম্প্রতি তাদের 'Fack Checking'- এর (PIB Fact Ckecking) মাধ্যমে জানিয়েছে, ভাড়াটে অর্থাৎ যাঁরা বাড়ি ভাড়া নিয়ে থাকেন, তাঁদের বাড়িভাড়ার উপর কোনওভাবেই ১৮ শতাংশ জিএসটি প্রয়োগ করা হয়নি। সেই সঙ্গে পিআইবি বা প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে স্পষ্ট ভাবে এও জানিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট ভাবে কোন ভাড়াটেদের জিএসটি দিতে হবে আর কাদের দিতে হবে না। ট্যুইট করে এই গোটা বিষয়ে জনসাধারণকে সবটা স্পষ্ট ভাবে জানিয়েছে পিআইবি।
Claim: 18% GST on house rent for tenants #PibFactCheck
— PIB Fact Check (@PIBFactCheck) August 12, 2022
▶️Renting of residential unit taxable only when it is rented to business entity
▶️No GST when it is rented to private person for personal use
▶️No GST even if proprietor or partner of firm rents residence for personal use pic.twitter.com/3ncVSjkKxP
এবার দেখে নেওয়া যাক পিআইবি ফ্যাক্ট চেক ট্যুইটে কী কী জানিয়েছে
প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, কোনও বাড়ি যখন ব্যবসার প্রয়োজনে ভাড়া নেওয়া হবে তখন সেক্ষেত্রে যিনি ভাড়া নিয়েছেন তাঁকে কর বা ট্যাক্স দিতে হবে। সেই সময় ওই ভাড়ার সঙ্গে জিএসটি যুক্ত হবে। তবে কোনও ব্যক্তি তাঁর ব্যক্তিগত ব্যবহারের জন্য বাড়ি ভাড়া নিলে সেক্ষেত্রে জিএসটি দিতে হবে না। এমনকি কোনও ফার্মের মালিক বা অংশীদার তাঁর ব্যক্তিগত ব্যবহারের জন্য বাড়ি ভাড়া নিলেও সেক্ষেত্রেও জিএসটি দিতে হবে না।
অর্থাৎ সরকার সাধারণ ভাড়াটেদের বাড়ি ভাড়ার উপর কোনও রকম জিএসটি যুক্ত করেনি। কেবলমাত্র কেউ ব্যবসায়িক কাজে কোনও বাড়ি ভাড়া নিলে সেক্ষেত্রে তাঁকে ভাড়ার সঙ্গে জিএসটি দিতে হবে।
আরও পড়ুন- ফেসবুক থেকে মুখ ফেরাচ্ছে তরুণ প্রজন্ম , ৭ বছরে ইউজার কমল অর্ধেকেরও বেশি, লড়াইয়ে সেরা কে ?