Stock Market Opening: আজ বাজারে দারুণ গতি, নিফটি ছাড়াল ১৭,৭৫২,লাভ পেতে এভাবে করুন ট্রেড
Share Market Update: সপ্তাহের শুরুতেই দুর্দান্ত গতি নিল বাজার। বিশ্ববাজারের প্রভাব দেখা গেল ভারতের শেয়ার বাজারে।
Share Market Update: সপ্তাহের শুরুতেই দুর্দান্ত গতি নিল বাজার। বিশ্ববাজারের প্রভাব দেখা গেল ভারতের শেয়ার বাজারে। প্রি-মার্কেট ওপেনিংয়েই সবুজ সঙ্কেত দিয়েছে বেশিরভাগ শেয়ার।
ভারতীয় স্টক মার্কেট আজ প্রচণ্ড গতিতে দৌড় শুরু করে। নতুন ব্যবসায়িক সপ্তাহের শুরুতেই সেনসেক্স 60,000 পেরিয়েছে। নিফটিতে 17680-এর স্তরও অতিক্রম করে। পরে অবশ্য নিফটি ১৭,৭৫২-র ওপরে উঠে যায়। আজ আইটি শেয়ারের প্রচণ্ড বুম বাজারকে টেনে ওঠাচ্ছে। ব্যাঙ্ক নিফটি আজ শক্তিশালী গতির সঙ্গে শুরু করেছে, যা 41525 অতিক্রম করেছে।
Stock Market Opening: আজ কীভাবে খোলে বাজার ?
আজ বাজারে একটি ভাল গতির সঙ্গে শুরু করেছে। এখানে BSE-30 শেয়ার সূচকটি খোলার সময় 198.07 পয়েন্ট বা 0.33 শতাংশ বৃদ্ধির সঙ্গে 60,007.04-তে ট্রেড করছিল। NSE 50-র শেয়ার সূচক নিফটি 86.00 পয়েন্ট বা 0.49 শতাংশ বৃদ্ধির সঙ্গে 17,680.35-তে খুলতে সক্ষম হয়েছে।
Share Market Update: পুঁজিবাজারে কেমন ছিল প্রি-ওপেন
আজ, বাজারের প্রি-ওপেনিংয়ে স্টক মার্কেট সবুজ ঘিরে থাকে। যেখানে BSE সেনসেক্স 219.91 পয়েন্ট অর্থাৎ 0.37 শতাংশ বেড়ে 60028-এর স্তরে উঠে যায়। পাশাপাশি NSE-র নিফটি 89.10 পয়েন্ট বা 0.51 শতাংশ বেড়ে 175683-এর স্তরে ছুট দেয় বুলস।
Nifty IT Update: কীভাবে ট্রেড করলে পাবেন লাভ ?
বাজারে নিফটি আইটি দিতে পারে দারুণ লাভ। সেই ক্ষেত্রে টিসিএস, ইনফোসিস ছাড়াও দেখতে পারে স্মল ক্যাপ আইটি স্টকগুলিও। তবে অবশ্যই স্টপ লস দিয়েই ট্রেড করবেন। মনে রাখবেন, ৩০,২০০-তে নিফটি আইটির স্টকে বাধা পড়তে পারে। সেই ক্ষেত্রে স্টক এর ওপরে গেলে প্রফিট বুক করে নিন। না হলে বিপদ বাড়াতে পারে। তবে আজ দুপুরের আগেই নিফটি আইটি ৩০,২০০ পয়েন্টের অনেকটা ওপরেই চলে যেতে পারে। পরিস্থিতি সেরকম দিকে গেলে ঘণ্টাখানেক স্টকের ওপর নজর রাখুন। তারপরই কোনও সিদ্ধান্ত নিন।
BSE-30 শেয়ার সূচকটি খোলার সময় 198.07 পয়েন্ট বা 0.33 শতাংশ বৃদ্ধির সঙ্গে 60,007.04-তে ট্রেড করছিল। NSE 50-র শেয়ার সূচক নিফটি 86.00 পয়েন্ট বা 0.49 শতাংশ বৃদ্ধির সঙ্গে 17,680.35-তে খুলতে সক্ষম হয়েছে। যেখানে BSE সেনসেক্স 219.91 পয়েন্ট অর্থাৎ 0.37 শতাংশ বেড়ে 60028-এর স্তরে উঠে যায়। পাশাপাশি NSE-র নিফটি 89.10 পয়েন্ট বা 0.51 শতাংশ বেড়ে সকালেই মার্কেট 175683-এর স্তরে ছুট দেয়।
আরও পড়ুন Gautam Adani: বিশ্বের ধনীদের তালিকায় তিন থেকে তিরিশে আদানি, ১২ লক্ষ কোটির ক্ষতি