Rekha Jhunjhunwala: এই শেয়ারে স্টেক বাড়ালেন রেখা ঝুনঝুনওয়ালা, দাম বাড়তে পারে ? কিনে রাখবেন ?
Rekha Jhunjhunwala Investor: ডিবি রিয়েলটি সংস্থায় নিজের স্টেক বাড়ালেন রেখা ঝুনঝুনওয়ালা। আরও কিছু শেয়ার কিনে রাখলেন তিনি। তবে কি এবার দাম বাড়বে এই শেয়ারের ?
Share Market: 'ভারতের ওয়ারেন বাফেট' বলা হত রাকেশ ঝুনঝুনওয়ালাকে। তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালাও কিছু কম যান না। গত বছর ৬৫০ কোটি টাকা মাত্র এক মাসে আয় করেই বাজার কাঁপিয়েছিলেন রেখা ঝুনঝুনওয়ালা। তাঁর পোর্টফোলিওতে নাকি এমন তিনটি শেয়ার আছে যাদের এখনকার দাম মিলিয়ে প্রায় ৩৯ হাজার কোটি টাকা দাঁড়াবে। স্বামী রাকেশের থেকেই এই পোর্টফোলিও পেয়েছেন তিনি। সম্প্রতি জানা গিয়েছে একটি রিয়েলটি কোম্পানির শেয়ারে নিজের স্টেক বাড়াচ্ছেন রেখা (Rekha Jhunjhunwala)। এই স্টকগুলিতে কি গতি দেখা যাবে ?
কোন শেয়ারে স্টেক বাড়ালেন রেখা ?
স্মল ক্যাপ স্টক ডিবি রিয়েলটিতে নিজের স্টেক বাড়িয়েছেন রেখা ঝুনঝুনওয়ালা, এমনটাই জানা গিয়েছে। এক্সচেঞ্জ ফাইলিংয়ের সময় জানা গিয়েছে, ডিবি রিয়েলটির প্রায় ১.৫ কোটি ইকুইটি শেয়ার রয়েছে রেখা ঝুনঝুনওয়ালার (Rekha Jhunjhunwala) পোর্টফোলিওতে। অর্থাৎ এই সংস্থায় তাঁর স্টেক প্রায় ২.৯ শতাংশ। আগের সেপ্টেম্বর ত্রৈমাসিকের থেকে এবার তা ১ শতাংশ বেড়েছে বলেই জানা গিয়েছে। এর আগের ত্রৈমাসিকে রেখার ঝুলিতে ছিল ডিবি রিয়েলটির মাত্র ১.৯৯ শতাংশ স্টেক অর্থাৎ ১ কোটি ইকুইটি শেয়ার। অর্থাৎ অতিরিক্ত ৫০ লাখ শেয়ার কিনেছেন রেখা।
গত বছরে স্টেক বাড়িয়েছেন কোন সংস্থায়
২০২৩ সালে সেপ্টেম্বর ত্রৈমাসিকে ফর্টিস হেলথকেয়ারের শেয়ারেও স্টেক বাড়িয়েছিলেন রেখা ঝুনঝুনওয়ালা। ফেডারেল ব্যাঙ্কের শেয়ারে নিজের হোল্ডিং কিছু ছেড়ে দিয়েছেন রেখা।
শেয়ারে কী বদল ?
বিগত ১ বছরে এই শেয়ার থেকে বিনিয়োগকারীরা প্রায় ১৬৯.৭ শতাংশ রিটার্ন পেয়েছেন। ২৫ জানুয়ারি ট্রেডিং ডে-তে এই শেয়ারের দামে ১ শতাংশ বৃদ্ধি লক্ষ করা গিয়েছিল। বর্তমানে এই সংস্থার বাজারের মূলধন ৯৯৩১.৩২ কোটি টাকা।
কী কী শেয়ার আছে রেখার ঝুলিতে ?
২৫টি স্টক রয়েছে রেখার ঝুলিতে যাদের মোট মূল্য প্রায় ৪০ হাজার কোটি টাকা। Nazara Technologies, Federal Bank, Aptech, Canara Bank, Crisil, Escorts Kubota, Agro Tech Foods, Fortis Healthcare ইত্যাদি শেয়ার রয়েছে রেখা ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওতে। নাজার টেক সংস্থায় ৯ শতাংশ স্টেক আছে রেখার যার মূল্য প্রায় ৬০০ কোটি টাকা। এই সংস্থার শেয়ার গত ১০ মাসে ১০৫ শতাংশ বেড়েছে।
গত বছরে বিপুল আয়
২০২৩ সালে মাত্র তিনটি শেয়ার থেকেই প্রায় ৬৫০ কোটি টাকা আয় করেছিলেন রেখা। টাইটান সংস্থাতেই সবথেকে বেশি স্টেক কেনা আছে রেখা ঝুনঝুনওয়ালার।