Penny Stock: ৩১ টাকা থেকে নেমে এসেছে ২ টাকায় ! ৮৬ শতাংশ পতন, টাকা ডুবেছে এই স্টকে
SecUR Credentials Ltd Share: গত দুই বছর ধরেই ক্রমান্বয়ে পতন দেখা যাচ্ছিল এই স্টকে। আর এখন এই স্টকে বিনিয়োগকারীদের সম্পদের পরিমাণ ৮৬.৯৫ শতাংশ কমেছে।

Stock Market: স্টক মার্কেটের অবস্থা গত কয়েক মাস ধরে বেশ খারাপ। পরপর পতন এসেছে বাজারে। বেশিরভাগ মানুষের পোর্টফোলিওই লাল সঙ্কেতে রয়েছে। লোকসান বিনিয়োগকারীদের। গত শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং দিনেও বিরাট পতন এসেছে বাজারে। ১৪ ফেব্রুয়ারি বম্বে স্টক এক্সচেঞ্জের (Penny Stock) সূচক সেনসেক্স ১৯৯.৭৬ পয়েন্ট (Stock Market) কমে বন্ধ হয় ৭৫,৯৩৯-এর স্তরে। অন্যদিকে নিফটি সূচক ১০২.১৫ পয়েন্ট কমে বন্ধ হয়েছে ২২,৯২৯-এর স্তরে।
আর এই পরিস্থিতিতে এমন একটি স্টক রয়েছে যা বিনিয়োগকারীদের এক অর্থে পথে বসিয়েছে। গত দুই বছর ধরেই ক্রমান্বয়ে পতন দেখা যাচ্ছিল এই স্টকে। আর এখন এই স্টকে বিনিয়োগকারীদের সম্পদের পরিমাণ ৮৬.৯৫ শতাংশ কমেছে।
কোন স্টকে এত পতন এসেছে
এটি আদপে একটি পেনিস্টকের ক্যাটাগরিতে পড়ে। সংস্থার নাম সিকিওর ক্রিডেনশিয়াল লিমিটেড (SecUR Credentials LTD)। এই সংস্থার শেয়ারের দাম ছিল এক সময় ৩১.৬৫ টাকা আর আজকের দিনে দাঁড়িয়ে তা নেমে এসেছে ২.৪৭ টাকায়। বিগত ২ বছর ধরেই এই স্টকের দামে পতন দেখা যাচ্ছে।
২ বছরে এত পতন
সিকিওর ক্রিডেনশিয়ালস লিমিটেড সংস্থার একটি শেয়ারের দাম ২০২৩ সালের জানুয়ারি মাসে ছিল ৩১.৬৫ টাকা আর ২ বছর পরে ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে এই শেয়ারের দাম রয়েছে ২ টাকা ৪৭ পয়সা। ৮৬ শতাংশেরও বেশি পতন এসেছে এই পেনিস্টকে। টাকা ডুবেছে বিনিয়োগকারীদের।
কী কাজ করে সংস্থা
সিকিওর ক্রিডেনশিয়ালস লিমিটেড সংস্থা ভারতে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন এবং রিস্ক মিটিগেশনের ক্ষেত্রে কাজ করে। এটাই এই সংস্থার ব্যবসা। যদি কোনো সংস্থা কোনো ব্যক্তিকে নিয়োগ করে তাহলে সেই প্রার্থীর সম্পর্কে সমস্ত পূর্বতন তথ্য সংগ্রহ করে দেয় এই সংস্থা। তাদের আগের চাকরি, শিক্ষা, কোনো অপরাধমূলক রেকর্ড আছে কিনা, ঠিকানা, রেফারেন্স যাচাই করে নেয়। তাছাড়া কোনো অংশীদারের সঙ্গে ব্যবসা করতে হলে সেই অংশীদারের পুঙ্খানুপুঙ্খ তথ্য যাচাই করে দেয় এই সংস্থা।
স্টকের ফান্ডামেন্টাল কেমন
এই সংস্থার ফান্ডামেন্টাল নিয়ে দেখতে গেলে এর বাজার মূলধন রয়েছে ১০.১ কোটি টাকা। স্টকের পিই ২.১১ এবং আরওসিই রয়েছে ২.১২ শতাংশ। এর আরওই রয়েছে ১৮.৮ শতাংশ আর বুক ভ্যালু রয়েছে ১২ টাকা। এই শেয়ারের ফেসভ্যালু ধার্য করা হয়েছে ১০ টাকা। ৫২ সপ্তাহের সর্বকালীন স্তর রয়েছে ২৩.৭ টাকা আর সর্বকালীন নিম্ন স্তর রয়েছে ২.৪৭ টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Dividend Stocks: আগামী সপ্তাহে বাড়তি মুনাফার সুযোগ ! এই স্টকগুলি কেনা থাকলে ভরবে পকেট






















