(Source: ECI/ABP News/ABP Majha)
Stock Market: অগাস্ট পড়তেই শেয়ার বিক্রি শুরু বিদেশি বিনিয়োগকারীদের, ফের পড়বে বাজার ?
Market Outlook: ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড সংস্থার তথ্য অনুসারে অগাস্টের প্রথম দুই দিনে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা মোট ১০২৭ কোটি টাকার ভারতীয় শেয়ার বিক্রি করেছে।
FPI Selling: গত সপ্তাহের শেষ দিক থেকেই বিশ্ববাজারে তুমুল হারে বিক্রি শুরু হয়, আর তার চাপ এসে পড়েছে ভারতের বাজারেও। গত শুক্রবার ২ অগাস্ট ভারতের বাজারে বড় একটা পতন দেখা যায়। আর এই বাজারের (FPI Selling) পতনের কারণ হিসেবে প্রভাব ফেলেছিল বিদেশি বিনিয়োগকারীদের বিপুল হারে শেয়ার বিক্রি। বিগত দেড় মাস ধরে বাজারে (Stock Market) বিপুল হারে শেয়ার কিনছিল বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা আর এবারে বিক্রি শুরু হয়েছে তাদের তরফ থেকে। তবে কি ফের পতন আসবে বাজারে ?
বিশ্ব জুড়েই শুরু হয়েছে বিক্রির ঢেউ
জুলাই মাসে ভারতের স্টক মার্কেটে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের দ্বারা বিপুল হারে শেয়ার কেনাকাটা চলছিল। আর অগাস্ট মাস পড়তেই তাদের মনোভাব বদলে গিয়েছে। এই মাসে মাত্র দুই দিনের ট্রেডিং সেশনে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ১ হাজার কোটি টাকারও বেশি মূল্যের শেয়ার বিক্রি করেছে ভারতের বাজারে। বিশ্বের বাজারে ক্রমেই সেল অফের চাপ বাড়ছে।
অগাস্টের দুই দিনেই বিপুল বিক্রি
ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড সংস্থার তথ্য অনুসারে অগাস্টের প্রথম দুই দিনে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা (Stock Market) মোট ১০২৭ কোটি টাকার ভারতীয় শেয়ার বিক্রি করেছে। এই কারণে এখনও পর্যন্ত ভারতীয় শেয়ার বাজারে এফপিআইদের মোট বিনিয়োগ ৩৪ হাজার ৫৩৯ কোটি টাকা কমে গিয়েছে।
জুলাইতে কেনাকাটার মাত্রা ছিল তুঙ্গে
জুলাই মাসের শুরুতে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা বিপুল হারে ভারতের বাজার থেকে শেয়ার কিনেছিল। আর এই কেনার অঙ্ক ছাড়িয়েছিল ৩০ হাজার কোটির সীমা। এনএসডিএলের তথ্য অনুসারে জুলাই মাসে ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ এসেছে ৩২ হাজার ৩৬৫ কোটি টাকার। তারও আগে জুন মাসে ভারতের বাজারে ২৬ হাজার ৫৬৫ কোটি টাকার শেয়ার কিনেছিল এই সংস্থা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Best Stocks To Buy: সোমবার লাভ দেবে এই ৩ স্টক, ব্রোকারেজ ফার্ম দিচ্ছে কেনার পরামর্শ