Budget 2023-'24: ২.৫ থেকে ৫ লক্ষ, বাড়তে চলেছে করছাড়ের ঊর্ধ্বসীমা! বাজেটের আগে তুঙ্গে জল্পনা
Union Budget 2023: বর্তমানে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যায়। তা বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
নয়াদিল্লি: নতুন বছরে কেন্দ্রীয় বাজেটে এখনও মাসখানেক সময় রয়েছে (Union Budget 2023)। তবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। লুটিয়েন্স দিল্লির অন্দরে বাজেটের সম্ভাব্য বরাদ্দ জানতে আনাগোনাও শুরু হয়েছে। তাতেই আগামী অর্থবর্ষের বাজেটে আয়করে বড় ধরনের ছাড় দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে (Budget 2023-'24)।
আগামী অর্থবর্ষের বাজেটে আয়করে বড় ধরনের ছাড় দেওয়া হতে পারে
বর্তমানে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যায় (Tax Exemption Limit)। তা বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ ৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও রকম কর দিতে হবে না সাধারণ মানুষকে। তবে গোটা বিষয়টিই আলোচনার স্তরে রয়েছে। বাজেটেই এ নিয়ে সরকারের তরফে চূড়ান্ত ঘোষণা হবে বলে দিল্লির একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস।
বর্তমানে বার্ষিক আয় ২.৫ লক্ষ হলে তা আয়করের আওতায় পড়ে না। তবে ৫ লক্ষ পর্যন্ত আয়ও আক্ষরিক অর্থে করমুক্তই। কারণ ২০২৩ সালে প্রস্তাবিত আয়কর আইনের ৮৭-এ অনুচ্ছেদ অনুযায়ী, ৫ লক্ষ টাকা আয়ে মেসে রেয়াত। অর্থাৎ কোনও ব্যক্তির আয় যদি বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত হয়, আয়কর রিটার্ন জমা দিয়ে ১২ হাজার ৫০০ পর্যন্ত রেয়াত মেলে। এ ক্ষেত্রে বিনিয়োগ, স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাড়িভাড়া, গৃহঋণের সুদ-সহ সব ছাড় মিলিয়ে যদি করযোগ্য আয় ৫ লক্ষ টাকার কম হয়, তাহলে কোনও কর দিতে হবে না।
আরও পড়ুন: S Jaishankar: রাশিয়া থেকে তেল কিনে মোটেও যুদ্ধের ফয়দা লুঠছে না ভারত, ইউরোপকে কড়া জবাব জয়শঙ্করের
কিন্তু সব ছাড় বাদ দিয়ে যদি করযোগ্য আয় ৫ লক্ষ ১ হাজার টাকা হয়, সে ক্ষেত্রে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ধরা হবে আগের সেই ২.৫ লক্ষ টাকাই। অর্থাৎ বাকি ২ লক্ষ ৫১ হাজার টাকার উপরই আয়কর দিতে হবে। তাই যদি আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়, তাহলে শুধুমাত্র ১০০০ টাকার উপর কর দিতে হবে।
বিগত কয়েক বছর ধরেই অর্থনৈতিক সঙ্কটের মেঘ যেমন ঘনিয়ে আসছিল, তেমনই অতিমারি শাঁখের করাত হয়ে নেমে আসে। তাতে কেনাকাটা কমে গিয়েছিল একধাক্কায় অনেকটাই। অর্থনৈতিক সঙ্কট থেকে বেরিয়ে আসতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা থাকা প্রয়োজন। তাই করছাড়ের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা পর্যন্ত হলে মানুষ হাত খুলে খরচে আগ্রহী হবেন বলে আশাবাদী অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
আগামী ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে ২০২৩-’২৪ অর্থবর্ষের বাজট পেশ করতে চলেছেন। বর্তমানে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হয় না। ৬০-৮০ বছর বয়সিরা ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করছাড় পান। ৮০ ঊর্ধ্বরা করছাড়া পান ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে। তাই করছাড়ের ঊর্ধ্বসীমা বাড়লে সাধারণের হাতে খরচের চাকা বাড়বে বলে মনে করা হচ্ছে।
১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে ২০২৩-’২৪ অর্থবর্ষের বাজট পেশ করতে চলেছেন
প্রতি বছর বাজেটে আয়কর ছাড়ের সীমা বেঁধে দেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু ২০২২-’২৩ অর্থবর্ষে কোনও পরিবর্তন ঘটায়নি কেন্দ্র। ফলে আগের নিয়মেই কর দিয়ে আসছিলেন সাধারণ মানুষ। তবে এর আগে, ২০১৯-’২০ অর্থবর্ষে করের চারটি ধাপই ছিল শুধু। আয়কর আইনের ৮০-সি, ৮০-ডি অনুচ্ছেদ ব্যবহার করে বাড়িভাড়া-সহ বিভিন্ন খাতে ছাড়ের জন্য আবেদন করা যেত। ২০২০-’২১ অর্থবর্ষে নতুন কর পদ্ধতি আনা হয়। তার আওতায় সাতটি ধাপ রয়েছে।