Recruitment News: ২০২৬-এর মধ্যে ১৮ হাজার পদে নিয়োগ করবে SBI, বড় ঘোষণা চেয়ারম্যানের
SBI Recruitment News: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সি এস শেঠি জানিয়েছেন যে ব্যাঙ্কের প্রযুক্তি নির্ভর নতুন আদলকে শক্তিশালী করে তুলতেই এই বড় নিয়োগ করা হবে।

SBI Recruitment: বিগত ১০ বছরে সবথেকে বড় নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Recruitment News) চেয়ারম্যান সি এস শেঠি সম্প্রতি জানিয়েছেন যে ২০২৬-এর মধ্যেই এই ব্যাঙ্কে ১৮ হাজার কর্মী নিয়োগ করা হবে আর এর সঙ্গে ব্যাঙ্কের (SBI Recruitment News) প্রযুক্তি টিমকে আরও শক্তিশালী মজবুত করতে ১৬০০ জন সিস্টেম অফিসার নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
সংবাদসূত্র অনুসারে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সি এস শেঠি জানিয়েছেন যে ব্যাঙ্কের প্রযুক্তি নির্ভর নতুন আদলকে শক্তিশালী করে তুলতেই এই বড় নিয়োগ করা হবে। তিনি বলেন, 'আমাদের সমস্ত ক্ষেত্র মিলিয়ে মোট ১৮ হাজার কর্মী (Recruitment News) নিয়োগ করা হবে। এর মধ্যে ১৩,৫০০ জন থেকে ১৪ হাজার জন থাকবে ক্লারিকাল পদে এবং ৩ হাজার জন প্রবেশনারি অফিসার নিয়োগ করা হবে। একইসঙ্গে থাকবেন লোকাল-বেসড অফিসাররাও।' সি এস শেঠি আরও জানিয়েছেন যে প্রযুক্তিগত খাতে ঠিক কত টাকা খরচ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তা স্পষ্ট করা হবে না। আর এই ব্যাঙ্ক কখনই প্রযুক্তিগত বিনিয়োগের মাপকাঠির উপরে দাঁড়িয়ে নেই, ছিল না। তিনি বলেন, 'আমাদের প্রযুক্তি-নিয়ন্ত্রিত যাত্রাপথে প্রযুক্তিখাতে বিনিয়োগের পরিমাণ যে কখনই বাধা হয়ে উঠবে না, তার প্রতি দায়বদ্ধতার পরিচয় পাওয়া যায়'।
রবিবার শেঠি জানান ব্যাঙ্কের পক্ষ থেকে নিশ্চিত করা হবে যাতে বর্তমান অর্থবর্ষে রেট সাইকেলের হার কমে, ১ শতাংশেরও বেশি কমে রিটার্ন অন অ্যাসেটস। এই রিটার্ন অন অ্যাসেটস হল একটি মুনাফা অনুপাত যা দেখায় কোনও সংস্থা তার অ্যাসেট থেকে কত টাকা মুনাফা উপার্জন করে থাকে। স্টেট ব্যাঙ্কের ত্রৈমাসিকের ফল ঘোষণার পরেই এসবিআইয়ের চেয়ারম্যান সি এস শেঠি জানান, 'রেপো রেট কমার পরে যাতে আমানতের উপরে সুদের হারে বদল এমনভাবে হয় যাতে মার্জিনে প্রভাব না পড়ে সেদিকে নিশ্চিত করা হবে ব্যাঙ্কের তরফে'। তিনি আরও জানান যে আগামীতে আরও কমতে পারে রেপো রেট যার ফলে নেট ইন্টারেস্ট মার্জিনে প্রভাব পড়তে পারে। এমনকী এর ফলে আমানতের ক্ষেত্রেও নতুন করে সুদের হার সাজানো হতে পারে আগামীতে।
ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ঋণদাতা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২৫ অর্থবর্ষের চতুর্থ প্রান্তিকে তার নিট মুনাফায় বার্ষিক ১০ শতাংশ হ্রাস পেয়েছে, যা গত বছরের একই প্রান্তিকে ২০,৬৯৮.৩৫ কোটি থেকে কমে ১৮,৬৪২.৫৯ কোটি টাকা হয়েছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















