Meta Layoff: জুকারবার্গের বড় সিদ্ধান্ত, ৩৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা; বিপদের মুখে এই কর্মীরা
Meta Layoff News: এই সিদ্ধান্তে সবথেকে বেশি প্রভাব পড়বে সেই সমস্ত কর্মীদের উপরে যারা দীর্ঘদিন ধরে কোম্পানিতে কাজ করেছেন। ৩৬০০ কর্মীর চাকরি ছাঁটাই হবে বলে জানা গিয়েছে।
Layoff News: যে সমস্ত কর্মীদের পারফরম্যান্স খারাপ, এবার তাদের ছাঁটাই করতে চলেছে মেটা। মোট ৩৬০০ কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি এই কর্মীদের কাজে সন্তুষ্ট নয় বলে তাদের কাজ থেকে ছাঁটাই করে নতুন কর্মী নিয়োগ (Layoff News) করা হবে। একটি আভ্যন্তরীণ কর্মসূচি থেকেই এই তথ্য (Meta Layoff) জানা গিয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মালিক এই সংস্থাটির মোট ৭২ হাজার কর্মী রয়েছে। মেটা প্রধান মার্ক জুকারবার্গের সর্বশেষ এই সিদ্ধান্তে ৫ শতাংশ কর্মী চাকরি হারাতে পারেন।
বড় সিদ্ধান্ত নেন জুকেরবার্গ
সংবাদসূত্রে জানা গিয়েছে, মার্ক জুকেরবার্গ নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, 'আমি এখন পারফরম্যান্সের মাত্রা বাড়াতে এবং নন-পারফর্মিং কর্মীদের দ্রুত চাকরি থেকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছি। কোম্পানিতে সেরা মেধাবীদের ধরে রাখতে এবং নতুন আরও কর্মী নিয়োগের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে'।
এই কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে
এই সিদ্ধান্তে সবথেকে বেশি প্রভাব পড়বে সেই সমস্ত কর্মীদের উপরে যারা দীর্ঘদিন ধরে কোম্পানিতে কাজ করেছেন। সংস্থা তাদের পারফরম্যান্সের মূল্যায়ন করবেন এবং যে যে কর্মীরা প্রত্যাশা পূরণ করতে পারছেন না, তারা চাকরি হারাতে পারেন। তবে যে যে কর্মীদের ছাঁটাই করা হবে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে বলেই জানিয়েছে মেটা। কিছুদিন আগে মাইক্রোসফটেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গুগলের মাদার কোম্পানি মাইক্রোসফটে এক শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চর্চায় রয়েছে মেটা
গত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে মেটা। এই মাসে জুকেরবার্গ সংস্থার কনটেন্ট মডারেশন পলিসিতে বদল আনতে চলেছে। তিনি জানিয়েছিলেন যে মেটা এবার থেকে নিজেদের ফ্যাক্ট-চেকিং কার্যক্রম বন্ধ করতে চলেছে। এর জায়গায় এক্স-এর মত কমিউনিটি নোট চালু করা হবে। জুকেরবার্গ জানিয়েছেন যে ফ্যাক্ট চেকাররা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট, জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হননি তারা। এছাড়া সংস্থা ডোনাল্ড ট্রাম্পের বহু ঘনিষ্ঠ লোককে কাজের সুযোগ করে দিয়েছিল, যা এবার বদল করা হবে।
মাইক্রোসফট সংস্থাও কয়েকদিন আগেই তাদের এক শতাংশ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। সারা বিশ্বজুড়ে এই সংস্থার মোট ২ লক্ষ ২৮ হাজার কর্মী রয়েছে। এভাবে আনুমানিক ২৩০০ কর্মীকে আবার ছাঁটাইয়ের দিকে হাঁটছে মাইক্রোসফট। যে সমস্ত কর্মীদের পারফরম্যান্স ঠিক নেই, তাদেরকেই ছাঁটাই করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
আরও পড়ুন: PSU Bank: এই ৫ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জন্য বড় পদক্ষেপ, স্টেক বিক্রি করবে কেন্দ্র সরকার