SIP Investment: মাসে ৪৮০০ টাকা জমিয়ে মাত্র কয়েক বছরেই হতে পারেন ১ কোটির মালিক ! করতে হবে এই কাজ
Investment Scheme: আপনার টাকা কোথাও না বিনিয়োগ করে শুধু জমিয়ে রেখে দেওয়ার ফলে কোনও লাভ হবে না, বরং তাতে মুদ্রাস্ফীতির দরুণ টাকার মূল্য কমতে থাকবে ক্রমান্বয়ে।

Investment Scheme: নিজের ভবিষ্যৎ জীবন সুরক্ষিত করা প্রতিটি নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য। চাকরি হোক বা ব্যবসা কর্মরত থাকার সময় থেকেই অবসর জীবনের পরিকল্পনা (Investment Scheme) করে নেওয়া উচিত এবং সেই পরিকল্পনা অনুসারে টাকা জমান অনেকেই। যত কম বয়স থেকে আপনি টাকা জমাতে শুরু করবেন, তত আপনার আর লাভ হবে (SIP Investment) কারণ যত বেশি সময় ধরে আপনার বিনিয়োগ চলবে তত বেশি পরিমাণে সম্পদ গড়তে পারবেন আপনি। তবে আপনার টাকা কোথাও না বিনিয়োগ করে শুধু জমিয়ে রেখে দেওয়ার ফলে কোনও লাভ হবে না, বরং তাতে মুদ্রাস্ফীতির দরুণ টাকার মূল্য কমতে থাকবে ক্রমান্বয়ে। আপনি এভাবে মাসে মাত্র ৪৮০০ টাকা জমিয়েই ২০ বছরের মধ্যে কোটিপতি হতে পারেন।
বিশেষজ্ঞরা এই জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের কথা বলেন। সম্পদ বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতিকে টেক্কা দেওয়ারত জন্য মিউচুয়াল ফান্ড একটি অত্যন্ত ভাল বিকল্প। এই মিউচুয়াল ফান্ডে মাসিক কিস্তিতে বা এক লপ্তে টাকা বিনিয়োগ করা যায়। এখানে মাসিক (SIP Investment) কিস্তিতে টাকা দেওয়ার পদ্ধতিকে বলা হয় এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এখন আপনি কত বছরের মধ্যে কোটিপতি হতে চান এর উপর নির্ভর করে আপনার বিনিয়োগের মূল্য বাড়বে বা কমবে।
ধরে নেওয়া যাক গড়ে বার্ষিক ১২ শতাংশ রিটার্ন পাবেন আপনি মিউচুয়াল ফান্ড থেকে। আর বছরে ১০ শতাংশ করে স্টেপ আপ করবেন অর্থাৎ বিনিয়োগের মূল্য প্রতি বছর ১০ শতাংশ করে বাড়াবেন। সেক্ষেত্রে ১৫ বছরের মধ্যে কোটিপতি হতে গেলে আপনাকে মাসে ২৩ হাজার টাকা করে জমাতে হবে। তবে বছরে ১০ শতাংশ করে বাড়াতে থাকলে আপনার মাসে ৯ হাজার টাকা করে বিনিয়োগ শুরু করতে হবে।
অন্যদিকে আপনি যদি ২০ বছরের মধ্যে কোটিপতি হতে চান, তাহলে আপনার মাসিক ৪৮০০ টাকা করে প্রথম বছরে এসআইপি করতে হবে এবং তারপরে ১০ শতাংশ করে বছরে এই বিনিয়োগের মূল্য বাড়াতে হবে। আর স্টেপ আপ না করলে মাসে ১১,০০০ টাকা করে বিনিয়োগ করতে হবে আপনাকে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)





















