RBI Update: মোবাইল সামনে ধরলেই পড়বে কয়েন ! আপনার শহরে বসেছে এই যন্ত্র ?
Coin Vending Machines: খুচরো পয়সা বা কয়েনের জন্য সমস্যা হবে না। দেশবাসীর খুচরো সমস্যা মেটাতে নতুন উদ্যোগ নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক।
Coin Vending Machines: খুচরো পয়সা বা কয়েনের জন্য সমস্যা হবে না। দেশবাসীর খুচরো সমস্যা মেটাতে নতুন উদ্যোগ নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। এবার যন্ত্রের সামনে QR Code Scan করলেই বেরিয়ে আসবে কয়েন। আপাতত দেশে পাইলট পরিকল্পনা হিসাবে নিয়ে আসা হচ্ছে এই যন্ত্র।
RBI Monetary Policy: এবার আসছে কয়েন ভেন্ডিং মেশিন
ATM-এর মতো তোলা যাবে খুচরো পয়সা বা কয়েন। আপনি চাইলেই কেবল কিউআর কোড স্ক্যান করেই নিয়ে নিতে পারবেন এই কয়েন। আপাতত দেশের ১২টি শহরে QRকোড স্ক্যান করে তোলা যাবে এই কয়েন। বুধবার মুদ্রানীতি কমিটির বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক। যেখানে রেপো রেট বৃদ্ধির বিষয়ে ঘোষণা করেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।
RBI Governor Shaktikanta Das: আপনার শহরে বসছে এই মেশিন ?
আজ রেপো রেট বৃদ্ধির পাশাপাশি এই নতুন ঘোষণা করেছেন আরবিআই গভর্নর। এই পাইলট প্রকল্পের অধীনে আরবিআই QR কোড ভিত্তিক কয়েন ভেন্ডিং মেশিন ইনস্টল করবে। প্রাথমিকভাবে, পাইলট প্রকল্পের অধীনে ১২টি শহরে QR কোড ভিত্তিক কয়েন ভেন্ডিং মেশিন বসানো হবে। দেশের মুদ্রানীতি সম্পর্কে তথ্য দিয়ে, আরবিআই গভর্নর বলেন, ''ভারতে কয়েন পাওয়ার বিষয়টি আরও সহজ ও সুবিধাজনক করতে আরবিআই এই উদ্যোগ নিচ্ছে।''
Coin Vending Machines: জেনে নিন এই প্রকল্পের বিশেষ বিষয়গুলো
ঠিক হয়েছে,বিভিন্ন শহরে কয়েন তোলার জন্য QR কোড ভিত্তিক কয়েন ভেন্ডিং মেশিন ইনস্টল করা হবে। ১২টি শহরে কয়েনের ঘাটতি নিয়ে মানুষকে চিন্তা করতে হবে না। এই মেশিনগুলি থেকে যে পরিমাণ কয়েন বের হবে, তা গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণের উপর ভিত্তি করে হবে।
এই মেশিনগুলি কয়েন দেবে । এর জন্য গ্রাহককে UPI পেমেন্ট বিকল্প ব্যবহার করতে হবে। এই মেশিনগুলি নোটের পরিবর্তে কয়েন পাঠাবে।
বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির ( Price Hike ) ধাক্কায় নাজেহাল মধ্যবিত্ত। এই পরিস্থিতিতে গোদের ওপর বিষফোঁড়ার মতো ফের রেপো রেট ( Repo Rate ) বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বাজেট পেশের পরই ফের বাড়তে চলেছে বাড়ি-গাড়ির ঋণে সুদের বোঝা। এবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। নতুন করে ২৫ বেসিস পয়েন্ট বেড়ে বর্তমানে রেপো রেট হয়েছে ৬.৫ শতাংশ।
RBI REPO Rate : বাড়তে চলেছে বাড়ি-গাড়ির ঋণে সুদের বোঝা, ফের রেপো রেট বাড়াল RBI