Success Story: একসময় চুল কাটতেন সেলুনে, আজ ৪০০ বিলাসবহুল গাড়ির মালিক ! কে এই রমেশ বাবু ?
Ramesh Babu Success Story: একসময় তিনি সেলুনে চুল কাটতেন আর আজ তাঁর নিজেরই ৪০০টি বিলাসবহুল গাড়ি রয়েছে। ১২০০ কোটির মালিক এই রমেশবাবু। নিজের চেষ্টাতেই কোটি টাকার সাম্রাজ্য গড়েছেন তিনি।
Ramesh Babu Self Made Billionaire: ভারতের অর্থনীতির সূচক হু হু করে বেড়ে গিয়েছে এই কয়েক বছরে। আর তার সবথেকে বড় উদাহরণ হল ভারতে ধনী ব্যক্তির (Success Story) সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ধনীদের তালিকায় প্রতি বছরই নতুন নতুন নাম জুড়ে যাচ্ছে, কিন্তু এদের মধ্যে কারও কারও ধনী হয়ে ওঠার কাহিনি খুবই আশ্চর্যের। তেমনই চমকপ্রদ যাত্রাপথ রমেশবাবুর (Ramesh Babu Success Story)। একসময় তিনি সেলুনে চুল কাটতেন আর আজ তাঁর নিজেরই ৪০০টি বিলাসবহুল গাড়ি রয়েছে। ১২০০ কোটির মালিক এই রমেশবাবু। নিজের নিজের ভাগ্য রচনা করেছেন তিনি। মুকেশ আম্বানি এবং রতন টাটার থেকেও সংখ্যায় অনেক বেশি গাড়ি রয়েছে তাঁর কাছে।
খবরের কাগজ বিক্রি করতেন, সেলুনে চুল কাটতেন
রমেশবাবুকে একজন সেলফ মেড বিলিওনেয়ার বলা হয়। অর্থাৎ তিনি নিজের চেষ্টাতেই নিজের প্রয়াসে আজ কোটিপতি হয়েছেন। বিশ্বের সবথেকে মূল্যবান গাড়ি রয়েছে তারই কাছে। পিতৃপ্রদত্ত সম্পত্তি বলতে তাঁর কিছুই ছিল না। নিজের চেষ্টাতেই কোটি টাকার সাম্রাজ্য গড়েছেন তিনি। গাড়ি ভাড়ার ইন্ডাস্ট্রিতে তাঁকে সম্রাট বলে মানা হয় ভারতে। দরিদ্র পরিবার থেকে উঠে আসা রমেশবাবু ১৩ বছর বয়স থেকেই অর্থ উপার্জনের চেষ্টায় কাজে লেগে পড়েন। সেই সময় খবরের কাগজ বিলি করতেন, দুধ বিক্রি করতেন বাড়ি বাড়ি, এমনকী তাঁর বাবার রাস্তার ধারের সেলুনের দোকানে চুলও কাটতেন তিনি। এই সব কাজ করেও প্রতিদিনই স্কুল যেতেন তিনি। ইলেকট্রনিক্সে ডিপ্লোমা করেছেন তিনি।
মারুতি ওমনি নিয়ে ব্যবসা শুরু করেন রমেশবাবু
কার রেন্টাল ইন্ডাস্ট্রিতে রমেশবাবু এক অনন্য নাম। ১৯৯৩ সালে রমেশবাবু একটি মারুতি ওমনি গাড়ি কেনেন এবং নিজের ব্যবসা শুরু করেন বেঙ্গালুরুতে। ব্যবসার নাম দেন রমেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। যত বেশি মুনাফা এসেছে ব্যবসা, একটা একটা করে গাড়ি কিনে ফেলেছেন তিনি। শুরুর দিকে তিনি নিজেই গাড়ি চালাতেন, পরে ড্রাইভার রাখতে শুরু করেন। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসাকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। ধীরে ধীরে বেঙ্গালুরুর ব্যবসার জগতে রমেশবাবু এক প্রসিদ্ধ নামে পরিণত হয়।
সংগ্রহে আছে মার্সিডিজ রোলস রয়েসও
২০০৪ সালে ধনী ক্লায়েন্টের দিকে মনোনিবেশ করেন রমেশবাবু। তাঁর সংগ্রহে চলে আসে মার্সিডিজ বেনজের ই ক্লাস সেডান যা কিনা তার প্রথম বিলাসবহুল গাড়ি। রমেশবাবুর এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। কার রেন্টাল ইন্ডাস্ট্রির মুকুটহীন রাজা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। তাঁর সংগ্রহে এখন রোলস রয়েস ঘোস্ট এবং মার্সিডিজ মেব্যাক গাড়িও রয়েছে।
আরও পড়ুন: Aadhaar Update: ফের বাড়ল বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা, কতদিনের মধ্যে করতে হবে ?