TCS Results: ১২ হাজার কোটির মুনাফা দ্বিতীয় ত্রৈমাসিকে, শেয়ার পিছু ১০ টাকা ডিভিডেন্ড দেবে টিসিএস
TCS Dividend: টিসিএস তাঁর শেয়ারহোল্ডারদের জন্য প্রতি শেয়ারে ১০ টাকা হারে ডিভিডেন্ড দেবে এবং ৫ নভেম্বর এই ডিভিডেন্ড দেওয়া হবে শেয়ারহোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
TCS Dividends: দেশের বৃহত্তম আইটি সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেস ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য ফলাফল ঘোষণা করেছে। এই ত্রৈমাসিকে (TCS Dividend) সংস্থার অপারেশনস থেকে আয় আয় ৮ শতাংশ বেড়ে হয়েছে ৬৪,২৫৯ টাকা এবং লাভ হয়েছে ১১৯০৯ কোটি টাকা। এই সংস্থা তার শেয়ারহোল্ডারদের জন্য ১০ টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করার সময় টাটা কনসালটেন্সি সার্ভিস জানিয়েছে অপারেশনস থেকে আয় এই অর্থবর্ষে হয়েছে ৬৪,২৫৯ কোটি টাকা যা গত বছরের একই ত্রৈমাসিকে ৫৯,৬৯২ কোটি টাকা রেভিনিউর থেকেও অনেকাংশে বেড়ে গিয়েছে। দ্বিতীয় ত্রৈমাসিকে এই সংস্থা ১১৯০৯ কোটি টাকা আয় করেছে। গত বছর একই ত্রৈমাসিকে এই সংস্থার আয় ছিল ১১৩৪২ কোটি টাকা। এবারে সংস্থা তার শেয়ারহোল্ডারদের একটি উপহার দিয়েছে এবং দ্বিতীয়বার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।
টিসিএস তাঁর শেয়ারহোল্ডারদের জন্য প্রতি শেয়ারে ১০ টাকা হারে ডিভিডেন্ড দেবে এবং ৫ নভেম্বর এই ডিভিডেন্ড দেওয়া হবে শেয়ারহোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই ডিভিডেন্ড দেওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১৮ অক্টোবর। টিসিএসের ত্রৈমাসিকের ফলাফল সম্পর্কে সংস্থার সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর কৃত্তিবাসন জানিয়েছেন যে বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে সংস্থার সবথেকে বড় ভার্টিকাল বিএফএসআই রিকভারি দেখিয়েছে। বাজারে গ্রোথের ক্ষেত্রেও দারুণ পারফর্ম্যান্স দেখিয়েছে সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ক্রমাগত এই সংস্থা তাদের গ্রাহক, কর্মী এবং অন্যান্যদের জন্য পরিষেবা আরও উন্নত করার চেষ্টা করে চলেছে।
সংস্থার ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করা হয়েছে বাজার বন্ধের পরে। আজ টিসিএসের শেয়ারের দাম ০.৬ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে ৪২২৮ টাকায়। টাটা গ্রুপের কিছু কিছু শেয়ারে আজ দারুণ মুনাফা দিয়েছে। গতকাল রতন টাটার মৃত্যুতে শোকের ছায়া এসেছে ব্যবসায়িক জগতে। টাটা সন্সের প্রাক্তন সম্মানীয় চেয়ারম্যান রতন টাটার প্রয়াণের আবহেই সংস্থার ত্রৈমাসিকের ফলাফল জানিয়েছে টিসিএস। তবে এই ফলাফল নিয়ে প্রেস কনফারেন্স বাতিল করেছে সংস্থা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Bonus Share: বিনামূল্যে শেয়ার দিতে পারে এই সংস্থা, ১৪ অক্টোবর জানাবে সিদ্ধান্ত