Kolkata Crime: বাড়ির সামনে মাদকের আসর, প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ, গ্রেফতার ৩
Kolkata Crime News: ফের দুষ্কৃতী রাজের অভিযোগ। অভিযোগ উঠল এমন একটা জায়গায়, যা শহর কলকাতার অন্যতম সুরক্ষিত এলাকার তালিকায় পড়ে। কারণ, কালীঘাট থানা এলাকার শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে এই ঘটনা ঘটেছে।
আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা: বাড়ির সামনে মাদকের আসর, প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে (Kolkata Crime News)।
ফের দুষ্কৃতী রাজের অভিযোগ। এবং অভিযোগ উঠল এমন একটা জায়গায়, যা শহর কলকাতার অন্যতম সুরক্ষিত এলাকার তালিকায় পড়ে। কারণ, মঙ্গলবার কালীঘাট থানা এলাকার শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে এই ঘটনা ঘটেছে। কালীঘাট থানা এলাকাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এরকমই হাই প্রোফাইল এলাকায় দুষ্কৃতীদের দাপটের অভিযোগ ঘিরে তোলপাড়।
অভিযোগ, মাদকের আসরের প্রতিবাদ করায় বাড়ি মালিকের ছেলের মাথা হাতুড়ি দিয়ে মেরে ফাটিয়ে দেওয়া হয়। গৃহকর্ত্রীর অপারেশনের জায়গায় আঘাতেরও অভিযোগ উঠেছে। ১০-১২ জন দুষ্কৃতীর নামে অভিযোগ দায়ের হলেও, এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আতঙ্কে কালীঘাটের বাড়ি ভাড়া দিয়ে সল্ট লেকে আরেকটি বাড়িতে থাকছে প্রতিবাদী পরিবার। পুলিশ সূত্রে খবর, অভিযোগ-পাল্টা অভিযোগ হয়েছে। অভিযোগকারী পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে পুলিশ।
বাড়ির সামনে নেশার আসর বসানোর প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে প্রতিবাদীকে বেধড়ক মারধর করা হল। অভিযোগ, মারধর করা হয়েছে তাঁর অসুস্থ মাকেও। অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আতঙ্কে কালীঘাটের বাড়ি ছেলে সল্ট লেকে চলে গেছে প্রতিবাদীর পরিবার।
কলকাতায় ফের বেপরোয়া দুষ্কৃতীরাজ! সিসি ক্যামেরায় ধরা পড়েছে, অভিযোগকারীর বাড়িতে হামলা করা হয়। বাড়ির সামনে মাদকের আসর বসানোর প্রতিবাদ করায় এই হামলা বলে অভিযোগ করা হয়েছে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে, বাড়িতে দুষ্কৃতীদের দৌরাত্ম্য চলছে।
মারধরর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, বাড়িতে ঢুকে মারধর করা হয়। শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাসিন্দা, এই প্রতিবাদী যুবকের অভিযোগ, মঙ্গলবার রাতে, বাড়ির সামনে মাদকের নেশার আসর বসিয়েছিল কয়েকজন যুবক। প্রতিবাদ করায় তাঁর ওপর হামলা চালানো হয়। ওই যুবকের কথায়, 'বাড়ির সামনে নেশা করছিল। আমি বলতে বাড়িতে চড়াও হয়। হাতুড়ি দিয়ে মেরে ফাটিয়ে দিয়েছে মাথা।'
কিছুদিন আগে প্রতিবাদী যুবকের মায়ের অপারেশন হয়েছে। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগকারীর মা বলছেন, 'আমাকেও মারধর করেছে।' অভিযোগকারীর বোনের কথায়, 'বাড়িতে এইভাবে ঢুকে তাণ্ডব চালাল ভাবতে পারছি না।' পরিবারের তরফে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। তবে অভিযুক্তরাও অভিযোগকারী পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে। এই ঘটনার পর থেকে, প্রতিবাদী যুবকের পরিবার এতটাই আতঙ্কে, যে তারা শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাড়ি ছেড়ে, সল্ট লেকের বাড়িতে রয়েছেন।
আরও পড়ুন: সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন? জল্পনার মাঝে কী বললেন সৌরভ?