Tata Motors: ১ জুলাই থেকেই দাম বাড়বে টাটার গাড়ির ! এই মাসে কী সুযোগ ?
Tata Motors Price Hike: ১ জুলাই থেকেই ২ শতাংশ হারে দাম বাড়বে টাটার গাড়ির। বুধবার টাটা মোটরস জানিয়েছে, পণ্যের সরঞ্জামের এবং যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় গাড়ির দামও বাড়াতে বাধ্য হচ্ছে টাটা মোটরস।
Tata Motors Commercial Vehicles: গ্রাহকদের চমকে দিল এবার দেশের শীর্ষস্থানীয় গাড়িনির্মাতা সংস্থা টাটা মোটরস। আর কিছুদিনের মধ্যেই বাণিজ্যিক গাড়িগুলির দাম (Tata Motors Car Price) বাড়াতে চলেছে টাটা মোটরস। আগামী মাসের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকেই ২ শতাংশ হারে দাম বাড়বে টাটার গাড়ির। বুধবার টাটা মোটরস জানিয়েছে, পণ্যের সরঞ্জামের এবং যন্ত্রাংশের দাম (Tata Motors Price Hike) বেড়ে যাওয়ায় গাড়ির দামও বাড়াতে বাধ্য হচ্ছে টাটা মোটরস। আরও কী জানাল টাটা ?
মার্চেই দাম বাড়িয়েছিল সংস্থা
একটি বিবৃতি প্রকাশ করে টাটা মোটরস জানিয়েছে যে, এই সংস্থা সম্প্রতি তাদের নতুন মডেল নির্মাণের দিকেই মনযোগ দিয়েছে। ভারত, ব্রিটেন, আমেরিকা, ইতালি, দক্ষিণ কোরিয়াতে এই নতুন মডেলগুলি তৈরি হচ্ছে। আগামী প্রজন্মের ক্রেতাদের কথা মাথায় রেখে এই সমস্ত গাড়ি তৈরি করছে টাটা। একেবারে আধুনিক প্রযুক্তির ছোঁয়া থাকবে এই সমস্ত গাড়িতে। দেশের সবথেকে বড় গাড়িনির্মাতা সংস্থা টাটা মোটরস (Tata Motors Price Hike) বিগত মার্চ মাসেই ২ শতাংশ হারে দাম বাড়িয়েছিল টাটা। ২০২৪ অর্থবর্ষে টাটা মোটরসের রাজস্বের পরিমাণ এখন ৫২.৪৪ বিলিয়ন ডলার।
২৬ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক
এই বছর টাটা মোটরসের স্টকও (Tata Motors Price Hike) দারুণ পারফর্ম করেছে। ২৬.৬ শতাংশ বেড়েছে এই স্টকের দাম। তবে আজ বাজার বন্ধের সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে টাটা মোটরসের স্টকের দাম ২.৪০ শতাংশ পড়েছে। বিগত কয়েকদিন ধরেই বাড়ছিল এই স্টকের দাম। ১০০০ টাকার সীমা এই বছর বহুবার পেরিয়ে গিয়েছে টাটা মোটরসের শেয়ার। এখন এই স্টকের দাম ৯৮৩ টাকায় ট্রেড করছে।
বৈদ্যুতিন রূপে হাজির হবে ফ্রিল্যান্ডার
টাটা মোটরের অধীনে জাগুয়ার এবং ল্যান্ড রোভার পরিকল্পনা করেছে তাদের সবথেকে জনপ্রিয় গাড়ির মডেল ফ্রিল্যান্ডারের একটি বৈদ্যুতিন ভার্সন বাজারে আনতে। চিনের চেরি অটোমোবাইলও এই প্রকল্পে টাটার সঙ্গে হাত মিলিয়েছে। এক দশক আগেই বাজার থেকে উঠে গিয়েছিল এই মডেল, এবার ফের নতুন রূপে হাজির হতে চলেছে ফ্রিল্যান্ডার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Infosys Offer: কলকাতা ছাড়লেই মিলবে ৮ লক্ষ টাকা ! নয়া সুবিধে এই সংস্থার কর্মীদের