Savings Account: রেপো রেট কমার পরে বদলে গেল সেভিংস অ্যাকাউন্টে সুদের হার, কোন কোন ব্যাঙ্কে মিলছে বেশি সুদ ?
Savings Account Interest Rate: রেপো রেট কমলে সুদের হারও কমে। ব্যাঙ্ক থেকে ঋণ নিলে সুদের হার যেমন কমবে, তেমনি ফিক্সড ডিপোজিট কিংবা সেভিংস অ্যাকাউন্টে সুদের হারও কমবে।

Savings Account Interest Rate: কয়েকদিন আগেই ৭ ফেব্রুয়ারি মুদ্রানীতির বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্ক ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে। অর্থাৎ আগের ৬.৫০ শতাংশ থেকে এবার রেপো রেট এসে দাঁড়াল ৬.২৫ শতাংশে। ২০২০ সালের পর এই প্রথমবার রেপো রেট (Repo Rate) কমাল রিজার্ভ ব্যাঙ্ক। এই সুদের হারেই বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্ককে ঋণ দিয়ে থাকে আরবিআই। রেপো রেট কমলে সুদের হারও কমে। ব্যাঙ্ক থেকে ঋণ নিলে সুদের হার যেমন কমবে, তেমনি ফিক্সড ডিপোজিট (Savings Account Interest Rate) কিংবা সেভিংস অ্যাকাউন্টে সুদের হারও কমবে। তবে এখনও ভারতের বেশ কিছু ব্যাঙ্কে উচ্চ হারে সুদ মিলছে সেভিংস অ্যাকাউন্টে।
স্টেট ব্যাঙ্কে কত সুদ মিলছে
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১০ কোটি টাকা পর্যন্ত আমানতে সেভিংস অ্যাকাউন্টে পাবেন ২.৭০ শতাংশ সুদ। ১০ কোটি টাকার বেশি আমানতের উপরে মিলবে ৩ শতাংশ সুদ। ২০২২ সালের ১৫ অক্টোবর থেকেই এই নিয়ম কার্যকর রয়েছে।
ব্যাঙ্ক অফ বরোদায় সুদের হার
ব্যাঙ্ক অফ বরোদা গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ২.৭৫ শতাংশ থেকে ৪.১০ শতাংশ পর্যন্ত সুদের হার দিয়ে থাকে। ১ লাখ থেকে ৫০ কোটি পর্যন্ত আমানতের উপরে ২.৭৫ শতাংশ, ৫০ কোটি থেকে ২০০ কোটি আমানতের উপরে ৩ শতাংশ সুদ পাবেন। ২০০ কোটি থেকে ৫০০ কোটি পর্যন্ত আমানতে ৩.০৫ শতাংশ, ৫০০ কোটি থেকে ১০০০ কোটির আমানতের উপরে ৪.১০ শতাংশ সুদ মেলে ব্যাঙ্ক অফ বরোদায়। ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি থেকেই এই সুদের হার ধার্য হয়েছে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সুদের হার
১০ লাখের কম আমানতে মিলবে ২.৭০ শতাংশ
১০ লাখ থেকে ১০০ কোটি পর্যন্ত আমানতে ২.৭৫ শতাংশ
১০০ কোটি বা তার বেশি আমানতে ৩ শতাংশ
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এই সুদের হার বরাদ্দ হয়েছে।
আইসিআইসিআই ব্যাঙ্কে সুদের হার
৫০ লাখ টাকার কম আমানতে ৩ শতাংশ
৫০ লাখের বেশি আমানতের উপরে ৩.৫০ শতাংশ
এইচডিএফসি ব্যাঙ্কে কত সুদ
৫০ লাখ টাকার কম আমানতে ৩ শতাংশ
৫০ লাখের বেশি আমানতের উপরে ৩.৫০ শতাংশ
কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে মিলছে এত সুদ
৫ লাখ টাকার কম আমানতে ৩ শতাংশ
৫ লাখ থেকে ৫০ লাখ টাকা আমানতের উপরে ৩.৫০ শতাংশ
৫০ লাখের বেশি আমানতের উপরে ৪ শতাংশ
আরও পড়ুন: Rs 50 Note: ৫০ টাকার নোট নিয়ে বড় আপডেট ! কী জানাল RBI ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
