PhonePe Processing Fee: ৫০ টাকার বেশি মোবাইল রিচার্জে এবার থেকে প্রোসেসিং ফি চালু করল ফোনপে
৫০ টাকার বেশি মোবাইল চার্জের ক্ষেত্রে ১ থেকে ২ টাকার প্রোসেসিং ফি নিতে শুরু করেছে ফোনপে। ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত রিজার্জের ক্ষেত্রে ফোনপে ১ টাকা চার্জ করছে।
নয়াদিল্লি: এবার থেকে ফোনপে ব্যবহারের ক্ষেত্রেও দিতে হবে চার্জ। ওয়ালমার্টের মালিকানাধীন কোম্পানি এবার ইউপিআই সহ বিশেষ কিছু লেনদেনের ক্ষেত্রে ট্রানজাকশন ফি নেওয়া শুরু করেছে। গত সেপ্টম্বরে কোম্পানি এই প্ল্যাটফর্মে ইউপিআই লেনদেনের পরিমাণ ছিল ১৬৫ কোটি টাকার বেশি।
প্রথম ডিজিটাল পেমেন্ট অ্যাপ হিসেবে ইউপিআই ভিত্তিক লেনদেনে চার্জ নেওয়া শুরু করল কোম্পানি। এই পরিষেবা অবশ্য প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলি এখনও পর্যন্ত নিখরচাতেই দিয়ে আসছে। ৫০ টাকার বেশি মোবাইল চার্জের ক্ষেত্রে ১ থেকে ২ টাকার প্রোসেসিং ফি নিতে শুরু করেছে ফোনপে। ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত রিজার্জের ক্ষেত্রে ফোনপে ১ টাকা চার্জ করছে। ১০০ টাকার বেশি রিচার্জের ক্ষেত্রে এই চার্জ ২ টাকা।
Honda Rebel 500: রয়্যাল এনফিল্ডের সঙ্গে হবে টক্কর, ভারতে নতুন ক্রুজার বাইক আনছে হোন্ডা
ফোনপে এক বিবৃতিতে বলেছে, আমারা রিচার্জের ক্ষেত্রে খুবই স্বল্পমাত্রার পরীক্ষা চালাচ্ছি। এখানে খুব কম ইউজার মোবাইল রিচার্জের জন্য ফি দিচ্ছেন। ৫০ টাকার কম রিচার্জের ক্ষেত্রে কোনও ফি নেই। ৫০ থেকে ১০০ টাকার রিচার্জের ক্ষেত্রে এই চার্জ ১ টাকা। ১০০ টাকার বেশি হলে চার্জ ২ টাকা। পরীক্ষানিরীক্ষার এই ক্ষেত্রে বেশিরভাগ ইউজারকেই চার্জ দিতে হচ্ছে না, বা দিলে হলে তা হচ্ছে ১ টাকা।
SBI Customer Alert: এই বলে ফাঁদে ফেলছে প্রতারকরা, সতর্ক করল স্টেট ব্যাঙ্ক
একইভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্টের ক্ষেত্রে ফোনপে প্রোসেসিং ফি ধার্য করবে। এক্ষেত্রে অন্যান্য পেমেন্ট অ্যাপগুলি নিয়ে থাকে সেভাবেই তা করা হবে। পেটিএম, গুগল পে-র মতো ভারতে অন্যতম বহুল ব্যবহৃত পেমেন্ট অ্যাপ।
এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, পেমেন্ট প্ল্যাটফর্মে তাদের কোম্পানিই প্রথম ফি চার্জ করছে, এমন নয়। ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় প্রোসেসিং ফি ধার্য করা হয়েছে।
ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) সম্প্রতি ইউপিআইয়ের মার্কেট শেয়ারে সীমা বেঁধে দিয়েছে।