Budget 2024: স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে বাড়বে কর ছাড়ের সুযোগ ! কী বদল আসবে বাজেটে ?
Health Insurance: আয়কর আইনের ৮০ডি ধারা অনুসারে একজন ব্যক্তি তাঁর স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকার ছাড় পেতে পারেন আয়করে। আর প্রবীণ নাগরিকদের জন্য কর ছাড়ের সীমা ৫০ হাজার পর্যন্ত।
Health Insurance: এই মাসেই ২৩ জুলাই ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করবেন ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট। দিন ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার। আগামী ২২ জুলাই থেকে লোকসভার বাদল অধিবেশনও শুরু হবে, আর তাঁর পরের দিনেই করা হবে বাজেট পেশ (Union Budget 2024)। আর বাজেটের দিন যত এগিয়ে আসছে, তত এই বাজেট নিয়ে আশা আকাঙ্ক্ষার পারদ চড়ছে ক্রমশ। কী কী বিষয় বদলাবে বাজেটে, তা নিয়ে বহু সংস্থা ও সাধারণ মানুষ চিন্তা-ভাবনা করছে। তবে এবারের বাজেটে সমস্ত আশা-আকাঙ্ক্ষার মধ্যে অন্যতম স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে (Health Insurance Premium) কর ছাড়ের সুযোগ আরও বাড়ানো। বিভিন্ন বিমা সংস্থা এই দাবি করেছে বলে জানা গিয়েছে।
এখন কত কর ছাড় মেলে
মোদি সরকারের কাছ থেকে দেশের বিমা সংস্থাগুলি দাবি জানিয়েছে যাতে সরকার এবার থেকে স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে আরও কর ছাড়ের সুবিধে দেয়। আয়কর আইনের ৮০ডি ধারা অনুসারে একজন ব্যক্তি তাঁর স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকার ছাড় পেতে পারেন আয়করে। আর প্রবীণ নাগরিকদের জন্য এখন এই কর ছাড়ের সীমা রয়েছে ৫০ হাজার টাকা পর্যন্ত।
এই কর ছাড়ের সীমা বাড়ানোর দাবি
একটি প্রতিবেদন অনুসারে, বিমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা আয়কর আইনের ৮০ডি ধারা অনুসারে স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে যাতে একজন ২৫ হাজারের বদলে ৫০ হাজার টাকার ছাড় পান, তাঁর প্রস্তাব রেখেছেন। মূলত ৬০ বছরের কম বয়সীদের জন্য এই দাবি রেখেছেন বিশেষজ্ঞরা। আর অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য ৫০ হাজারের বদলে কর ছাড়ের সীমা হওয়া উচিত ৭৫ হাজার টাকা, এমনটাই প্রস্তাব রেখেছেন তারা। এই কর ছাড়ের সীমা বাড়ানোর কারণে প্রবীণ নাগরিকরা অনেক সুবিধে পাবেন। স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের যে খরচ বেড়েছে, তা পুষিয়ে যাবে।
কীভাবে স্বাস্থ্যবিমায় কর ছাড় পাবেন
আয়কর আইনের ৮০ডি ধারার অধীনে স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের জন্য আপনি যে টাকাটা দেন, তা কর গণনার সময় আপনার মোট আয় থেকে বাদ দিয়ে ধরা হয়। এর ফলে আপনার করযোগ্য আয় কমে আসে। ধরা যাক, আপনার আয় যদি বছরে ৮ লাখ টাকা হয়, আর আপনি যদি স্বাস্থ্যবিমার প্রিমিয়াম দেন ২০ হাজার টাকার, তাহলে আপনার করযোগ্য আয় ধরা হবে ৭.৮০ লক্ষ টাকা। তবে একইসঙ্গে এই ৮০ডির অধীনে কর ছাড়ের সুযোগ শুধু পুরনো আয়কর আইনেই রয়েছে, নতুন আয়কর আইনে তা রাখার দাবিও জানানো হয়েছে।
জিএসটি কমানো দাবি
সংবাদসূত্রের খবর, বিমা সংস্থা নয় এমন সংস্থাগুলি বিমা সংক্রান্ত পণ্যের উপর জিএসটি ৫ শতাংশ কমিয়ে আনার দাবি জানিয়েছে। এখন এই বিমার প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ হারে জিএসটি দিতে হয়, আর এই জিএসটি কমানোর ফলে সাধারণ মানুষের কাছে অনেক সহজলভ্য হবে স্বাস্থ্যবিমা। এর ফলে স্বাস্থ্যবিমার নেওয়ার প্রয়োজনীয়তা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে।
আরও পড়ুন: RBI Penalty: ১.৩১ কোটির জরিমানা এই ব্যাঙ্ককে, কড়া নির্দেশ দিল RBI