Success Story: ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরি মেলেনি ক্যাম্পাসিংয়ে, আজ কোটি টাকার ব্যবসার মালিক এই তরুণ
Akshat Chaturvedi : জয়পুরের ইঞ্জিনিয়ারিং কলেজের সপ্তম সেমেস্টারে পড়ার সময় ক্যাপজেমিনি বহুজাতিক সংস্থা থেকে ক্যাম্পাসিং করাতে আসে। ৩০০ ছাত্র-ছাত্রী এই ক্যাম্পাসিংয়ে যোগ দিয়েছিলেন।
Akshat Chaturvedi: ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছিলেন, কিন্তু চাকরি পাননি প্লেসমেন্টে। আর সাধারণ কোনও প্রার্থীর পক্ষে এমনটা ঘটলে তার দুশ্চিন্তা বাড়ত। জীবনধারণ করাটাই সমস্যার হয়ে দাঁড়াত। কিন্তু এই সমস্যা কাটিয়ে নিজের লক্ষ্যে পৌঁছেছেন রাজস্থানের এক তরুণ। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে ক্যাম্পাসিংয়ে চাকরি মেলেনি, কিন্তু সেই তরুণই (Success Story) পরে গড়ে তুলেছেন কোটি টাকার ব্যবসা। প্রত্যাখ্যানকেই নিজের জোর করে তুলেছেন এই তরুণ। রাজস্থানের অক্ষত চতুর্বেদীর (Akshat Chaturvedi) এই সাফল্যের কাহিনি অনুপ্রেরণা জোগাবে।
জয়পুরের ইঞ্জিনিয়ারিং কলেজের সপ্তম সেমেস্টারে পড়ার সময় ক্যাপজেমিনি বহুজাতিক সংস্থা থেকে ক্যাম্পাসিং করাতে আসে। ৩০০ ছাত্র-ছাত্রী এই ক্যাম্পাসিংয়ে যোগ দিয়েছিলেন। মাত্র ৫ জন এই রাউন্ডে পাশ করেছিলেন, কিন্তু, অক্ষত চতুর্বেদী এই সুযোগ পাননি। কিন্তু এরপরেও চাকরি না পেয়ে নিজের চেষ্টায় লড়াই করেই ব্যবসা গড়েছেন।
জয়পুরে স্কুলের দশম শ্রেণিতে ৮৮ শতাংশ নম্বর পেয়ে পাশ করেন তিনি। দ্বাদশ শ্রেণিতে ৮৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছিলেন অক্ষত। ২০২০ সালে কম্পিউটার সায়েন্সে বিটেক ইঞ্জিনিয়ারিং পাশ করেন অক্ষত চতুর্বেদী। ক্যাম্পাসিংয়ে পাশ না করলেও মায়ের অনুপ্রেরণায় নিজের ব্যবসা গড়ার দিকে নজর দেন তিনি। বাবার ব্যবসায় যোগ দেন অক্ষত। তার বাবা ওমপ্রকাশ চতুর্বেদীর ব্যবসা সামলাতে সামলাতে একজন ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতে শুরু করেন তিনি। তারপর নিজের ওয়েবসাইট চালু করেন তিনি। বিজনেস অ্যাপ এবং ওয়েব ডেভেলপমেন্ট পরিষেবা দিতে শুরু করেন অক্ষত চতুর্বেদী। তারপর কিছু বছর পরে 'ব্রেনবক্স অ্যাপ' তৈরি করেন অক্ষত চতুর্বেদী। মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দুবাই, ফ্রান্স ও অন্যান্য দেশে এই সংস্থা পরিষেবা দিতে শুরু করে। ৬০০টিরও বেশি ব্যবসায়িক সংস্থাকে আইটি পরিষেবা দিয়ে চলেছেন অক্ষত চতুর্বেদী। কোটি টাকারও বেশি আয় হয় তাঁর।
অক্ষত পরে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি যেহেতু নিজে ক্যাম্পাসিংয়ে চাকরি পাননি, তাই তিনি বি-টেক পাশ সমস্ত প্রার্থীকে কাজে নেন। এখন মোট ১৫ জনের সঙ্গে কাজ করছেন অক্ষত, এর সঙ্গে ২০-৩০ জন ফিল্ড ওয়ার্কার কাজ করছেন তাঁর সঙ্গে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI