SBI News Update: SBI, PNB-র জন্য বড় ধাক্কা, এই ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ
Bank News: সব সরকারি বিভাগকে এই নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই সরকারি এই ব্যাঙ্কগুলির (Bank News) ক্ষেত্রে যা একটা বড় ধাক্কা।
Bank News: স্টেট ব্যাঙ্ক (SBI) ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) কোনও সরকারি অ্যাকাউন্ট না রাখার নির্দেশ দিল এই রাজ্যের সরকার। সব সরকারি বিভাগকে এই নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই সরকারি এই ব্যাঙ্কগুলির (Bank News) ক্ষেত্রে যা একটা বড় ধাক্কা।
কোন রাজ্য সরকার করেছে এই ঘোষণা
সম্প্রতি কর্ণাটক সরকার রাজ্যের সব সরকারি বিভাগকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছে। দ্রুত সব বিভাগকে এই আদেশ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে এবং তাদের টাকা তুলে নিতে বলা হয়েছে। এখন থেকে এই দুই সরকারি ব্যাঙ্কে কোনও আমানত বা বিনিয়োগের অনুমতি দেওয়া হবে না। এই ব্যাঙ্কগুলিতে জমা তহবিলের অপব্যবহারের অভিযোগের পরে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
কী বলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া থেকে এই আদেশের অনুমোদন পাওয়ার পরে, রাজ্যের অর্থ সচিবরা সমস্ত সরকারি দপ্তরে এই আদেশ জারি করেছেন। এই আদেশে বলা হয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রাজ্য সরকারের বিভাগ, পাবলিক এন্টারপ্রাইজ, কর্পোরেশন, স্থানীয় সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবিলম্বে বন্ধ করতে হবে। এখন থেকে এই দুই ব্যাঙ্কে কোনও টাকা জমা করা হবে না বা এসব ব্যাঙ্কে বিনিয়োগ করা হবে না।
কী অভিযোগ ব্যাঙ্কের বিরুদ্ধে
রাজ্য সরকারের এক ঊর্ধ্বতন আধিকারিক বলেছেন, "আমাদের আত্মসাৎ করা তহবিল নিয়ে দীর্ঘদিন ধরে ব্যাঙ্কগুলিকে চাপ দেওয়া হয়েছিল। কিন্তু তারা বলেছিল- বিষয়টি আদালতে রয়েছে৷ রাজ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি এই ব্যাঙ্কগুলির সঙ্গে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, পরে যা আমাদের এই সার্কুলার জারি করতে হয়েছে, এই ব্যাঙ্কগুলি শীঘ্রই বিষয়টির সমাধান করার আশ্বাস দিয়েছে।
কী নিয়ে মূল বিবাদ
কর্ণাটকে কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার এবং বিরোধী দল বিজেপির মধ্যে চলমান রাজনৈতিক কোন্দলের পর রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের কর্ণাটক মহর্ষি বাল্মীকি তফসিলি উপজাতি উন্নয়ন নিগম এই তহবিল স্থানান্তর কেলেঙ্কারির কেন্দ্রে রয়েছে। কর্পোরেশনের অ্যাকাউন্ট সুপারিনটেনডেন্ট চন্দ্রশেখর পি 26 শে মে লেখা একটি সুইসাইড নোটে এই কেলেঙ্কারীটি প্রকাশ করেছিলেন।
কর্ণাটক সরকারের এই আদেশটি আসে যখন কর্ণাটক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভেলপমেন্ট বোর্ড (KIADB) এতে জমা করা 12 কোটি টাকা খালাস করতে অস্বীকার করে। এছাড়াও কর্ণাটক রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের কাছে জমা করা 10 কোটি টাকাও ব্যাঙ্ক কর্মীদের কেলেঙ্কারির কারণে ফেরত দেওয়া হয়নি।
আরও পড়ুন : Best Stocks: ৫৩ শতাংশ লাভ দিতে পারে এই ডিফেন্স স্টক, এখন কেনার সময় ?