West Bengal News: ডিএ আন্দোলনের মধ্যেই ১০ অফিসারের বদলি
উত্তরবঙ্গ থেকে ৪ অফিসারকে বদলি করা হয়েছে নবান্নে। নবান্ন থেকে ৬ অফিসারকে বদলি করা হয়েছে প্রত্যন্ত এলাকায়।
কলকাতা: ডিএ আন্দোলনের মধ্যেই ১০ অফিসারের বদলি। উত্তরবঙ্গ থেকে ৪ অফিসারকে বদলি করা হয়েছে নবান্নে। নবান্ন থেকে ৬ অফিসারকে বদলি করা হয়েছে প্রত্যন্ত এলাকায়। ধর্মঘটে যোগ দেওয়ায় বদলি করা হয়েছে, দাবি আন্দোলনকারীদের। রুটিন বদলি বলে দাবি প্রশাসনের।
দশ অফিসারের বদলি : শুক্রবার নবান্নের (Nabanna) জারি করা নির্দেশিকায়, কলকাতা থেকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে ৬ জনকে। যেমন সজল চক্রবর্তীকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর থেকে বদলি করে দেওয়া হয়েছে বাঁকুড়ার খাতরা ব্লক অফিসে। ভূমি ও ভূমি সংস্কার দফতরের আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত বরুণ মিত্রকে পুরুলিয়ার মানবাজার ২ নম্বর ব্লকে। অর্থ দফতরের হেড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত সরোজ দাসকেও পাঠানো হয়েছে পুরুলিয়ার বান্দোয়ান ব্লক অফিসে।
সরোজ দাসেরই সহকর্মী সুনীল কুমার সিংহকে বাঘমুণ্ডি ব্লকে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের হেড অ্যাসিস্ট্যান্ট কৌশিক হালদারকে বাঁকুড়ার ওন্দা ব্লকে। ভূমি ও ভূমি সংস্কার দফতরে একই পদে কাজ করা অপূর্ব রায়কে বদলি করা হয়েছে বাঁকুড়ার তালডাঙারার ব্লক অফিসে।
আন্দোলনকারীদের অভিযোগ, বদলির নোটিফিকেশনে যে সরকারি রুলে জারি করা হয়েছে, সেই রুল সাধারণভাবে সেনাবাহিনীতে বদলির ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। ২০১৮ সালে এই রুলেই বদলি করা হয়েছিল তৎকালীন পাবলিক সার্ভিস কমিশনে কর্মরত অফিসার বিপুল রায়কে। যিনি যৌথ সংগ্রামী মঞ্চের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। শুক্রবার আরও চারজনকে উত্তরবঙ্গ থেকে বদলি করা হয়েছে কলকাতায়। সেই তালিকায় রয়েছেন অরিন্দম ভৌমিক, চঞ্চল ভাণ্ডারী, সঞ্জীবকুমার রায় এবং পলাশলোচন দাসকে। আন্দোলনকারীদের দাবি, এই চারজনকে কলকাতায় বদলি করা হয়েছে আনুগত্যের পুরস্কার হিসেবে।
অব্যাহত আন্দোলন: বকেয়া DA-র দাবিতে শহিদ মিনার চত্বরে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান আজ ৫৮ দিনে পড়ল। ৪৪ দিনের মাথায় অনশন তুলে নিলেও বৃহত্তর লড়াই জারি থাকবে বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ৩০ মার্চ মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের দাবি, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী যদি ধর্নায় বসতে পারেন, তাহলে তাঁরাও অবস্থান করতে পারেন তাঁরা জানিয়েছেন, বকেয়া DA-র দাবি এবার মেলের মাধ্যমে রাষ্ট্রপতির দরবারে পৌঁছে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীকেও গণ-মেল করা হবে বলে DA-আন্দোলনকারীরা জানিয়েছেন।
আরও পড়ুন: Job Scam: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার নাইসার ভাইস প্রেসিডেন্ট, সামনে এল কী তথ্য়