World Richest Beggar: বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি ! মাসে রোজগার ৬০ থেকে ৭৫ হাজার টাকা, ৭ কোটি টাকার বেশি সম্পদ
Richest Beggar: ভিক্ষে করে মাসে রোজগার ৬০ থেকে ৭৫ হাজার টাকা। মুম্বইয়ের মতো জায়গায় কিনেছেন কোটি টাকার দুই কামরার ফ্ল্যাট। ইনি বিশ্বের সবথেকে ধনী ভিখারি।
Richest Beggar: ভিক্ষে করে মাসে রোজগার ৬০ থেকে ৭৫ হাজার টাকা। মুম্বইয়ের মতো জায়গায় কিনেছেন কোটি টাকার দুই কামরার ফ্ল্যাট। ইনি বিশ্বের সবথেকে ধনী ভিখারি(World Richest Beggar)। যার মোট সম্পদের পরিমাণ ৭ কোটি টাকার বেশি।
World Richest Beggar: ভিক্ষে করে কোটিপতি !
হাজারো ডিগ্রি নিয়ে দেশে বেকারত্বের জ্বালায় ভুগছে যুবপ্রজন্মের একাংশ। চাকরি পেলেও হাতে আসছে না মনের মতো বেতন। সেখানে পড়াশোনা না জেনেই কেবল ভিক্ষাবৃত্তি করে কোটিপতি হয়েছেন ভরত জৈন। মুম্বইয়ের এই ব্যক্তি ভিক্ষাবৃত্তিকেই করে নিয়েছেন পেশা।
Bharat Jain: বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি ছাড়াও এশিয়ার ধনকুবেরদের বিষয়ে আপনি অনেককিছু শুনেছেন। এই ধরনের ব্যক্তিরা আরবপতি হবেন সেটাই স্বাভাবিক। আপনি কি কখনও শুনেছেন, ভিক্ষুকের কোটি- কোটি টাকার সম্পত্তি? মুম্বইয়ের এই ভিখারি এই ক্ষেত্রে ব্যতিক্রম। বিশ্বের সবচেয়ে ধনী ভিখারির তালিকায় নাম উঠেছে তার। এক বা দুই কোটি টাকা নয়, ৭ কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে এই ব্যক্তির।
Richest Beggar: সাধারণত, ভিখারি শব্দটি প্রায়শই এমন লোকদের সঙ্গে যুক্ত হয়, যারা অর্থ সঙ্কট, খাদ্য সঙ্কটে ভোগে। ছেঁড়া ময়লা জামা, এলোমেলো চুলের রাস্তার পাশে আমরা এদের আমরা দেখতে পাই। এরা সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণির মধ্যে পড়ে। ভিক্ষা করেই দিন গুজরান করতে হয় এই ব্যক্তিদের। তবে জানলে অবাক হবেন, ভিক্ষাবৃত্তিকে পেশা করে এদের মধ্যে কেউ কেউ কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছে।
World Richest Beggar: বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক কে ?
জানলে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুকের বাস ভারতে। মুম্বইতে থাকেন কোটিপতি ভিখারি ভরত জৈন। নিউজ রিপোর্ট অনুযায়ী, বিশ্বে ভারত জৈনকে সবচেয়ে ধনী ভিক্ষুক হিসেবে চিহ্নিত করা হয়েছে। মুম্বইয়ের রাস্তায় ভিক্ষা করতে দেখা যায় ভারতকে। আর্থিক অনটনের কারণে তার লেখাপড়া হয়নি। স্ত্রী, দুই ছেলে, ভাই ও বাবা রয়েছেন ভরতের।
Richest Beggar: প্রতি মাসে ৬০ হাজারের বেশি আয় করেন ভরত জৈন
প্রথম দিকে আর্থিক সমস্যার মধ্যেও সন্তানদের লেখাপড়া করিয়েছেন জৈন। কনভেন্টে পড়েছে তার সন্তানরা। মুম্বইয়ে ভরত জৈনের মোট সম্পদ রয়েছে ৭.৫ কোটি টাকা বা ১ মিলিয়ন ডলার। শুধুমাত্র ভিক্ষা করেই মাসিক আয় ৬০ হাজার থেকে ৭৫ হাজার টাকা।
ভরত জৈনের কাছে ১.২ কোটি টাকার ফ্ল্যাট
ভারত জৈন মুম্বাইতে ১.২ কোটি টাকার একটি দুই বেডরুমের ফ্ল্যাটের মালিক। এখানেই শেষ নয়, থানেতে দুটি দোকান কিনেছেন তিনি। যেখান থেকে তিনি প্রতি মাসে ৩০ হাজার টাকা ভাড়া পান। ভরত জৈনকে প্রায়ই ছত্রপতি শিবাজি টার্মিনাস বা আজাদ ময়দানের মতো স্থানে ভিক্ষা করতে দেখা যায়। এত সম্পদ থাকা সত্ত্বেও মুম্বইয়ের রাস্তায় ভিক্ষুকের কাজ করেন জৈন। দিনে ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যে ২ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত রোজগার করেন তিনি।
World Richest Beggar: কোটিপতি হলেও ছাড়বেন না ভিক্ষাবৃত্তি
ব্যবসা থেকে আয় হওয়া সত্ত্বেও জৈন ও তার পরিবার পারেলের একটি 1BHK ডুপ্লেক্স আবাসনে থাকেন। তাদের সন্তানরা কনভেন্ট স্কুলে বড় হয়েছে। পরিবারের অন্যান্য সদস্যরা এখন একটি স্টেশনারি দোকান চালায়। যা পরিবারের আরও একটি আয়ের উৎস। রিপোর্ট বলছে, বহুবার পরিবারের সদস্যরা তাকে ভিক্ষে ছেড়ে অন্য় কাজের কথা বলেছে। যদিও সেই পথে হাঁটতে রাজি নন ভরত। এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, পথই তাকে কোটিপতি বানিয়েছে, তাই অন্য কাজের ঝুঁকি নিয়ে আর 'পথে বসতে' রাজি নন তিনি।