TCS Salary Hike: ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের আবহেই বড় ঘোষণা, ১ সেপ্টেম্বর থেকেই বেতন বাড়বে TCS কর্মীদের; কারা পাবেন সুবিধে ?
Salary Hike: এর আগে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছিল টিসিএস, তা নিয়ে এখনও বিস্তর জলঘোলা চলছে। আর এই ছাঁটাইয়ের ঘোষণার মাঝেই কর্মীদের সুখবর দিল টিসিএস।

Salary Hike: ভারতের সবথেকে বড় আইটি সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেস সম্প্রতি বেতন নিয়ে বড় ঘোষণা করেছে। মিড এবং জুনিয়র লেভেলের কর্মীদের জন্য এবারে বড় সুখবর আসতে চলেছে। এর আগে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছিল টিসিএস, তা নিয়ে এখনও বিস্তর জলঘোলা চলছে। আর এই ছাঁটাইয়ের ঘোষণার মাঝেই কর্মীদের সুখবর দিল টিসিএস। আগামী ১ সেপ্টেম্বর থেকে টিসিএসের (TCS Salary Hike) ৮০ শতাংশ কর্মীদের বেতন বাড়তে চলেছে। কর্মীদের ২ শতাংশ ছাঁটাই করার পরিকল্পনার মাঝেই এই বছর বেতন বৃদ্ধির ঘোষণা স্বাভাবিকভাবে কর্মীদের মনে আনন্দ আনতে পারে।
বুধবার ৬ অগাস্ট একটি আভ্যন্তরীণ ইমেলের মাধ্যমে সংস্থার কর্মীদের এই বেতন বৃদ্ধির (TCS Salary Hike) কথা জানানো হয়েছে। চিফ হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লক্কড় এবং সিএইচআরও কে সুদীপ কর্মীদের এই ইমেল পাঠিয়েছেন। সংবাদমাধ্যমে এই ইমেলের একটি কপি এসে পৌঁছেছে এবং জানা গিয়েছে সেই ইমেলে লেখা রয়েছে, ‘সি-৩-এ গ্রেড পর্যন্ত সংস্থার সমস্ত অ্যাসোসিয়েটসদের বেতনে বদল আনা হচ্ছে। আমাদের কর্মীদের ৮০ শতাংশই এই বদলের আওতায় সুবিধে পাবেন। আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে এই নিয়ম কার্যকর হবে। আপনাদের প্রত্যেকের নিষ্ঠা ও শ্রমের জন্য ধন্যবাদ জানাই। আমরা একত্রেই টিসিএসের ভবিষ্যত গড়ে তুলব’। তবে কত বেতন বাড়বে, কাদের কত বেতন বাড়বে ইত্যাদি আলাদা করে এখনও উল্লেখ করা হয়নি।
এর আগে বিপুল কর্মী ছাঁটাই প্রসঙ্গে সংস্থার তরফে বলা হয়েছে, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের মধ্যে আইটি জায়ান্টকে আরও চটপটে ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৬ অর্থবর্ষ পর্যন্ত টিসিএস বিশ্বব্যাপী যেখানে যেখানে কোম্পানির উপস্থিতি রয়েছে সেখানে এই কর্মী ছাঁটাই করবে। এই পদক্ষেপের পিছনে যুক্তি জানতে চাইলে টিসিএসের সিইও কে কৃত্তিবাসন জানান, এই খাতে কাজের পদ্ধতি পরিবর্তন হচ্ছে। এখন ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার প্রয়োজনীয়তা রয়েছে। তারা এআই ও অপারেটিং মডেল পরিবর্তনের মতো নতুন প্রযুক্তি নিয়ে আসছেন কোম্পানিতে।
অন্যদিকে টিসিএসে কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পরে ভারতের আরেকটি বৃহত্তর আইটি সংস্থা ইনফোসিস কর্মী নিয়োগের ঘোষণা করেছে। বলা ভাল, টিসিএস যেখানে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে, সেখানে ইনফোসিস আবার নতুন করে ২০ হাজার ফ্রেশার স্নাতক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। জানা গিয়েছে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই ১৭ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে।






















