Yamaha X-Force: দুর্দান্ত মাইলেজ, শক্তিশালী ইঞ্জিন-সহ স্কুটার আনল ইয়ামাহা, জেনে নিন কী স্পেকস আছে গাড়িতে ?
Yamaha X-Force Features: Aerox 155-এর মতোই এবার জাপানের বাজারে নতুন স্কুটার আনল ইয়ামাহা। স্কুটারে প্রায় একই ধরনের স্পেকস ও ফিচার দিয়েছে কোম্পানি।
Yamaha X-Force Features: Aerox 155-এর মতোই এবার জাপানের বাজারে নতুন স্কুটার আনল ইয়ামাহা। স্কুটারে প্রায় একই ধরনের স্পেকস ও ফিচার দিয়েছে কোম্পানি। জেনে নিন, কী রয়েছে এই নতুন স্কুটারে।
Yamaha X-Force: কেমন দেখতে গাড়ি ?
বাইরের চেহারার দিক থেকে ইয়ামাহা এক্স-ফোর্সের সামনে একটি আগ্রাসী নকশা দেওয়া হয়েছে। সামনে স্কুটারে ফেসিয়া দুটি আলাদা দিয়েছে কোম্পানি। যাতে রয়েছে আলাদা LED হেডল্যাম্প। এই লাইটের উপরে একটি স্মোকড ভিসার রয়েছে, যা এটিকে স্পোর্টি লুক দেয়। এছাড়াও এতে উঁচু ফুটবোর্ড দিয়েছে কোম্পানি। এক্স-ফোর্স একটি সমতল ফুটবোর্ড পায় যা তার বড় লেগ রুমের কারণে আরও আরামদায়ক অনুভূতি দেবে চালককে।
Yamaha X-Force:ইয়ামাহা এক্স-ফোর্সের বৈশিষ্ট্য
স্কুটারটির কেন্দ্রে একই Aerox-sourced 155cc লিকুইড কুল সিঙ্গল-সিলিন্ডার মোটর রয়েছে। যা VVA (ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন) প্রযুক্তি পায়। ভারতীয় বাজারে বিক্রি হওয়া YZF-R15 V4 একই ইঞ্জিন পায়। স্কুটারটি এলইডি লাইট, ইউএসবি চার্জিং সকেট, এলসিডি ডিসপ্লে সহ কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য নিয়ে আসে। যা ব্লুটুথ সংযোগের মাধ্যমে কল ও এসএমএসের বিজ্ঞপ্তি দেখায়। মজার বিষয় হল, এটি টিসিএস (ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম) এর সাথেও পাওয়া যায়, যা যাত্রাপথকে আরও সুরক্ষিত ও নিরাপদ করে তোলে।
Yamaha X-Force: হার্ডওয়্যার কিটে কী বিশেষ আছে ?
স্কুটারটি প্রচলিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও ডুয়াল রেয়ার শক নিয়ে আসে। ব্রেকিংয়ের জন্য স্কুটারটি 267mm ফ্রন্ট ডিস্ক ও 230mm রেয়ার ইউনিট ডুয়াল-চ্যানেল ABS সেফটি কিট ব্যবহার করে। এই স্কুটারে আরও বড় 13 ইঞ্চি চাকা রয়েছে। যার সামনে 120/70 ও পিছনে 130/70 টায়ার পাবেন।
Yamaha X-Force: ইয়ামাহা এক্স-ফোর্স মূল্য
X-Force জাপানে JPY 3,96,000 (আনুমানিক 2.30 লক্ষ টাকা) মূল্যে চালু করা হয়েছে। এটি ভারতে চালু হওয়ার সম্ভাবনা নেই, কারণ কোম্পানি ইতিমধ্যে এখানে অ্যারক্স 155 বিক্রি করছে। আর দুই স্কুটারের স্পেকস ও ফিচার প্রায় এক।