Stock Market Crash: শেয়ার বাজারে বড়সড় ধস, এক ধাক্কায় সেনসেক্স পড়ল ১২০০ পয়েন্ট, নিফটি ১৭,২৫০-র নিচে
Stock Market Crash: সেনসেক্স এক ধাক্কায় পড়ল প্রায় ১২০০ পয়েন্ট। সূচক নেমে পৌঁছে যায় ৫৮ হাজার পয়েন্টে। নিফটি ৩২৯ পয়েন্ট পড়ে নেমে যায় ১৭,২৫০-এর নিচে।
Market Crash: বিগত কয়েকদিন ধরেই ওঠানামা চলছিল শেয়ার বাজারে। এদিন বম্বে স্টক এক্সচেঞ্চ (বিএসই) সূচক সেনসেক্সে ও ন্যাশনায় স্টক এক্সচেঞ্চ (এনএসই)-র সূচক নিফটিতে বড়সড় ধস নামল। সেনসেক্স এক ধাক্কায় পড়ল প্রায় ১২০০ পয়েন্ট। সূচক নেমে পৌঁছে যায় ৫৮ হাজার পয়েন্টে। নিফটি ৩২৯ পয়েন্ট পড়ে নেমে যায় ১৭,২৫০-এর নিচে।মূলত রিয়েলটি ও আইটি সূচকে পতনের কারণে শেয়ার বাজারে এই রক্তক্ষরণ। ব্যাঙ্ক নিফটিতে ১২ টি-র মধ্যে ১১ শেয়ারেই সূচক লাল।
শেয়ার বাজারে এই ধসের কারণে সেনসেক্সের ৩০ টির মধ্যে ৩০ টি শেয়ারই পতনের পর লেনদেন হচ্ছে। নিফটির ৫০ শেয়ারের মধ্যে ৪৯ শেয়ারেই পতন দেখা গিয়েছে। বাজারে এভাবে ধস নামায় স্বাভাবিকভাবে কপালে ভাঁস পড়েছে লগ্নিকারীদের মধ্যে।
আন্তর্জাতিক শেয়ার বাজার গত কয়েকদিন ধরেই দুর্বল। এর প্রভাবেই গত পাঁচ সেশনে ভারতের শেয়ার সূচকে পতন দেখা গেল। এশিয়ার শেয়ার বাজারও পড়েছে। কারণ, লগ্নিকারীরা আমেরিকার ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের দিকে তাকিয়ে। সাম্প্রতিক বছরগুলিতে শেয়ার বাজার উর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে বিশাল পরিমাণে লিকিউডিটির একটা বড় প্রভাব ছিল। সেই লিকিউডিটি কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত ফেডারেল রিজার্ভ নিতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারতের শেয়ার বাজারেও এই পতনের প্রভাব দেখা যায়। সেনসেক্স ১২০০ পয়েন্ট পড়ে যায়। দুপুর সাড়ে বারোটায় সেনসেক্স ১০৭৫.৬ পয়েন্ট অর্থাৎ ১.৮২ শতাংশ পড়ে ৫৭,৯৬১.৫৮ পয়েন্টে পৌঁছয়। নিফটিও ৩২৯.৭০ পয়েন্ট পড়ে যায়।