UPS Rule: এই সরকারি কর্মীরা কখনই পাবেন না ২৫ লক্ষ টাকা গ্র্যাচুইটি, কী নিয়ম রয়েছে UPS-এ ?
Gratuity Rules: একটি বিশেষ সূত্রের ভিত্তিতে এই গ্র্যাচুইটি গণনা করা হয়। নিয়ম অনুসারে, একজন কর্মী তাঁর শেষ বেতনের ১৬.৫ গুণ বা ২৫ লক্ষ টাকা যেটি কম হবে, সেই পরিমাণ টাকাই কেবল গ্র্যাচুইটি হিসেবে পাবেন।

Gratuity: গত বছর পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগের পক্ষ (Unified Pension Rules) থেকে সরকারি কর্মীদের জন্য গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ২৫ শতাংশ বাড়িয়ে করেছে ২৫ লক্ষ টাকা। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই এই বদল কার্যকর (Gratuity Rules) হয়েছে। আর একইসঙ্গে মহার্ঘভাতা বা ডিএ বাড়িয়ে করা হয়েছিল ৫০ শতাংশ। তবে জানা গিয়েছে সমস্ত সরকারি কর্মীই যে এই ২৫ লক্ষ টাকা গ্র্যাচুইটি পাবেন এমন নয়।
গ্র্যাচুইটি কীভাবে গণনা করা হয় ?
একটি বিশেষ সূত্রের ভিত্তিতে এই গ্র্যাচুইটি গণনা করা হয়। নিয়ম অনুসারে, একজন কর্মী তাঁর শেষ বেতনের ১৬.৫ গুণ বা ২৫ লক্ষ টাকা যেটি কম হবে, সেই পরিমাণ টাকাই কেবল গ্র্যাচুইটি হিসেবে পাবেন। এই বেতন গণনা করা হবে মূল বেতন ও মহার্ঘভাতা মিলিয়ে একত্রে। এর মানে হল প্রত্যেক কর্মী ২৫ লক্ষ টাকাই পাবেন গ্র্যাচুইটি হিসেবে এমন নয়। বরং এই টাকা নির্ভর করছে তাদেত চাকরির মেয়াদ এবং বেতনের উপরে।
কত ধরনের গ্র্যাচুইটি রয়েছে
সরকারি কর্মীরা মূলত দুই ধরনের গ্র্যাচুইটি পান – একটি হল অবসরকালীন গ্র্যাচুইটি এবং অন্যটি হল ডেথ গ্র্যাচুইটি।
অবসরকালীন গ্র্যাচুইটি
প্রতি ৬ মাস কাজ করার জন্য এই অবসরকালীন গ্র্যাচুইটির জন্য মূল বেতনের এক চতুর্থাংশ ও মহার্ঘভাতা একত্রে সঞ্চিত হয়। বেতনের ১৬ গুণ টাকা বা এক লপ্তে ২৫ লক্ষ টাকা যেটি কম হবে, সেটি দেওয়া হবে সরকারি কর্মীদের। আর গ্র্যাচুইটি পাওয়ার জন্য কমপক্ষে ৫ বছর কাজ করতে হবে কর্মীকে।
মৃত্যুকালীন গ্র্যাচুইটি
চাকরি করাকালীন কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে দেওয়া হবে গ্র্যাচুইটি তবে কিছু নিয়ম মেনে। যেমন- ১ বছরের কম চাকরি করে থাকলে বেতনের দ্বিগুণ টাকা, ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত কাজ করলে বেতনের ৬ গুণ টাকা, ৫ থেকে ১১ বছর পর্যন্ত কাজের ক্ষেত্রে বেতনের ১২ গুণ, ১১ থেকে ২০ বছর পর্যন্ত কাজ করে থাকলে বেতনের ২০ গুণ এবং ২০ বছরের বেশি কাজ করে থাকলে কর্মীরা প্রতি ৬ মাস কাজের জন্য বেতনের অর্ধেক হিসেবে গ্র্যাচুইটি পাবেন কাজের মেয়াদের উপরে।
ইউফায়েড পেনশন স্কিমের অধীনে গ্র্যাচুইটি মিলবে ?
কেন্দ্র সরকার আগামী ১ এপ্রিল ২০২৫ থেকে একটি নতুন পেনশন স্কিম ইউনিফায়েড পেনশন স্কিম চালু করতে চলেছে। এই স্কিমটি পুরনো পেনশন স্কিম ও ন্যাশনাল পেনশন স্কিমের সমস্ত বৈশিষ্ট্য একত্রিত করেছে। এই পেনশন প্রকল্পের অধীনে ন্যূনতম ১০ বছর কাজ করলে কর্মীরা ন্যূনতম ১০,০০০ টাকা পেনশন পাবেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
