Recruitment News: মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে কাজের সুযোগ, এই পদগুলির জন্য চলছে নিয়োগ; আবেদন করবেন ?
ISRO Jobs: এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স এবং যোগাযোগ, মেকানিক্যাল বা কম্পিউটার সায়েন্সে বিই বা বিটেক ডিগ্রি থাকা দরকার।

ISRO Jobs: যে সমস্ত প্রার্থীরা ইঞ্জিনিয়ারিং পড়েছেন, এরপরে দেশের সেবায় নিয়োজিত হতে চাইছেন, তাদের জন্য ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো নিয়ে এসেছে বড় সুযোগ। ভারতের তরুণ বিজ্ঞানী কিংবা ইঞ্জিনিয়ারদের জন্য 'এসসি' পদে নিয়োগ (Recruitment News) করতে চলেছে ইসরো। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই প্রক্রিয়া। এই নিয়োগের (ISRO Jobs) জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া ২৯ এপ্রিল ২০২৫ থেকে শুরু হয়ে গিয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা www.isro.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
ইসরো এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি অনুসারে মোট ৬৩টি পদে ইসরো সংস্থায় করা হবে নিয়োগ। এর মধ্যে ২২টি পদ রয়েছে ইলেকট্রনিক্স বিভাগে, মেকানিক্যাল বিভাগের জন্য ৩৩টি পদ, কম্পিউটার সায়েন্সে ৮টি পদ রয়েছে।
কী যোগ্যতা লাগবে
এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স এবং যোগাযোগ, মেকানিক্যাল বা কম্পিউটার সায়েন্সে বিই বা বিটেক ডিগ্রি থাকা দরকার। আর এই স্নাতক ডিগ্রিতে ন্যূনতম প্রার্থীকে ৬৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। এছাড়াও প্রার্থীর গেট স্কোর থাকা দরকার।
বয়সসীমা
ইসরোতে এই পদে নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে। তবে সরকারি নিয়মানুসারে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
আবেদনের ফি কত দিতে হবে
এই আবেদনের জন্য সমস্ত বিভাগের পুরুষ ও মহিলা আবেদনকারীকে ২৫০ টাকা ফি দিতে হবে আবেদনের ফি হিসেবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ইউপিআইয়ের মাধ্যমে এই আবেদনের ফি জমা করা যাবে। আরও বিশদ জানার জন্য ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাকে।
কীভাবে করবেন আবেদন
প্রথমে প্রার্থীদের ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে www.isro.gov.in -এ।
এই ওয়েবসাইটে 'কেরিয়ার' বিভাগে যেতে হবে, নিয়োগ সম্পর্কিত ট্যাবে ক্লিক করতে হবে।
যে পদের জন্য আবেদন করছেন, তা নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
এবার আবেদন ফি জমা দিন এবং ফর্ম পূরণ করুন। অবশেষে প্রার্থীদের আবেদনপত্রটি ডাউনলোড করে একটি প্রিন্ট আউট নিতে হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















