Murshidabad News: মুর্শিদাবাদ মেডিক্যালে একদিনে ১০ শিশুর মৃত্যু, আজ রিপোর্ট পেশ
Child Death: প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাস্তায় আসার ধকল সামলাতে পারেনি ওই শিশুরা। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত শিশুদের অর্ধেকের জন্মের সময় ওজন অত্য়ন্ত কম ছিল।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College Hospital) শিশু মৃত্য়ুর ঘটনায় আজ রিপোর্ট দেবে হাসপাতালের ৩ সদস্য়ের অভ্য়ন্তরীণ তদন্ত কমিটি। মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, বেশ কয়েক জন শিশু বাইরের হাসপাতাল থেকে রেফার হয়ে এসেছিল।
শিশু মৃত্য়ুর ঘটনায় রিপোর্ট পেশ: প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাস্তায় আসার ধকল সামলাতে পারেনি ওই শিশুরা। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত শিশুদের অর্ধেকের জন্মের সময় ওজন অত্য়ন্ত কম ছিল। একটি শিশুর জন্মগত হৃদরোগের সমস্য়া ছিল বলেও জানিয়েছেন মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ হাসপাতালে ১০ জন শিশুর মৃত্য়ু হয়।
রেফার-রোগ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর বারংবার নির্দেশ সত্ত্বেও কেন সারছে না হাসপাতালের রেফার-রোগ? সরকারি হাসপাতাল থেকে কেন ফেরানো হচ্ছে মুমূর্ষু রোগীদের? বিভিন্ন ঘটনায় সেই প্রশ্ন উঠছে বারবার।
গত মাসে উত্তর ২৪ পরগনাতেও ওঠে রেফার রোগের অভিযোগ। চার-চারটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে উঠেছিল রোগী ফেরানোর অভিযোগ। রীতিমতো বিপাকে পড়েন রোগীর আত্মীয়রা। শেষপর্যন্ত সেই সরকারি হাসপাতালেই মিলেছিল চিকিৎসা। ওই দিন খড়দা বলরাম সেবামন্দির স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল রোগিণীকে। রোগী ফেরানোর অভিযোগ উঠেছিল ব্য়ারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতাল, সাগর দত্ত মেডিক্যাল, এনআরএস ও বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজি-র বিরুদ্ধে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে জানিয়েছিল বি এন বসু ব্যারাকপুর মহকুমা হাসপাতাল ও সাগর দত্ত মেডিক্যালে। পরিবারের তরফে প্রশ্ন করা হয়, যেখানে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রেফার বন্ধের নির্দেশ দিচ্ছেন, সেখানে রোগিণীকে কীভাবে ফেরাল চার-চারটি সরকারি হাসপাতাল? পরিবারের তরফে দাবি করা হয়, ২০ নভেম্বর ভোররাতে রহড়ার বাসিন্দা তনুশোভা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েছিলেন। অভিযোগ, ব্য়ারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতাল, সাগর দত্ত মেডিক্য়াল, এনআরএস ও বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজি, একাধিক ঘুরেও ভর্তি করা যায়নি রোগিণীকে। হতাশ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন রোগিণী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: South Bengal Weather: মেঘ কেটে গেলেই শীতের শুরু, আগামী সপ্তাহে পারদ পতন