Tata Group: এবার ফ্যাব ইন্ডিয়া কিনতে পারে টাটা গ্রুপ, রিপোর্ট ঘিরে জোর জল্পনা
Tata FabIndia Deal: সব ঠিকঠাক চললে শীঘ্রই এই কোম্পানি অধিগ্রহণ করবে টাটা গ্রুপ। প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, $2.5 বিলিয়নে হতে পারে এই চুক্তি।
Tata FabIndia Deal: ওয়েস্ট সাইড , জুডিওর পর এবার চিরাচরিত পোশাকের ব্র্য়ান্ড ফ্যাব ইন্ডিয়া কিনতে পারে টাটা গ্রুপ। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ফ্যাব ইন্ডিয়ার শেয়ার হোল্ডারদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে টাটাদের। সব ঠিকঠাক চললে শীঘ্রই এই কোম্পানি অধিগ্রহণ করবে টাটা গ্রুপ। প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, $2.5 বিলিয়নে হতে পারে এই চুক্তি।
ফ্যাব ইন্ডিয়ার প্রোমোটার ও স্টেকহোল্ডারদের সঙ্গে টাটা গ্রুপের আলোচনা!
হিন্দু বিজনেসলাইনের খবর অনুযায়ী, টাটা গ্রুপের পোশাক ব্যবসা প্রতিষ্ঠান ফ্যাবিন্ডিয়ার প্রোমোটার ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এই ক্রয় সম্পূর্ণ করার বিষয়ে একটি বড় ঘোষণা শীঘ্রই হতে পারে। এই প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে চলমান আলোচনায় একটি চুক্তি পূর্বের আড়াই বিলিয়ন ডলারের অনুমানের চেয়ে কম পর্যায়ে হতে পারে। সম্প্রতি ফ্যাব ইন্ডিয়ার আইপিও চালুর বিষয়েও বেশকিছু খবর রটে বাজারে। যদিও সেই পরিকল্পনা এখনও বাস্তবের মুখ দেখেনি।
এই চুক্তি হলে লাভ কার ?
এই চুক্তি বাস্তবের মুখ দেখলে এটি টাটা গ্রুপের পোর্টফোলিওতে এটি হবে বড় সংযোজন। এটি একটি লাভজনক চুক্তি হতে পারে টাটাদের ক্ষেত্রে। বিশেষ করে চিরাচরিত পোশাকের ব্যবসায় । ওয়েস্টসাইড, জুডিও এবং ইউ, টাটার খুচরো শাখা ট্রেন্টের অধীনে ব্র্যান্ডগুলির সঙ্গে এই ব্র্যান্ডটি যুক্ত হবে । যার ফলে আরও সমৃদ্ধ হবে টাটাদের পোর্টফোলিও। তবে, টাটা গ্রুপ বা ট্রেন্ট কেউই এই বিষয়ে জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর দেয়নি । মিডিয়া রিপোর্ট অনুসারে, তারা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। যদিও ফ্যাবিন্ডিয়ার মুখপাত্র বর্তমানে এই ধরনের কোনও আলোচনার কথা অস্বীকার করেছেন। মনে রাখবেন, এবিপি নিউজও খবরের বিষয়ে নিশ্চিত নয়।
ক্ষতির মুখে ফ্যাব ইন্ডিয়া
চলতি বছরের শুরুর দিকে, ফ্যাব ইন্ডিয়া তার সহযোগী প্রতিষ্ঠান অর্গানিক ইন্ডিয়া টাটা কনজিউমার প্রোডাক্টসকে 1900 কোটি টাকার এন্টারপ্রাইজ মূল্যে বিক্রি করেছিল। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে রয়েছে, গত বছরের অস্থিতিশীল বাজার পরিস্থিতির 4000 কোটি টাকার আইপিও বাতিলের সিদ্ধান্ত। বিভিন্ন রিপোর্ট বলছে, ফ্যাব ইন্ডিয়া সম্পর্কিত কিছু উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে। 2023 অর্থবর্ষে কোম্পানির রাজস্ব 21 শতাংশ বৃদ্ধি পেয়ে 1668 কোটি টাকা হয়েছে । কোম্পানিটি গত তিন বছর ধরে লোকসানের সম্মুখীন হচ্ছে।
আরও পড়ুন: Fixed Deposit: এক মাসে তিনবার এফডি-তে সুদ বাড়াল এই ব্যাঙ্ক, এখন পাবেন কত রিটার্ন ?