Stock Market Closing: ভারতের বাজারে অশনি সঙ্কেত,নিফটি ১৮,০০০ অতিক্রম করলেই ফাঁড়া,কী হবে বুধে ?
Share Market Update: মঙ্গলে গতি দেখাল না বাজার। এশিয়ার বাজারের প্রভাব দেখা গেল নিফটি, সেনসেক্সে। দিনের শেষে লালে বন্ধ হল ভারতীয় বাজারের দুই সূচক।
Share Market Update: মঙ্গলে গতি দেখাল না বাজার। এশিয়ার বাজারের প্রভাব দেখা গেল নিফটি, সেনসেক্সে। দিনের শেষে লালে বন্ধ হল ভারতীয় বাজারের দুই সূচক। বাজার বিশেষজ্ঞরা বলছে, ১৮,৩০০-তে রয়েছে নিফটির জোরদার সাপোর্ট। এরপর ১৮,০০০ পর্যন্ত যেতে পারে বাজার। তবে নিফটি এর তলায় গেলেই অশনি সঙ্কেত।
Stock Market Closing: আজ বাজারের কী অবস্থা ?
আজ সকাল থেকেই লাল দাগে চলে যায় দুই সূচক। সেনসেক্স ও নিফটি দুই মূল ইক্যুইটি বেঞ্চমার্ক বড় ক্ষতির মুখোমুখি হয়। তবে দিনের শেষে পতন থেকে অনেকটাই ঘুরে দাঁড়াই ইন্ডিয়ান স্টক মার্কেট। দুটি দেশীয় সূচকই তাদের ক্ষতির একটি বড় অংশ পুনরুদ্ধার করে। যার ফলে ভরসা পান বিনিয়োগকারীরা।
Share Market Update: নিফটি, সেনসেক্সের কী অবস্থা ?
আজ বাজারের দিকে তাকালে সেনসেক্স ইন্ট্রা-ডেতে 104 পয়েন্ট (0.17 শতাংশ) কমে 61,702-তে নেমে এসেছে। অন্যদিকে,নিফটি 50 18,202 ছুঁয়েছে। পরে অবশ্য এটি 35 পয়েন্ট (0.19 শতাংশ) কমে 18,385 এ শেষ হয়েছে।
Stock Market Closing: আজ কোন স্টকে গতি ?
সেনসেক্স প্ল্যাটফর্মে আজ টাটা মোটরস, এইচইউএল, এমঅ্যান্ডএম, এয়ারটেল, মারুতি, এলএন্ডটি প্রধান ক্ষতিগ্রস্ত শেয়ারে নাম লেখায়। অন্যদিকে, TCS, RIL, UltraCemco, IndusInd Bank, Axis Bank, ICICI Bank, Sun Pharma, Nestle, Asian Paint গতি দেখিয়েছে। পাশাপাশি বিএসই মিডক্যাপ সূচক 0.27 শতাংশ কমে শেষ হয়েছে, যেখানে বিএসই স্মলক্যাপ সূচক 0.02 শতাংশ কমে দৌড় থামিয়েছে।
সেক্টর অনুসারে, নিফটি অটো, মিডিয়া ও রিয়েলটি সূচকগুলি 0.7 শতাংশ থেকে 1 শতাংশ কমেছে। যেখানে নিফটি আইটি ও মেটাল সূচকগুলি প্রায় 0.2 শতাংশের লাভ করেছে৷ আজকের বাজারে Jefferies ব্রোকিং সংস্থা তার মডেল পোর্টফোলিওতে বিশেষ পরিবর্তন করেছে। Zomato ও ভারতী এয়ারটেল থেকে বেরিয়ে গেছে সংস্থা।
Share Market Update: বাজার বিশেষজ্ঞদের ধারণা
মঙ্গলবার ইউরোপীয় বাজারগুলির অবস্থা খুব একটা সুখকর ছিল না। 2023-এ নতুন করে সুদের হারের বিষয়টি মূল্যায়ন করেছে বিনিয়োগকারীরা। সেই কারণে আমেরিকার বাজারেও পতন দেখা গেছে। যার প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। মার্কেট অ্য়ানালিস্টরা বলছেন, নিফটির মজবুত সাপোর্ট রয়েছে ১৮,৩০০-তে। সেই ক্ষেত্রে খব জোর হলে ১৮,০০০ পর্যন্ত যেতে পারে বাজার। তবে এই গণ্ডীর নিচে নামলেই চিন্তা বাড়বে বিনিয়োগকারীদের। চলতি সপ্তাহে এমনকিছু হলেই বেলাগাম হতে পারে দালাল স্ট্রিটের বুলরা।
আরও পড়ুন : Maharaja Express: টিকিটের দাম ২০ লাখ টাকা, এই ট্রেন বদলে দেবে ভ্রমণের অভিজ্ঞতা