এক্সপ্লোর
Advertisement
‘৫ বছরে এনপিএ দ্বিগুণ বেড়েছে’, মোদি এলআইসি-র ক্ষতি করছেন, জনগণকে বিপদে ফেলছেন, ট্যুইট রাহুলের
রাহুল লিখেছেন, কোটি কোটি মানুষ এলআইসি-কে ভরসা করেন বলে তাতে টাকা রাখেন। কিন্তু মোদি সরকার এলআইসি-র ক্ষতি করে, তার ওপর মানুষের আস্থা, বিশ্বাস ধ্বংস করে বিনিয়োগকারীদের ভবিষ্যত বিপন্ন করছেন।
নয়াদিল্লি: এলআইসি নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ রাহুল গাঁধীর। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে এলআইসির ক্ষতি করার অভিযোগ তুলে রাহুল এও বলেছেন, জনগণের ভবিষ্যত্ বিপদের মুখে ঠেলে দিচ্ছে কেন্দ্রের বিজেপি-জোট সরকার।
Crores of honest people invest in LIC because they trust it.
The Modi Govt is risking their future by damaging LIC & destroying the trust the public has in it.
These short sighted actions create panic & can have catastrophic consequences. https://t.co/F0dmk5t5uB
— Rahul Gandhi (@RahulGandhi) January 22, 2020
কংগ্রেসের শীর্ষ নেতা ট্যুইটে এলআইসি-র নন পারফর্মিং অ্যাসেট এনপিএ) অর্থাত্ অনুতপাদক সম্পদ বৃদ্ধির প্রসঙ্গ তুলে মোদি সরকারকে নিশানা করেছেন। গত ৫ বছরে জীবনবিমা নিগমের এনপিএ দ্বিগুণ বেড়েছে বলে সংবাদপত্রে বেরনো প্রতিবেদন ট্যাগ করে রাহুল লিখেছেন, কোটি কোটি মানুষ এলআইসি-কে ভরসা করেন বলে তাতে টাকা রাখেন। কিন্তু মোদি সরকার এলআইসি-র ক্ষতি করে, তার ওপর মানুষের আস্থা, বিশ্বাস ধ্বংস করে বিনিয়োগকারীদের ভবিষ্যত বিপন্ন করছেন। এইসব স্বল্পদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে, এর পরিণতিতে চরম বিপর্যয় ঘটে যেতে পারে।
একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বেসরকারি সংস্থাগুলি অকাতরে ঋণ বিলিয়ে ব্যাঙ্কগুলির মতোই হাল হয়েছে এলআইসি-র। তারা কর্পোরেট সেক্টরকেও টার্ম লোন ও নন-কনভার্টিবল ডিবেঞ্চারের মাধ্যমে ধার দেয়। গত কয়েক বছরে বাড়তে বাড়তে সংস্থার সামগ্রিক এনপিএ ২০১৯-২০ বর্ষের প্রথম ৬ মাসে (এপ্রিল-সেপ্টেম্বর) দাঁড়িয়েছে ৬.১০ শতাংশ, যা ২০১৯ এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হয়েছে প্রায় ৩০০০০ কোটি টাকা। বরাবর গ্রস এনপিএ মোটামুটি ১.৫ থেকে ২ শতাংশের মধ্যে ধরে রাখতে পেরেছে এলআইসি। তাদের মোট সম্পদের পরিমাণ ৩৬ লক্ষ কোটি টাকার বেশি।
ব্যবসা-বাণিজ্যের (Business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement