Shapoorji Pallonji IPO: ৭০০০ কোটির আইপিও নিয়ে আসছে এই রিয়েল এস্টেট গ্রুপ, কবে আসবে বাজারে ?
Afcons Infra IPO: সূত্রের খবর, Afcons Infra Infrastructure-এর আইপিওর মাধ্যমে বাজার থেকে ৫৭৫০ কোটি টাকা সংগ্রহ করতে চলেছে সাপুরজী পালোনজি গ্রুপ।
Upcoming IPO: রিয়েল এস্টেট বাজারের সবথেকে বড় সংস্থা সাপুরজী পালোনজি গ্রুপ এবার আনতে চলেছে তাঁদের আইপিও। সাপুরজী পালোনজি গ্রুপের একটি সংস্থা অ্যাফকনস ইনফ্রা এবার ৭০০০ কোটি টাকার আইপিও আনতে চলেছে। এর মধ্যে নতুন শেয়ার (Shapoorji Pallonji IPO) ইস্যু করা হবে ১২০০ কোটি টাকার এবং অফার ফুর সেলের মাধ্যমে বাকি ৫৭৫০ কোটি টাকা বাজার থেকে সংগ্রহ করবে সাপুরজী পালোনজি গ্রুপ।
Afcons Infra-র স্টেক বিক্রি করবে এই গ্রুপ
সূত্রের খবর, Afcons Infra Infrastructure-এর আইপিওর মাধ্যমে বাজার থেকে ৫৭৫০ কোটি টাকা সংগ্রহ করতে চলেছে সাপুরজী পালোনজি গ্রুপ। এই গ্রুপটি Afcons Infra সংস্থায় মোট ৯৯.৪৮ শতাংশ স্টেক নিয়েছে। আর এই আইপিও বাজারে আনলে এই সংস্থারই বাজার মূলধন দাঁড়াবে ২০ হাজার কোটি টাকা। দেশের ভিতরে ও দেশের বাইরে এই সংস্থা (Shapoorji Pallonji IPO) বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের কনট্র্যাক্টে কাজ করে। ফ্লাইওভার, মেট্রো, ব্রিজ, হাইওয়ে, পোর্ট ইত্যাদি অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছে এই সংস্থা।
দেশের অন্যতম পুরনো ব্যবসায়িক গ্রুপ
সাপুরজী পালোনজি গ্রুপ এই দেশের মধ্যে অন্যতম পুরনো ব্যবসায়িক গ্রুপ। এই গ্রুপ তৈরি হয়েছিল ১৮৬৫ সালে। ইনফ্রাস্ট্রাকচার, রিয়েল এস্টেট, জ্বালানি, অর্থ পরিষেবা দেওয়ার সঙ্গে জড়িত এই সংস্থা।
দুটি বন্দর বিক্রি হয়েছে
সাপুরজী পালোনজি গ্রুপের দুটি বন্দর বিক্রি হয়েছে আজই। JSW-র কাছে এই সংস্থা মহারাষ্ট্রের একটি বন্দর বিক্রি করেছে ৭০০ কোটি টাকায়। ২০১৫ সালে এই বন্দরটি অধিগ্রহণ করেছিল সাপুরজী পালোনজি গ্রুপ। এছাড়া ওড়িশার গোপালপুর বন্দরটিও (Shapoorji Pallonji IPO) আদানি গ্রুপের কাছে ৩৩৫০ কোটি টাকায় বিক্রি করেছে এই গ্রুপ। বন্দর বিক্রি করে পাওয়া টাকা দিয়ে ঋণ মিটিয়ে নিজেদের রিয়েল এস্টেটের ব্যবসাকে আরও মজবুত করেছে এই গ্রুপ।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Midcap Stocks: ১ বছরে ২০০ শতাংশেরও বেশি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা, এই ৫ মিডক্যাপ স্টক দেখেছেন ?