Mutual Fund: বন্ধ হয়ে যাবে এইসব ফান্ড, কড়া নির্দেশিকা জারি সেবির- আপনার বিনিয়োগ নেই তো ?
SEBI Order: সেবি একটি নতুন নির্দেশিকা জারি করে নির্দিষ্ট কিছু ফান্ডের লিমিট নির্ধারিত করা হয়েছে সেবির তরফে। ফরেন এক্সচেঞ্জে নথিভুক্ত ফান্ড অফ ফান্ডে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করা যাবে না।
SEBI Order: কিছু কিছু মিউচুয়াল ফান্ড আর নতুন সাবক্রিপশন নিতে পারবে না। অর্থাৎ বিনিয়োগকারীরা চাইলে আর নতুন করে এইসব ফান্ডে বিনিয়োগ করতে পারবেন না। মূলত এই নির্দেশিকা সেই সমস্ত ফান্ড গুলির জন্য যাকে বলা হয় ফান্ড অফ ফান্ডস যারা কেবলমাত্র এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস অর্থাৎ ইটিএফে বিনিয়োগ করে থাকে। এই ইটিএফগুলি মূলত বিদেশি শেয়ার বাজারে নথিভুক্ত থাকে। আগামী ১ এপ্রিল থেকে এই সমস্ত ফান্ডে আর বিনিয়োগ করা যাবে না। এমনই কড়া নির্দেশিকা জারি করল বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি।
লিমিট স্থির করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি একটি নতুন নির্দেশিকা জারি করেছে এবং এর মাধ্যমে নির্দিষ্ট কিছু ফান্ডের লিমিট নির্ধারিত করা হয়েছে সেবির তরফে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে ফরেন এক্সচেঞ্জে নথিভুক্ত ফান্ড অফ ফান্ডে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করা যাবে না।
এই জন্য এসেছে সেবির নির্দেশ
ভারতের মিউচুয়াল ফান্ডস অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিদেশি ইটিএফগুলির জন্য রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা যে লিমিট স্থির হয়েছে তাঁর ৯৫ শতাংশের সমান বিনিয়োগ ইতিমধ্যেই এসে গিয়েছে। আর তাই বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি এই সমস্ত ফান্ডগুলিকে পরের অর্থবর্ষ থেকে সাবস্ক্রিপশন নিতে নিষেধ করেছে। যাতে রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা স্থিরীকৃত সীমা লঙ্ঘন না হয়।
বাকি তহবিলে কোনও বদল নেই
সেবি ভারতের মিউচুয়াল ফান্ডস অ্যাসোসিয়েশনের ইটিএফ ফিডারদের নির্দেশ দিয়েছে নতুন বিধান নিয়ে নতুন নীতি নিয়ে সমস্ত ফান্ড হাউজকে জানাতে হবে। সেবি এখন বিদেশি ফিডারদের তহবিলে কোনও পরিবর্তন করেনি। এই বিদেশি ফিডার তহবিল হল সেই ধরনের তহবিল যা তাঁদের সম্পদ বরাদ্দের মধ্যে বিদেশি সম্পদও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই সূচক অনুসরণ করে ফান্ড
সম্প্রতি আমেরিকান স্টক মার্কেটে একটা র্যালি এসেছে এবং ফরেন এক্সচেঞ্জে নথিভুক্ত ইটিএফগুলির বিনিয়োগ সীমা পেরিয়ে গিয়েছে। কয়েক মাস ধরে, মার্কিনি বাজারে একটা দারুণ র্যালি এসেছে। মূলত টেক কোম্পানির স্টকগুলিতে গতি দেখা গিয়েছে। বেশিরভাগ ফান্ড অফ ফান্ডসের ক্ষেত্রে এই ধরনের ইটিএফে বিনিয়োগ হয়। ন্যাসড্যাক ১০০ সূচক অনুসরণ করে এই ধরনের ইটিএফগুলি। আর এই ন্যাসড্যাক আসলে টেক স্টকগুলির সূচক।
আরও পড়ুন: Dividend Stocks: ২৯৫ শতাংশ দাম বেড়েছে ১ বছরের মধ্যেই, এবার আরও সুখবর এই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারে