Sensex: শেষ দিনে ১০২ গুণেরও বেশি সাবস্ক্রিপশন এই আইপিওতে, বিপুল লাভের আশা
Utkarsh Small Finance Bank: বিনিয়োগকারীদের লাভের আশা আরও বাড়ল। শেষ দিনে ১০২ গুণেরও বেশি সাবস্ক্রিপশন হয়েছে Utkarsh Small Finance Bank IPO-র।
Utkarsh Small Finance Bank: বিনিয়োগকারীদের লাভের আশা আরও বাড়ল। শেষ দিনে ১০২ গুণেরও বেশি সাবস্ক্রিপশন হয়েছে Utkarsh Small Finance Bank IPO-র। বাজার ওপরেরে দিকে থাকলে লিস্টিংয়ের দিনেই তাই ভাল লাভ পেতে পারেন বিনিয়োগকারীরা।
Nifty: কী বলছে সংখ্যাতত্ত্ব
শেষ দিন পর্যন্ত এই আইপিওর জন্য বিনিয়োগকারীরা ১০১.৯১ বার বিড করেছেন। লক্ষণীয় বিষয় হল, কোম্পানির শেয়ার ২৪ জুলাই বাজারে তালিকাভুক্ত হতে পারে। গত ১২ থেকে ১৪ জুলাই এই আইপিও খুচরো বিনিয়োগকারীদের জন্য খোলা ছিল।
IPO: এই বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছিল
এই আইপিও সব শ্রেণির বিনিয়োগকারীদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। তবে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (কিউআইবি) । এই বিনিয়োগকারীরা তাদের কোটার ১২৫.৮৫ গুণ পর্যন্ত আইপিও সাবস্ক্রাইব করেছে। একই সময়ে, অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী (এনআইআই) মাত্র ৮১.৬৪ শতাংশ সাবস্ক্রিপশন পেয়েছে।
Utkarsh Small Finance Bank: সেখানে খুচরো বিনিয়োগকারীরা মোট ৭২.১১ বার ও কোম্পানির কর্মচারীরা কোটা ১৬.৫৮ বার পর্যন্ত আইপিও সাবস্ক্রাইব করেছে। এই কোম্পানিটি আইপিওর মাধ্যমে মোট ১২.০৫ কোটি শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছিল, যার উপর এটি ১,২২৮.৪৭ কোটি শেয়ারের বিড পেয়েছে। কোম্পানি QIB এর জন্য ৭৫ শতাংশ, কর্মচারীদের জন্য ১ শতাংশ ও খুচরো বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ সংরক্ষিত করেছে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে।
Share Market: কত টাকার টার্গেট আছে?
Utkarsh Small Finance Bank এই আইপিওর মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নিয়েছিল। এই আইপিওর মাধ্যমে নতুন সব শেয়ার ইস্যু করা হয়েছে। অফার ফর সেলের মাধ্যমে এই আইপিওতে একটি শেয়ারও ইস্যু করা হয়নি। এসব শেয়ারের প্রাইস ব্যান্ড রাখা হয়েছে প্রতি শেয়ার ২৩ থেকে ২৫ টাকা। কোম্পানিটি আইপিওর মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে ব্যাঙ্কের নগদ চাহিদা পূরণ করবে।
শুক্রবার শেয়ার বাজারে নজরকাড়া আত্মপ্রকাশ করেছে অলঙ্কার প্রস্তুতকারী সংস্থা সেনকো গোল্ড (Senco Gold)। ৩১৭ টাকা ইস্যু-মূল্যের প্রতি শেয়ার এখন দাঁড়িয়ে ৪০৪ টাকা ৯৫ পয়সায় (BSE)। অন্যদিকে, NSE-তে আজ ৪৩০ টাকা থেকে শুরু করে বাজার বন্ধের সময় প্রতি শেয়ার চারশো দু'টাকা সত্তর পয়সায় থেমেছে সেনকো। প্রায় সাতাশ শতাংশ লাফ। সর্বমোট শেয়ারের পরিমাণ হিসেব ধরলে, BSE-তে সারাদিনে শেয়ার কেনাবেচার পরিমাণ, এগারো দশমিক শূন্য আট লাখ। NSE-তে এই পরিমাণ, এক কোটি একান্ন লাখের কিছু বেশি।