Twitter Deal: ট্যুইটারের সঙ্গে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল ! আইনের ফাঁসে ইলন মাস্ক ?
Elon Musk : ট্যুইটার অধিগ্রহণের পথে পা বাড়িয়ে পিছিয়ে এলেন টেসলার কর্ণধার ইলন মাস্ক (Elon Musk)। মাইক্রো ব্লগিং সাইটের সঙ্গে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করেছেন এই ধনকুবের।
Elon Musk on Twitter Deal: হাত মিলিয়েও হাত ছাড়লেন। ট্যুইটার অধিগ্রহণের পথে পা বাড়িয়ে পিছিয়ে এলেন টেসলার কর্ণধার ইলন মাস্ক (Elon Musk)। মাইক্রো ব্লগিং সাইটের সঙ্গে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করেছেন এই ধনকুবের। এমনই খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে টেকবিশ্বে।
Twitter Deal: ট্যুইটারের শেয়ারে মারাত্মক ধস
এই খবর সামনে আসতেই শুক্রবার ট্যুইটারের শেয়ারে মারাত্মক ধস দেখা গিয়েছে। মাইক্রো ব্লগিং সাইটের শেয়ার নেমে গিয়েছে সাত শতাংশ। মনে করা হচ্ছে, সোমবার ভারতীয় বাজারেও টেক কোম্পানিগুলিতে ট্যুইটারের এই শেয়ার ধসের প্রভাব পড়বে। সেই ক্ষেত্রে সবথেকে বড় ঝটকা লাগবে আইটি ইনডেক্সে। ইতিমধ্যেই সেই নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে বাজার বিশেষজ্ঞদের মধ্যে।
Elon Musk on Twitter Deal: কী কারণে সরে এলেন মাস্ক ?
ট্যুইটারের সঙ্গে চুক্তি নিয়ে প্রথম থেকেই একরোখা মনোভাব নিয়েছিলেন মাস্ক। কোম্পানির ম্যানেজমেন্ট নিয়ে ট্যুইটার বোর্ডের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এখানেই শেষ নয়। মাইক্রো ব্লগিং সাইটের ভুয়ো অ্যাকাউন্টের পুরো হিসেব জানতে চেয়েছিলেন এই ধনকুবের। যদিও কোম্পানির তরফ থেকে বলা হয়, মাস্ক যা ভাবছেন তেমনটা নয়। ট্যুইটারে বিপুল পরিমাণ ভুয়ো অ্যাকাউন্ট নেই। যদিও কোম্পানির এই বক্তব্য শুনে উল্টে ব্যঙ্গ করতে ছাড়েননি টেসলার প্রধান। শোনা যাচ্ছে, সেই কারণেই ট্যুইটারের সঙ্গে চুক্তি বাতিলের পথে হেঁটেছেন মাস্ক।
Twitter Deal: মাস্কের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ?
চুক্তি করেও ডিল বাতিল করায় এবার ইলন মাস্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে ট্যুইটার। কোম্পানির চোয়রম্যান ব্রেট টেইর জানিয়েছেন, চুক্তি অনুযায়ী কাজ করতে আইনি পথে হাঁটবে ট্যুইটার। মাস্কের সঙ্গে যে টাকায় চুক্তি হয়েছিল তা সম্পন্ন করবে বোর্ড। সেই বিষয়ে চ্যানসেরির কোর্টে আবেদন জানানো হবে। ট্যুইটারের সঙ্গে মাস্কের এই চুক্তির সূত্রপাত এপ্রিলে। যেখানে ট্যুইটারের বিপুল পরিমাণ শেয়ার কেনেন ইলন। ট্যুইটারের প্রতি শেয়ার ৫৪.২০ ডলারে কেনেন এই ধনকুবের। রাতারাতি বেড়ে যায় ট্যুইটারের শেয়ার প্রাইস। বিপুল পরিমাণ শেয়ার কেনায় মাস্ককে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসের পদ প্রস্তাব করে ট্যুইটার। যদিও সেই পথে না হেঁটে পাল্টা ট্যুইটার কেনার চুক্তি করেন টেসলার প্রধান। এখন সেই চুক্তি বিশ বাঁও জলে।
আরও পড়ুন : TVS Ronin: জেপলিনের পরিবর্তে রনিন নিয়ে এল টিভিএস, কেমন দেখতে বাইক ?