Hyundai Tucson 2022: ১৩ জুলাই ভারতে হুন্ডাই টুসোর লঞ্চ, গাড়িতে পাবেন এই বৈশিষ্ট্য
Hyundai Cars: বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে আগেই। এবার দেশের গাড়ি বাজারে আসতে চলেছে হুন্ডাইয়ের এসইউভি টুসো
Hyundai Cars: বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে আগেই। এবার দেশের গাড়ি বাজারে আসতে চলেছে হুন্ডাইয়ের এসইউভি টুসো (Hyundai Tucson 2022)। নতুন প্রজন্মের এই প্রিমিয়াম এসইউভি ঘিরে কৌতূহলের শেষ নেই ক্রেতাদের মনে। আগামী ১৩ জুলাই পর্দা সরানো হবে এই মডেল থেকে।
Hyundai Tucson 2022: কাদের সঙ্গে হবে প্রতিযোগিতা ?
অগাস্টের মধ্যেই রাস্তায় দেখা যেতে পারে এই গাড়ি। অটো সাইটগুলির মতে, এই মাঝারি আকারের প্রিমিয়াম এসইউভি সিট্রন সি 5 এয়ারক্রস ও জিপ কম্পাসের সঙ্গে প্রতিযোগিতায় নামবে।
Hyundai Cars: বর্তমান মডেলের থেকে কতটা আলাদা নতুন মডেল ?
আসন্ন হুন্ডাই এসইউভি হুন্ডাই টুসো ২০২২ বর্তমান মডেলের তুলনায় অনেক বেশি আপডেট পাবে। এছাড়াও এটি কোম্পানির ইন্ডিয়া লাইন-আপে ফ্ল্যাগশিপ এসইউভি হবে। ডিজাইনের দিকে তাকালে এখন এই সামনের গ্রিল সব মডেলেই ব্যবহার করছে কোম্পানি। হুন্ডাইয়ের নতুন গাড়িগুলির স্পোর্টি ডিজাইনের ভাষা এই মডেলে দেখা যাবে। এতে অল-এলইডি হেডল্যাম্প-সহ একটি নতুন প্যারামেট্রিক গ্রিল থাকতে পারে। পাশাপাশি এতে নিচে থাকবে ফগ লাইট।
Hyundai Tucson 2022: এই বৈশিষ্ট্য থাকবে গাড়িতে
হুন্ডাই টুসোতে স্পোর্টি ডিজাইনের বডি লাইন, বিশাল মেশিন-কাট অ্যালয় হুইল ও রুফলাইন চোখে পড়বে। গাড়িতে অল-এলইডি টেইল্যাম্প ছাড়াও ইন্টিগ্রেটেড স্পয়লার ও পিছনে কানেক্টিং বার রয়েছে। এটি ভিতর থেকে হুন্ডাই টুসোর আন্তর্জাতিক মডেলের মতে দেখতে হবে। এই এসইউভি নতুন ফিচারে সমৃদ্ধ হবে।
Hyundai Cars:কী ইঞ্জিন গাড়িতে ?
হুন্ডাই টুসোয় বিশ্বব্যাপী দুটি পেট্রল, একটি হাইব্রিড ও একটি অয়েল-বার্নার ইঞ্জিন সরবরাহ করা হয়। ইন্ডিয়া-স্পেক মডেলটিতে 2.0-লিটার পেট্রল ইঞ্জিনের পাশাপাশি 6-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন থাকবে। এটি ছাড়াও একটি 2.0-লিটার ডিজেল ইঞ্জিন 8-স্পিড টর্ক-কনভার্টার পাবে এই গাড়ি।