SBI Vs HDFC VS ICICI: ট্যাক্স সেভিং এফডিতে কোন ব্যাঙ্ক দিচ্ছে বেশি সুদ ? স্টেট ব্যাঙ্ক না এইচডিএফসি
Fixed Deposit: ট্যাক্স সাশ্রয়ের পাশাপাশি আরও সুদের পরিকল্পনা করলে ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন।
Fixed Deposit: ট্যাক্স সাশ্রয়ের পাশাপাশি আরও সুদের পরিকল্পনা করলে ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন। এই এফডি আপনাকে ট্যাক্স সাশ্রয় ও রিটার্নের সুবিধাও দেবে। এর আওতায় আপনি আয়কর আইন ১৯৬১ এর ধারা 80C-এর অধীনে ছাড় দাবি করতে পারেন।
SBI Vs HDFC VS ICICI: স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের ওপর ট্যাক্সের সুবিধা পাঁচ বছরের লক-ইন মেয়াদে দেওয়া হয়। এর আওতায় আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচাতে পারবেন। প্রতি আর্থিক বছরে কেউ এতে বিনিয়োগ করে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বাঁচাতে পারে। এখানে কিছু ব্যাঙ্কের তথ্য দেওয়া হল, যা আপনাকে উচ্চ হারে সুদ দেবে।
Investment Plan: কর বাঁচাতে বিনিয়োগের সুযোগ কতদিন?
আপনি যদি এই আর্থিক বছরে ট্যাক্স সাশ্রয়ের জন্য বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তবে আপনাকে 31 মার্চের মধ্যে বিনিয়োগ করতে হবে, কারণ নতুন আর্থিক বছর 1 এপ্রিল থেকে শুরু হবে। এই ক্ষেত্রে ট্যাক্স সাশ্রয়ের জন্য আপনার শেষ সময়ের জন্য অপেক্ষা করা উচিত নয়।
SBI Vs HDFC VS ICICI: এই ব্যাঙ্কগুলি ট্যাক্স সেভিং এফডিতে বেশি সুদ দিচ্ছে
অ্যাক্সিস ব্যাঙ্কের পাঁচ বছরের FD-তে 7% সুদ
৫ দশমিক ৮৫ শতাংশ সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক
ব্যাঙ্ক অফ বরোদা ট্যাক্স সেভিং এফডিতে 6.5% সুদ দিচ্ছে
ক্যানারা ব্যাঙ্ক ট্যাক্স সেভিং এফডি-তে 6.5% সুদ দেবে
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ট্যাক্স সেভিং এফডি-তে 6.25% সুদ দেবে।
ডিসিবি ব্যাংক ৭ দশমিক ৬ শতাংশ সুদ দিচ্ছে।
ফেডারেল ব্যাংক 6.6 শতাংশ সুদ দেবে।
এইচডিএফসি ব্যাঙ্ক ট্যাক্স সেভিং এফডি-তে 7% সুদ দেয়।
আইসিআইসিআই ব্যাঙ্ক ট্যাক্স সেভিং এফডিতে 7% সুদ দিচ্ছে ।
৬ দশমিক ৫ শতাংশ সুদ দেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।
৬ দশমিক ৫ শতাংশ সুদ দেবে স্টেট ব্যাঙ্ক।
ইয়েস ব্যাঙ্ক ৭ শতাংশ সুদ দিচ্ছে।
Senior Citizen Saving Schemes: স্বল্প সঞ্চয় প্রকল্পের অধীনে অনেকগুলি যোজনা চালু করেছে সরকার। এই স্কিমগুলির মধ্যে সিনিয়র সিটিজেন স্কিম অন্যতম। যেখানে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুদ ও কর ছাড়ে সুবিধা দেওয়া হয়। চলতি মাসের শেষের দিকে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার বাড়াতে পারে সরকার। অন্তত ফিন্যান্সিয়াল সাইটগুলি সেই কথা বলছে।
Small Savings Schemes: সিনিয়র সিটিজেন স্কিমে এখন কত সুদ ?
গত বছরের ডিসেম্বরে বা শেষ প্রান্তিকে সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে সুদের হার পরিবর্তন করা হয়েছিল। গত ত্রৈমাসিকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের পাশাপাশি অন্যান্য অনেক সঞ্চয় প্রকল্পের সুদ বৃদ্ধি পেয়েছে। প্রবীণ নাগরিকদের এই প্রকল্পে বর্তমানে ৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
PPF হোল্ডারদের ৩১ মার্চের আগে করতে হবে এই কাজ, না হলে বড় ক্ষতি