Suvendu Adhikari: ১০০ দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ, জনস্বার্থ মামলা দায়ের শুভেন্দুর
100 Days Work: কেন্দ্র ও রাজ্যের হলফনামা তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ২০ ডিসেম্বরের মধ্যে হলফনামা তলব করলেন বিচারপতি।
কলকাতা: ১০০ দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। জনস্বার্থ মামলা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। কেন্দ্র ও রাজ্যের হলফনামা তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ২০ ডিসেম্বরের মধ্যে হলফনামা তলব করলেন বিচারপতি। ওইদিনই হবে পরবর্তী শুনানি, জানাল হাইকোর্ট (Calcutta High Court)।
কেন্দ্র ও রাজ্যের হলফনামা তলব: "রাজ্যের বিরোধী দলনেতার (Opposition Leader) অভিযোগ, "ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে। কেন্দ্রের দেওয়া ১০০ দিনের কাজের টাকা দলের লোকদের পাইয়ে দিয়েছে তৃণমূল। ভুয়ো নথি বানিয়ে টাকা আত্মসাত্ করা হয়েছে।'' আদালতে দাবি শুভেন্দু অধিকারীর আইনজীবীর। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, একশো দিনেক কাজের টাকা নিয়ে যে অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্যের হলফনামা পেশ করতে হবে। ২০ ডিসেম্বরের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে হবে হলফনামায়। কেন্দ্রীয় সরকারের আইনজীবীর বক্তব্য, "অভিযোগ গুরুতর, কেন্দ্রের টাকা তছরুপ করা সংবিধান বিরোধী।'' যদিও এবিষয়ে রাজ্যের বক্তব্য এই ধরনের মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
১০০ দিনের কাজ নিয়ে বারবার অভিযোগ জানিয়েছিল বিজেপি। ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে আদালতে সরবও হয়েছেন বিরোধী দলনেতা। গত ২১ নভেম্বর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্ট তুলে ধরে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির হদিশ মিলেছে। তাঁর দাবি, 'কয়েকটি ক্ষেত্রে জেলাশাসক ও বিডিও-র এফআইআরের সুপারিশ কার্যকর করা হয়নি। বহু ব্লকে জনসংখ্যার তুলনায় জবকার্ড বেশি রয়েছে।' বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিরও জবকার্ড রয়েছে, অভিযোগ শুভেন্দুর। আজ হাইকোর্টে অতিরিক্ত হলফনামা পেশ করেন তিনি।
এদিকে শিক্ষায় দুর্নীতি ও অতিরিক্ত পদ সৃষ্টির অভিযোগে বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ অধ্যক্ষের। যার প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ দেখাল বিজেপি। খারিজের প্রতিবাদ করে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। বিধানসভার বাইরে এসে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এদিন নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গোটা মন্ত্রিসভাকে (Cabinet) জেলে পাঠানোর দাবি জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।