Stock Market: ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের আগেই ধরাশায়ী বাজার ! ৪ লক্ষ কোটির লোকসান বিনিয়োগকারীদের; কোন কোন স্টকে ধস ?
Sensex Today: মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারগুলিতে সবথেকে বেশি পতন দেখা গিয়েছে। এর সঙ্গে ধাতব, রিয়েলটি ও ব্যাঙ্কিং শেয়ারগুলিতেও বিশাল সেল অফের ঘটনা ঘটেছে।

Stock Market Today: ভারতের উপর আমেরিকার ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার। ব্যাপক পতন দেখা গিয়েছে আজ সকালে। বাজার খোলার (Share Martket) পরেই সেনসেক্সে ৭০০ পয়েন্ট ধস নামে, তারপর সেই সূচক আবার খানিক রিকভার করে, যদিও এখন সকাল ১১টা ১৫ নাগাদ এই সেনসেক্স সূচক ৫০৪ পয়েন্ট নিচে নেমে ট্রেড করছে। ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পরে ২৭ অগাস্ট থেকেই নতুন শুল্ক কার্যকর হবে বলে জানা গিয়েছে। সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং দিনেই বিনিয়োগকারীদের (Sensex Today) হতাশা চরমে ওঠে। এদিন নিফটি ৫০-কেও ২৪ হাজার ৮০০ স্তরের নিচে লেনদেন করতে দেখা গিয়েছে।
মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারগুলিতে সবথেকে বেশি পতন দেখা গিয়েছে। এর সঙ্গে ধাতব, রিয়েলটি ও ব্যাঙ্কিং শেয়ারগুলিতেও বিশাল সেল অফের ঘটনা ঘটেছে। সরকারের কাছ থেকে ত্রাণ প্যাকেজ না পাওয়ার খবরের পরে ভোডাফোন আইডিয়ার শেয়ারেও প্রায় ৯ শতাংশ কমে গিয়েছে।
শেয়ার বাজারে বড় পতন
ব্রোকারেজ সংস্থাগুলির মতে মার্কিন শুল্কের সবথেকে বড় প্রভাব পড়তে পারে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, পণ্য, চামড়া, ও রাসায়নিকের মত সংস্থাগুলির উপরে যাদের মার্কিন বাজারে বড় অংশ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যদি বিকল্প বাজার খুঁজে বের করতে এবং দেশীয় খরচ বাড়াতে শীঘ্রই কোনও পদক্ষেপ না করা হয় তাহলে আগামী ত্রৈমাসিকে কর্পোরেট আয় এবং বাজারের গতিবিধির উপর এর প্রভাব আরও গভীর হতে পারে।
অন্যদিকে ওয়াশিংটন ভারতের উপরে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এর পরে বুধবার থেকে ভারতীয় পণ্য রফতানির উপর শুল্ক হার দ্বিগুণ হয়ে ৫০ শতাংশ হবে। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের বিরুদ্ধে এই পদক্ষেপ করেছে আমেরিকা। সাম্প্রতিক সময়ে এটি নয়াদিল্লির বিরুদ্ধে সবথেকে বড় বাণিজ্যিক পদক্ষেপ।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















