SBI Home Loan : গৃহ ঋণে সুদের হার কমাল SBI, ৬.৭ শতাংশে নিতে পারবেন 'যত খুশি লোন'
SBI Cuts Home Loan Interest: স্টেট ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, আগের মতো ঋণের পরিমাণ অনুসারে সুদের হার বাড়াবে না কোম্পানি। এবার যত খুশি ঋণ নিলেও একই থাকবে সুদের হার।
নয়াদিল্লি: উৎসবের মরশুমে গৃহ ঋণে (Home Loan) সুদের হার কমাল State Bank Of India (SBI)। এবার থেকে প্রসেসিং ফি ছাড়াই ৬.৭ শতাংশ হারে ঋণ নিতে পারবেন আবেদনকারী। সবথেকে বড় বিষয়, ঋণের পরিমাণ অনুসারে এবার বাড়বে না হোম লানের হার।
গৃহ ঋণে নতুন করে কী সুবিধা ? (SBI Home Loan)
স্টেট ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, আগের মতো ঋণের পরিমাণ অনুসারে সুদের হার বাড়াবে না কোম্পানি। এবার যত খুশি ঋণ নিলেও একই থাকবে সুদের হার। অতীতে ৭৫ লক্ষ টাকার বেশি গৃহ ঋণ (Home Loan) নিলে ৭.১৫ শতাংশ সুদ দিতে হত গ্রহীতাকে। এখন আর সেই নিয়ম থাকছে না। আপনি যতই ঋণ নেন না কেন, ৬.৭ শতাংশ হারেই সুদ গুণতে হবে আবেদনকারীকে। ১৬ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনই জানিয়েছে SBI।
কত টাকা বেঁচে যাচ্ছে আপনার ? (SBI huge interest saving)
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন ঘোষণা অনুযায়ী, ৪৫ বিপিএস বেঁচে যাচ্ছে ঋণ গ্রহীতার। কোনও ব্যক্তি SBI থেকে ৩০ বছরের জন্য ৭৫ লক্ষ টাকা গৃহ ঋণ নিলে এবার তাঁকে আগের থেকে ৮ লক্ষ টাকা কম সুদ দিতে হবে। বিজ্ঞপ্তিতে সেই ঘোষণাই করেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। এখানেই শেষ হচ্ছে না হোম লোনের সুবিধা। এবার বেতনভোগী ও সাধারণ ঋণগ্রহীতার মধ্যেও পার্থক্য করছে না SBI। আগে বেতনভোগীদের থেকে ১৫ বিপিএস বেশি সুদ দিতে হত সাধারণ গৃহ ঋণের আবেদনকারীদের। স্টেট ব্যাঙ্ক জানিয়েছে এবার সেই ১৫ বিপিএসের পার্থক্য তুলে দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
রয়েছে আরও কী অফার ?
এখানেই থেমে থাকছে না স্টেট ব্যাঙ্কের গৃহ ঋণে (SBI Home Loan) সুদের অফার।উৎসবের মরশুমে গৃহ ঋণে সুদের হার কমানোর পাশাপাশি প্রসেসিং ফি নিচ্ছে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এমনকী ক্রেডিট স্কোর বা আপনার পুরোনো ঋণ ফেরতের অতীত দেখে ছাড় দেওয়া হচ্ছে গৃহ ঋণে।
আরও পড়ুন : SBI Update : ৩০ সেপ্টেম্বরের মধ্যে করতেই হবে এই কাজ, ফের 'সতর্ক করল' SBI
আরও পড়ুন : SBI customer Alert ! শূন্য হতে পারে অ্যাকাউন্ট, আপনার ফোনে এই ৪ অ্যাপ নেই তো ?
আরও পড়ুন : SBI Customer Alert: পাসওয়ার্ড খুলতে পারবে না প্রতারকরা, ভরসার ৮ রাস্তা দেখাল SBI