Share Market: আজ এই পয়েন্টে সাপোর্ট নিতে পারে নিফটি, তিন স্টকে রাখতে পারেন ভরসা
Stock Market: জেনে নিন কোন তিন স্টকে (Investment) আস্থা রাখতে পারেন আজ। কোথায় এন্ট্রি পয়েন্টে রয়েছে স্টকগুলির।
Stock Market: বাজার রেকর্ড (Share Market) গড়ার পর থেকেই চলছে প্রফিট বুকিং(Profit)। সেই ক্ষেত্রে আজ ট্রেড (Intraday Trading)করতে গেলে মাথায় রাখাতে হবে কিছু নির্দিষ্ট বিষয়। জেনে নিন কোন তিন স্টকে (Investment) আস্থা রাখতে পারেন আজ। কোথায় এন্ট্রি পয়েন্টে রয়েছে স্টকগুলির।
আজ কোন পথে নিফটি
আজ নিফটির আউটলুক সম্পর্কে রেলিগেয়ার ব্রোকিংয়ের এসভিপি টেকনিক্যাল রিসার্চ অজিত মিশ্র জানিয়েছেন, বাজার সাম্প্রতিক উত্থানের পর এবার পাশাপাশি বা কনসলিডেশনের পথে হাঁটবে। বিভিন্ন সূচকে মুনাফা বুকিংয়ের পর মিডক্যাপ এবং স্মলক্যাপের থেকে এখন লার্জ ক্যাপে ভরসা রাখার পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। বর্তমানে মার্কিন বাজারের দিকে তাকিয়ে বিশ্বের বিনিয়োগকারীরা। ফেড রেট বাড়লেই ধাক্কা খেতে পারে বিশ্ববাজার।
Intraday Trading: LKP সিকিউরিটিজের সিনিয়র টেকনিক্যাল অ্যানালিস্ট রূপক দে-র মতে,নিফটি বর্তমানে কারেকশন মোড প্রত্যক্ষ করছে। বিক্রেতারা 20,100 স্তরের কাছাকাছি প্রফিট বুকিংয়ের চাপ দিচ্ছে। সেই ক্ষেত্রে বাজার তুলে রাখছে 19,900 পয়েন্টের পুট রাইটাররা। বাজারকে আরও পতন থেকে রক্ষা করতে সাহায্য করছে তারা।
Share Market: কততে সাপোর্ট নিতে পারে নিফটি
স্বল্পমেয়াদে নিফটি সূচক 19,780-এর স্বল্প-মেয়াদি সাপোর্ট স্তরের ওপরে থাকা পর্যন্ত সূচকে গতির প্রবণতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। এর ওপরে 20,100-20,150-এর ওপর গেলে নিফটি 20,500-এর দিকে চলে যেতে পারে। অন্তত তেমনই ভাবছেন রূপক দে।
ব্যাঙ্ক নিফটির আউটলুক সম্পর্কে, এলকেপি সিকিউরিটিজের সিনিয়র টেকনিক্যাল অ্যান্ড ডেরিভেটিভ অ্যানালিস্ট কুনাল শাহ বলছেন, বাজার সেরা রেকর্ডের পর এবার উচ্চ স্তর থেকে বিক্রির চাপ অনুভব করেছে। এখানে কল রাইটাররা 46,000CE-তে আগ্রহ বাড়িয়েছে। যা এখন একটি শক্তিশালী প্রতিরোধের স্তর হিসেবে কাজ করছে। নেতিবাচক দিক থেকে, মূল সাপোর্ট 45,200-স্তরে দেখা যাচ্ছে। যদি এটি এই সাপোর্ট ধরে রাখতে পারে,তাহলে আমরা 45,600 বা 45,800 স্তরের দিকে ব্যাঙ্ক নিফটিতে কিছুটা রিকভারি দেখতে পারব।
আজ এই ৩ স্টকে করতে পারেন বিনিয়োগ
১ ICICI Bank buy 990, stoploss 974, target price 1,035.
২ Britannia Industries buy 4,567, stoploss 4,485, target price 4,700.
৩ Divi's Laboratories buy 3,787, stoploss 3,700, target price 3,900.
Nifty Spot Index
Support – 19850/19800
Resistance - 20150/20200
Bank Nifty Spot Index
Support – 45200/45250
Resistance – 45800/45850
(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)
FD-তে বছরে সেরা সুদ দেয় এই পাঁচ ব্যাঙ্ক, জেনে নিন ব্যাঙ্ক ও ইন্টারেস্ট রেট