Ratan Tata: বিনামূল্যে বিতরণ করলেন ক্যান্সারের ওষুধ, রতন টাটাকে আশ্চর্য শ্রদ্ধাজ্ঞাপন এই 'শিষ্যের'
Ratan Tata 87th Birth Anniversary: অর্জুন দেশপাণ্ডের স্টার্টআপে অর্থ বিনিয়োগ করার মত কেউ ছিল না। অথচ তাঁর কাছে একটি ভাল আইডিয়া ছিল। সেই সময় রতন টাটার কাছে তিনি সাহায্য চেয়েছিলেন।
Generic Aadhaar: রতন টাটা প্রয়াত, তবু তাঁর স্মৃতি যেন আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে কিছু কিছু মানুষকে। তাঁকে ভোলার নয়। আজ ২৮ ডিসেম্বর তিনি বেঁচে থাকলে ৮৭ বছরে পা দিতেন। তাঁর জন্মবার্ষিকীতে আজ সমাজমাধ্যমে তাঁকে ঘিরে অঢেল স্মৃতিচারণার ভিড়, শ্রদ্ধাজ্ঞাপনের ডালি। এসবের থেকে অনেক দূরে একটি বড় ফার্মা কোম্পানির প্রতিষ্ঠাতা অর্জুন দেশপাণ্ডে (Arjun Deshpande) রতন টাটার (Ratan Tata) প্রতি এক আশ্চর্য শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। সমাজমাধ্যমে আজ তাঁর জন্মবার্ষিকীতে (Ratan Tata Birth Anniversary) এক আবেগঘন পোস্ট করেছেন তিনি এবং জানিয়েছেন তাঁর স্বপ্নপূরণের লক্ষ্যে বিনামূল্যে ক্যান্সারের ওষুধ বিতরণ করেছেন তিনি।
স্টার্টআপে বিনিয়োগ করেছিলেন রতন টাটা
অর্জুন দেশপাণ্ডের স্টার্টআপে অর্থ বিনিয়োগ করার মত কেউ ছিল না। অথচ তাঁর কাছে একটি ভাল আইডিয়া ছিল। সেই সময় রতন টাটার কাছে তিনি সাহায্য চেয়েছিলেন। শুধু যে এই ব্যবসায় অর্থসাহায্য করেছিলেন রতন টাটা তাই নয়, বরং একটি পাখি যেভাবে ডিমে তা দিয়ে তা থেকে সন্তানের জন্ম দেয়, সেভাবেই অর্জুন দেশপান্ডের 'জেনেরিক আধার' নামের সংস্থাকেও আজ ৫০০ কোটির মূল্যায়নে দাঁড় করানোর পিছনে তাঁর বড় হাত রয়েছে। রতন টাটাকে শ্রদ্ধাজ্ঞাপন করতে আজ ২৮ ডিসেম্বর তাঁর ৮৭তম জন্মবার্ষিকীতে অর্জুন দেশপাণ্ডে সিদ্ধান্ত নিয়েছেন যে বিনামূল্যে ক্যানসারের ওষুধ বিতরণ করবেন।
৮৭ জন রোগীকে বিনামূল্যে ক্যানসারের ওষুধ বিতরণ করেছে সংস্থা
রতন টাটার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অর্জুন দেশপাণ্ডে ৮৭ জন ক্যান্সার রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ করেছেন। ইনস্টাগ্রামে এই কথা জানিয়ে অর্জুন দেশপাণ্ডে শ্রদ্ধা জানিয়েছেন রতন টাটাকে। তিনি লেখেন, 'আমি আমার পরামর্শদাতা স্যারকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পেরেছি। যেভাবেই হোক আগামী এক বছর ক্যানসার রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ করব'।
ক্যানসারের ওষুধ ধনীদের জন্য শুধু হওয়া উচিত নয়
অর্জুন দেশপাণ্ডে তাঁর পোস্টে লিখেছেন, 'রতন স্যার বলতেন যে ক্যানসারের ওষুধ শুধুমাত্র ধনীদের জন্য হওয়া উচিত নয়। তাঁর জন্মবার্ষিকীতে সমাজের উন্নতিকল্পে আমিও এই শপথ গ্রহণ করেছি।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mutual Fund: ১০ হাজার টাকার SIP-তে ২ বছরেই ৪.৩ লক্ষ টাকা ! এই ফান্ডে দারুণ রিটার্ন